Airtel Plan For Free: এক মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এই দামি এয়ারটেল প্ল্যান, কীভাবে?

Airtel Black: এয়ারটেল ব্ল্যাকের পরিষেবা ব্যবহার করছেন নাকি? একসঙ্গে মোবাইল, DTH এবং ফাইবার পরিষেবা পেয়ে যাবেন এর মাধ্যমে। তার থেকেও বড় কথা হল, এর একটি প্ল্যান এমন যা আপনি বিনা পয়সায় ব্যবহার করতে পারবেন।

Airtel Plan For Free: এক মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এই দামি এয়ারটেল প্ল্যান, কীভাবে?
এয়ারটেলের কোন প্ল্যান আপনি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন, দেখে নিন।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2022 | 2:12 PM

আপনি কি এয়ারটেল (Airtel) সিম ব্যবহার করেন? দেশের এই জনপ্রিয় টেলিকম সংস্থাটির ঝুলিতে রয়েছে গুচ্ছের প্রিপেড ও পোস্টপেড প্ল্যান (Prepaid And Postpaid Plan)। ফ্রি কলিং থেকে শুরু করে ডিটিএইচ, ব্রডব্যান্ড পরিষেবার মতো একাধিক জরুরি সুবিধা তার গ্রাহকদের প্রদান করে থাকে এয়ারটেল। সেই সঙ্গেই আর একটি নতুন প্ল্যান অফার করছে সংস্থাটি,যার নাম এয়ারটেল ব্ল্যাক। 2021 সালে লঞ্চ করা হয়েছিল এয়ারটেল ব্ল্যাক (Airtel Black) নামক পরিষেবাটি।

এয়ারটেল ব্ল্যাকের মাধ্যমে আপনি দুই বা ততোধিক পরিষেবা পেতে পারেন। ফাইবার, ডিটিএইচ, মোবাইল – এগুলির মধ্যে দুটি বা একত্রে তিনটিই আপনার জন্য উপলব্ধ হবে। সবথেকে গুরুত্বপূর্ণ দিকটি হল, একই সঙ্গে এই তিনটি পরিষেবাই যদি আপনি নেন, তাহলে একটা বিলেই কাজ হয়ে যাবে। আর একটি সুবিধার দিক হল, এই সব পরিষেবাগুলির একটাই কাস্টমার কেয়ার নম্বর, যেখানে রিলেশনশিপ ম্যানেজারদের একটি ডেডিকেটেড টিম রয়েছে। যে কোনও সমস্যায় একবার ফোন করলেই তার সমাধানসূত্র বের করে দেবেন সেই ম্যানেজাররা। এয়ারটেল ব্ল্যাকের মাধ্যমে 30 দিনের ফ্রি পোস্টপেড, ডিটিএইচ এবং ব্রডব্যান্ড পরিষেবা মেলে।

এয়ারটেল ব্ল্যাক কাস্টম প্ল্যানের ওয়ান-টাইম বেনিফিট

এয়ারটেল ব্ল্যাক কাস্টম প্ল্যান যে সব উপভোক্তারা বেছে নেবেন, তাঁরা ওয়ান-টাইম ডিসকাউন্ট পেয়ে যাবেন এয়ারটেল পোস্টপেড বা এয়ারটেল এক্সস্ট্রিম ফাইবার অ্যাক্টিভেট করার সময়। বিষয়টা ঠিক কীরকম? ধরা যাক, আপনি এয়ারটেল পোস্টপেডের 499 টাকার মাসিক রেন্টাল প্ল্যানটি বেছে নিলেন। সেক্ষেত্রে রোলিংয়ের ভিত্তিতে 30 দিনের জন্য এয়ারটেল পোস্টপেড কানেকশন পেয়ে যাবেন। কাস্টমারদের কেবল মাত্র 30 দিনের জন্যই রেন্টাল দিতে হবে। রেন্টালের বাইরে অন্য কোনও ইউসেজের ক্ষেত্রে বিলে আলাদা করে তার অঙ্কটা যোগ করা হবে।

এয়ারটেল ব্ল্যাক ফিক্সড প্ল্যান ওয়ান-টাইম বেনিফিট

নতুন ব্রডব্যান্ড সার্ভিসের সহিত যাঁরা এয়ারটেল ব্ল্যাক ফিক্সড প্ল্যান বাছবেন, তাঁরা ওয়ান-টাইম ডিসকাউন্ট পেয়ে যাবেন, যা ফিক্সড প্ল্যানের মাসিক রেন্টালের সমতুল্য। ধরা যাক, নতুন ব্রডব্যান্ড সার্ভিস এবং ডিটিএইচ সার্ভিস সহযোগে কাস্টমাররা 1099 টাকার নতুন এয়ারটেল ব্ল্যাক ফিক্সড প্ল্যান বাছলেন। এক্ষেত্রে কাস্টমাররা রোলিংয়ের ভিত্তিতে 30 দিনের রেন্টাল ডিসকাউন্ট পেয়ে যাবেন, যা 1,099 টাকারই। এখানেও ঠিক আগের প্ল্যানের মতোই কাস্টমারদের কেবল 30 দিনের রেন্টাল দিতে হবে। তার বেশি ইউসেজ থাকলে বিলের সঙ্গে অতিরিক্ত হিসেবে যোগ করা হবে।

এয়ারটেল ব্ল্যাক কীভাবে পাবেন

প্রথমেই আপনাকে এয়ারটেল থ্যাঙ্ক অ্যাপ ডাউনলোড করতে হবে। এবার আপনি এয়ারটেল ব্ল্যাক উপলব্ধ করতে পারবেন এবং নিজের পছন্দ অনুযায়ী প্ল্যানটিও বেছে নিতে হবে। এছাড়াও, আপনি চাইলে নিকটবর্তী এয়ারটেল স্টোরে গিয়ে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি 8826655555 নম্বরে একটা মিস কল দিতে পারেন। মিস কল দিলে একজন এয়ারটেল এগজ়িকিউটিভ এয়ারটেল ব্ল্যাকে আপগ্রেড করিয়ে দিতে আপনাকে ফোন করে নেবেন।