Indian Army Robotic Mule: কুকুরে মতো দেখতে হলেও নেই প্রাণ! ভারতীয় সেনার সঙ্গে পা মিলিয়ে ওগুলো হাঁটছে কারা?

Indian Army Robotic Mule: এবার আসন্ন সেনা দিবসের কুচকাওয়াজেও এই রোবোটিক মিউলগুলিকে পথে নামাবে সেনাবাহিনী। মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত হয়েছে সেই কুচকাওয়াজ। ভারতীয় সেনার প্রযুক্তিগত উন্নয়নের দিকগুলিই প্রদর্শন করা হবে সেই দিন।

| Updated on: Jan 14, 2025 | 4:12 PM
সামরিক শক্তির নিরিখে বিশ্বে অন্যতম ভারত। জল, স্থল, আকাশ, তিন পথেই রয়েছে সেনা। আর সেই সেনাকে মজবুত করতে রয়েছে প্রযুক্তি নির্ভর অস্ত্রশস্ত্র।

সামরিক শক্তির নিরিখে বিশ্বে অন্যতম ভারত। জল, স্থল, আকাশ, তিন পথেই রয়েছে সেনা। আর সেই সেনাকে মজবুত করতে রয়েছে প্রযুক্তি নির্ভর অস্ত্রশস্ত্র।

1 / 9
সমীক্ষা অনুযায়ী, এই বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে সেনা শক্তিতে ভারত রয়েছে চতুর্থ স্থানে। সেনার সংখ্যা, সামরিক সরঞ্জাম-সহ সামরিক কৌশলের গুণগতমান। সব দিক থেকেই একাধিক বৃহত্তর দেশের থেকে এগিয়ে ভারত।

সমীক্ষা অনুযায়ী, এই বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে সেনা শক্তিতে ভারত রয়েছে চতুর্থ স্থানে। সেনার সংখ্যা, সামরিক সরঞ্জাম-সহ সামরিক কৌশলের গুণগতমান। সব দিক থেকেই একাধিক বৃহত্তর দেশের থেকে এগিয়ে ভারত।

2 / 9
সামরিক দিক থেকে বিশ্বের চতুর্থ শক্তিশালী এই সেনাবাহিনীতেই গত বছর যুক্ত হয়েছে আরও একটি নতুন প্রযুক্তি। জঙ্গি, শত্রুদেশের চোখ রাঙানি থেকে এবার ভারতীয় সেনাকে রক্ষা করবে রোবট।

সামরিক দিক থেকে বিশ্বের চতুর্থ শক্তিশালী এই সেনাবাহিনীতেই গত বছর যুক্ত হয়েছে আরও একটি নতুন প্রযুক্তি। জঙ্গি, শত্রুদেশের চোখ রাঙানি থেকে এবার ভারতীয় সেনাকে রক্ষা করবে রোবট।

3 / 9
দেখতে অনেকটা পোষ্যের মতো। গত বছর জুন মাসে ভারতীয় সেনাবাহিনীতে আনা হয়েছিল এই রোবোটিক মিউলগুলিকে। মূলত সঙ্কটজনক স্থানে জওয়ানদের রক্ষা করবে এই মিউলগুলি।

দেখতে অনেকটা পোষ্যের মতো। গত বছর জুন মাসে ভারতীয় সেনাবাহিনীতে আনা হয়েছিল এই রোবোটিক মিউলগুলিকে। মূলত সঙ্কটজনক স্থানে জওয়ানদের রক্ষা করবে এই মিউলগুলি।

4 / 9
যে কোনও বাধাকেই টপকে যেতে পারে মিউলগুলি। যার চালনা শক্তি কৃত্তিম বুদ্ধিমত্তা। চড়তে পারে সিঁড়ি, নামতে পারে ঢালু বেয়ে। মানুতে পারে দিক নির্দেশ।

যে কোনও বাধাকেই টপকে যেতে পারে মিউলগুলি। যার চালনা শক্তি কৃত্তিম বুদ্ধিমত্তা। চড়তে পারে সিঁড়ি, নামতে পারে ঢালু বেয়ে। মানুতে পারে দিক নির্দেশ।

5 / 9
শুধু তা-ই নয়, প্রচণ্ড ঠান্ডাতেও প্রভাব পড়ে না এই রোবোটিক মিউলগুলিতে। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, মাইনাস ৪০ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও নির্দ্বিধায় কাজ চালিয়ে যেতে পারে এই মিউলগুলি।

শুধু তা-ই নয়, প্রচণ্ড ঠান্ডাতেও প্রভাব পড়ে না এই রোবোটিক মিউলগুলিতে। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, মাইনাস ৪০ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও নির্দ্বিধায় কাজ চালিয়ে যেতে পারে এই মিউলগুলি।

6 / 9
প্রতিটি ইউনিট বহন করতে পারে ১৫ কেজি পর্যন্ত ওজন। আর যে কোনও জায়গায় বসেই চালনা করা যেতে পারে এই রোবটগুলিকে।

প্রতিটি ইউনিট বহন করতে পারে ১৫ কেজি পর্যন্ত ওজন। আর যে কোনও জায়গায় বসেই চালনা করা যেতে পারে এই রোবটগুলিকে।

7 / 9
এবার আসন্ন সেনা দিবসের কুচকাওয়াজেও এই রোবোটিক মিউলগুলিকে পথে নামাবে সেনাবাহিনী। মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত হয়েছে সেই কুচকাওয়াজ। ভারতীয় সেনার প্রযুক্তিগত উন্নয়নের দিকগুলিই প্রদর্শন করা হবে সেই দিন।

এবার আসন্ন সেনা দিবসের কুচকাওয়াজেও এই রোবোটিক মিউলগুলিকে পথে নামাবে সেনাবাহিনী। মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত হয়েছে সেই কুচকাওয়াজ। ভারতীয় সেনার প্রযুক্তিগত উন্নয়নের দিকগুলিই প্রদর্শন করা হবে সেই দিন।

8 / 9
এছাড়াও, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেও সেনার সঙ্গে পা মিলিয়ে হাঁটবে রোবোটিক মিউলগুলি। গত শনিবার বম্বে ইঞ্জিনিয়ার্স প্যারেড গ্রাউন্ডেও সেনা মহড়ায় দেখা গিয়েছিল এই মিউলগুলিকে। (সব ছবি PTI ও Getty Image থেকে নেওয়া।)

এছাড়াও, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেও সেনার সঙ্গে পা মিলিয়ে হাঁটবে রোবোটিক মিউলগুলি। গত শনিবার বম্বে ইঞ্জিনিয়ার্স প্যারেড গ্রাউন্ডেও সেনা মহড়ায় দেখা গিয়েছিল এই মিউলগুলিকে। (সব ছবি PTI ও Getty Image থেকে নেওয়া।)

9 / 9
Follow Us: