Indian Railway Monopoly Stock: রেলের মনোপলি শেয়ার, দাম প্রায় ৩ বছর আগের মতো, ভবিষ্যতে বাড়তে পারে দাম, কিনবেন নাকি?

IRCTC, CONCOR: জাতীয় রেল নীতি ২০৩০ অনুযায়ী রেলের ১০০% বৈদ্যুতিকরণ, নতুন ডেডিকেটেড ফ্রেট করিডোর ও নতুন হাইস্পিড রেল করিডোর তৈরির পরিকল্পনা রয়েছে। আর এর ফলে বাজেটে রেলর জন্য বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর এর সঙ্গে অবশ্যই পাল্লা দিয়ে বাড়বে রেলের বিভিন্ন শেয়ারের দাম।

Indian Railway Monopoly Stock: রেলের মনোপলি শেয়ার, দাম প্রায় ৩ বছর আগের মতো, ভবিষ্যতে বাড়তে পারে দাম, কিনবেন নাকি?
Follow Us:
| Updated on: Jan 14, 2025 | 4:49 PM

রেলওয়ে সেক্টরে ভারত হুহু করে এগিয়ে চলেছে। মুম্বই থেকে আমেদাবাদের মধ্যে ভারতের প্রথম হাইস্পিড ট্রেন চলবে, এমনই স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে আমাদের দেশ। ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই প্রজেক্টে মুম্বই ও আমেদাবাদ সমেত মোট ১১টি স্টেশন হওয়ার কথা। যাত্রাপথের কিছু অংশই হবে মাটির উপর দিয়ে। আর বাকি, বেশিরভাগ অংশই হবে টানেল ও ব্রিজের উপর দিয়ে। এমন প্রজেক্টের প্রভাব অবশ্যই পড়বে রেলের বেশ কিছু শেয়ারে। এখানে আমরা এমন ২টো শেয়ার সম্পর্কে দেখব যারা তাদের ২০২১-এর দামের প্রায় কাছাকাছি দামেই বাজারে বিকিকিনি হচ্ছে।

ভারতীয় রেলের একটি মনোপলি কোম্পানি হল ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি। অনলাইন টিকিট বুকিং, কেটারিং, বোতলজাত পানীয় জল ও ট্রাভেল-ট্যুরিজম সার্ভিস প্রদান করে। অনলাইন টিকিট বুকিং ও কেটারিং ব্যবসায়ে আইআরসিটিসির কোনও প্রতিদ্বন্দী নেই। যে কোনও অ্যাপ বা ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট বুক করতে গেলে সেখানেও আইআরসিটিসির মাধ্যমেই বুকিং হয়। ফলে সেখান থেকে অর্থ উপার্জন করে তারা। আবার ট্রেনের মধ্যে কেটারিং সার্ভিস দেওয়ার জন্যও বড় বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ। এ ছাড়াও সুইগি ও জোম্যাটোর সঙ্গে চুক্তি রয়েছে তাদের।

২০২৩-২৪ অর্থবর্ষের রিপোর্ট বলছে আইআরসিটিসি অনলাইনে কাটা নন এসি টিকিটে কনভিনিয়েন্স ফি হিসাবে ১৫ টাকা ও এসি এবং প্রথম শ্রেণির টিকিটে ৩০ টাকা করে নেয়। আর যদি ইউপিআই মাধ্যমে টিকিটের দাম দেওয়া হয়, তাহলে এই কনভিনিয়েন্স ফি কমে দাঁড়ায় নন এসিতে ১০ টাকা ও এসি বা প্রথম শ্রেণির বুকিংয়ের জন্য ২০ টাকা। তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে রিজার্ভড রেল টিকিটের ৮২.৬৮% অনলাইনে বিক্রি হয়। ২০২২-২৩ যা ছিল ৮০.৯৯%।

জাতীয় রেল নীতি ২০৩০ অনুযায়ী রেলের ১০০% বৈদ্যুতিকরণ, নতুন ডেডিকেটেড ফ্রেট করিডোর ও নতুন হাইস্পিড রেল করিডোর তৈরির পরিকল্পনা রয়েছে। আর এর ফলে বাজেটে রেলর জন্য বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর এর সঙ্গে অবশ্যই পাল্লা দিয়ে বাড়বে রেলের বিভিন্ন শেয়ারের দাম। আইআরসিটিসির শেয়ারের দাম ২০২১ সালের ১ অক্টোবরের দামের প্রায় কাছাকাছিই রয়েছে।

একই অবস্থা কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া বা কনকোরের শেয়ারের। ২০২১ সালের ৯ সেপ্টেম্বরের দামের আশেপাশেই রয়েছে এই শেয়ারের দামও। কনকোর রেলওয়ে লজিস্টিক্সে মার্কেট লিডার। ক্যারিয়ার, টার্মিনাল অপারেশন ও ওয়্যারহাউসিং এই ৩ ক্ষেত্রে ব্যবসা করে ভারতীয় রেলের এই কোম্পানি। রেলে পণ্য পরিবহনের ক্ষেত্রে কনকোরের মার্কেট শেয়ার প্রায় ৬২%। দেশের পণ্য পরিবহনের ক্ষেত্রে রেলের শেয়ার ২৭%। জাতীয় রেলনীতি ২০৩০ অনুযায়ী সেই শেয়ার বাড়িয়ে ৪৫% নিয়ে যেতে চায় রেলওয়ে। আর সেক্ষেত্রে প্রায় মনোপলি স্টক হিসাবে লাভবান হবে কনকোরই।