Donald Trump 2.0: ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পদে ভারতীয়রা! রয়েছে কলকাতা কানেকশনও…

Trump 2.0 Cabinet: ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের মধ্যে একটা ভরসার জায়গা তৈরি হয়েছে। এখানেই শেষ নয়, ট্রাম্পের দ্বিতীয় বারের মেয়াদে ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে একঝাঁক ভারতীয় বংশোদ্ভূত আধিকারিক। এর মধ্যে রয়েছে কলকাতা কানেকশনও!

Donald Trump 2.0: ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পদে ভারতীয়রা! রয়েছে কলকাতা কানেকশনও...
Image Credit source: TV9 Network
Follow Us:
| Updated on: Dec 12, 2024 | 1:50 AM

মার্কিন মুলুকের প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। সিভিল রাইটসে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করা হয়েছে হরমীত ধিলোনকে। এর ফলে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের মধ্যে একটা ভরসার জায়গা তৈরি হয়েছে। এখানেই শেষ নয়, ট্রাম্পের দ্বিতীয় বারের মেয়াদে ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে একঝাঁক ভারতীয় বংশোদ্ভূত আধিকারিক। এর মধ্যে রয়েছে কলকাতা কানেকশনও! ২০ জানুয়ারি থেকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে সরকারী ভাবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প।

এক নজরে দেখে নেওয়া যাক…

  1. ঊষা ভেন্স- সেকেন্ড লেডি অব আমেরিকা। ভাইস প্রেসিডেন্টে জয়ী জেডি ভেন্সের স্ত্রী ঊষা চিলুকুরি ভেন্স। অন্ধ্রপদেশের তিনি। ভারতীয় সংস্কৃতির সঙ্গে অতি পরিচিত।
  2. ডা: জয় ভট্টাচার্য- ন্যাশনাল ইনস্টিউট অব হেলথ (NIH)-এর ডিরেক্টর করা হচ্ছে জয় ভট্টাচার্যকে। কলকাতায় জন্ম। ডা: জয় ভট্টাচার্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে। সায়েন্টিফিক এবং হেলথকেয়ার লিডারশিপে ভারতীয়-আমেরিকানদের যে গুরুত্ব বাড়ছে তার অন্যতম উদাহরণ।
  3. এই খবরটিও পড়ুন

  4. কাশ্যপ প্যাটেল-ডিরেক্টর অব the FBI পদে মনোনীত করা হয়েছে। গুজরাটি পরিবারে জন্ম। আইন শৃঙ্খলা এবং জাতীয় সুরক্ষার ক্ষেত্রে দুর্দান্ত ট্র্যাকরেকর্ড। তাঁকে এফবিআই-র সর্বোচ্চ পদে বসানো হচ্ছে।
  5. বিবেক রামস্বামী-ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির সর্বোচ্চ পদে বসতে চলেছেন।
  6. তুলসি গাবার্দ-ন্যাশনাল ইন্টেলিজেন্স (DNI)-এর ডিরেক্টর করা হচ্ছে প্রাক্তন কংগ্রেসওম্যান এবং ২০২০ সালের প্রেসিডেন্সিয়াল প্রার্থী তুলসিকে।