গোটা দেশে নিষিদ্ধ হয়েও অস্কারে মনোনয়ন, VPN চালিয়ে দেখার ধুম! কী আছে এই ‘বিকর্কিত’ তথ্যচিত্রে?
The Bibi Files: দুর্নীতির দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে এখন ট্রায়াল চলছে। যুদ্ধ চলছে, তাই আদালতে হাজিরা দেওয়া সম্ভব নয়। ইজরায়েলের কোর্ট বিবির এ যুক্তি মানেনি। ফলে, নিয়ম করে এখন তাঁকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। নেতানিয়াহু ইজরায়েলের লংগেস্ট সার্ভিং পিএম। ১৭ বছর গদিতে আছেন।
যাঁরা তাঁকে এতদিন সেভাবে চিনতেন না, এখন তাঁরাও চিনে গিয়েছেন। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নাম, ছবি সব প্রমিনেন্ট ওয়ার্ল্ড লিডারদের তালিকায় ঢুকে গেছে। তাঁকে নিয়ে একটা ছবি তৈরি হয়েছে। আর সেই ছবি অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। ছবি নিয়ে ইজরায়েলে এখন তুলকালাম চলছে। ডকুমেন্টরি ফিল্মের নাম, ‘দ্য বিবি ফাইলস’। বিবি হল নেতানিয়াহুর ডাক নাম। এ ক্ষেত্রে মনে রাখা ভাল, ইজরায়েল হল এমন একটা দেশ, যেখানে ভাল নামের চেয়ে ডাকনামের চল বেশি। সবাই সবাইকে ওদেশে ডাকনামে ডাকে। আর ইজরায়েলে সব বেঞ্জামিনেরই ডাকনাম বিবি। তাই প্রাইম মিনিস্টার নেতানিয়াহুও বিবি।
তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে আস্ত একটা তথ্যচিত্র তৈরি করেছেন দক্ষিণ আফ্রিকার পরিচালক অ্যালেক্সি ব্লুম। ছবির প্রযোজক মার্কিন নাগরিক অ্যালেক্স গিবনে। দুর্নীতির দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে এখন ট্রায়াল চলছে। যুদ্ধ চলছে, তাই আদালতে হাজিরা দেওয়া সম্ভব নয়। ইজরায়েলের কোর্ট বিবির এ যুক্তি মানেনি। ফলে, নিয়ম করে এখন তাঁকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। নেতানিয়াহু ইজরায়েলের লংগেস্ট সার্ভিং পিএম। ১৭ বছর গদিতে আছেন। এই ১৭ বছরে ঘুষ নেওয়া, স্বজনপোষণ, পদের অপব্যবহার। একেবারে অভিযোগের মালা ঝুলছে নেতানিয়াহু ও তাঁর পরিবারের অন্য সদস্যদের গলায়। গত ৪ বছর ধরে পুলিশি জেরার মুখে পড়েছেন তিনি। তারপর চার্জ ফ্রেম হয়ে এখন শুনানি শুরু হয়েছে। পুলিশি জেরার সমস্ত ভিডিয়ো ফুটেজ এই তথ্যচিত্রে রয়েছে। বুঝতেই পারছেন ইজরায়েলি প্রশাসনের ওপর মহল থেকেই সেসব লিক হয়ে পরিচালকের কাছে পৌঁছে যায়। এই ছবি ইজরায়েলে নিষিদ্ধ।
ওদেশে প্রাইভেসি ল’ বলে বিশেষ একটা আইন আছে। সে আইনের দোহাই দিয়ে সরকার ছবির সম্প্রচার বন্ধ করে দিয়েছে। ছবি তৈরির কাজ শুরু হয়েছিল গতবছর সাতই অক্টোবর হামাসের হামলার আগেই। এনিয়ে ইজরায়েলে সাধারণ মানুষের খুব একটা হেলদোল ছিল বলব না। তবে, অস্কারের জন্য নমিনেশন পেতেই ছবি দেখার ধূম পড়ে গিয়েছে। সাধারণ মানুষের মোবাইলে মোবাইলে ঘুরছে ছবির পাইরেটেড ভার্সান। অনেকে আবার ভিপিএন ব্যবহার করে ইন্টারনেটে ছবিটা দেখার চেষ্টা করছেন। ছবিতে নেতানিয়াহুর প্রাক্তন রাজনৈতিক সঙ্গী, সাংবাদিক ও বিশেষজ্ঞদের বক্তব্য থাকায় তা ইজরায়েলের সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে। ওদেশে বিরোধীদের অভিযোগ, প্রাইম মিনিস্টারের পাশে জনসমর্থন নেই। তা বুঝেই নেতানিয়াহু যুদ্ধটাকে লম্বা করতে চাইছেন। যাতে জাতীয়তাবাদের হাওয়ায় কুর্সি ধরে রাখা যায়। হামাসের হাতে পণবন্দিদের সবাইকে এখনও ফিরিয়ে আনা যায়নি। গতবছর সাতই অক্টোবরে হামাসের হামলা রোখা যায়নি। প্রধানমন্ত্রী এর দায় এড়াতে পারেন না বলেই বহু ইজরায়েলবাসী মনে করেন। হামাসের হামলা আসলে নিরাপত্তার গাফিলতি কিনা, এ নিয়ে তদন্ত চলছে। কিছুদিনের মধ্যেই রিপোর্ট আসবে। এ নিয়ে বিবির মনে আশঙ্কা আছে বিলক্ষণ। এরপর গাজাতে ওয়ার ক্রাইমের অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালত। সঙ্গে দুর্নীতির অভিযোগ। সবমিলিয়ে ত্রিফলায় বিদ্ধ ইজরায়েলের প্রধানমন্ত্রী। যা দেখে অনেকেই বলছেন, তাই যুদ্ধই তার ভেসে থাকার ভরসা। তবে যুদ্ধে নেমে সাফল্য তিনি পাচ্ছেন।
কয়েকদিন আগেই ইয়েমেনে বিমানহানা শুরু করেছে ইজরায়েল। সকালে হুথিরা ইজরায়েলে মিসাইল হামলা চালায়। জবাব দিতে ইয়েমেনে অভিযান শুরু করেছে আইডিএফ। ইজরায়েলি সেনা সূত্রে খবর, হামাস বা হুথির মতো সংগঠনের কোমর ভেঙে দেওয়া গেলেও হিজবুল্লা এখনও বড় চ্যালেঞ্জ। আইডিএফের হাতে বিধ্বস্ত হওয়ার পরেও নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে লেবাননের এই গোষ্ঠী। আর এই প্রথম নয়, বারবারই ধ্বংস্বস্তুপ থেকে উঠে দাঁড়ানোটা অভ্যাস করে ফেলেছে তারা।