Viral Video: ‘আমি যদি ঢুলু-ঢুলু হয়ে যাই…’, মঞ্চে দাঁড়িয়ে মাদক নিয়ে হুঙ্কার রূপমের
Rupam Islam: সম্প্রতি কল্যাণীতে কনসার্ট করতে হাজির হয়েছিলেন তিনি। সেখান থেকেই মাদক সেবনের বিরুদ্ধে সরব হলেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে বললেন, তাঁর এই কনসার্টে কেউ যেন কোনও প্রকারের মাদক সেবন না করেন।
রূপম ইসলাম, গানের জগতের অন্যতম নাম। যাঁর কনসার্ট মানেই হাজার হাজার শ্রোতার কাছে বিশেষ আকর্ষণ। তবে এবার থেকে তাঁর কনসার্ট মানেই বাড়তি সতর্কতা। কারণ একটাই, এবার সকলকে সতর্ক করতে কড়া বার্তা দিলেন গায়ক। সম্প্রতি কল্যাণীতে কনসার্ট করতে হাজির হয়েছিলেন তিনি। সেখান থেকেই মাদক সেবনের বিরুদ্ধে সরব হলেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে বললেন, তাঁর এই কনসার্টে কেউ যেন কোনও প্রকারের মাদক সেবন না করেন।
বিবেকানন্দের জন্মদিনে গায়ক কনসার্টের মাঝেই বললেন, “বিবেকানন্দ বলেছিলেন জাগ্রত থাকতে হবে, তবেই আমাদের যুবশক্তির উত্থান হবে। আমি যদি ঢুলু ঢুলু হয়ে যাই, তাহলে আমি কোন কাজে লাগব পৃথিবীর? পৃথিবী কি আমাদের জন্ম দিয়েছে ওই ঢুলু ঢুলু হওয়ার জন্য? আমি সেরকম মানুষ নই। আর আমি মনে করি না এই জিনিসটার দরকার আছে। আমার লাগেনি। যাঁরা এই গল্প তৈরি করেছে তাঁদেরকে ধরো। মোকাবিলা কর। আমি মনে করি মিথ্যেবাদীরা কবিতা লিখতে পারে না। আর লিখলে ধরা পরে যায়। ইতিহাস এত বোকা নয়…। মনে রেখো ওই ধোঁয়া যাঁরা ওড়াচ্ছো তাঁরা লজ্জিত হও। এই মাঠে যদি আমি কখনও পারফর্ম করি, তবে আমি তক্ষণ পারফর্ম করব, ততক্ষণ একজনও মাদক সেবন করবেন না। একজনও গাঁজা খাবেন না। মুখে যদি গন্ধ পাওয়া যায় এই মাঠে তাঁকে ঢুকতে দেওয়া হবে না।” সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল সেই ভিডিয়ো। কমেন্ট বক্সও ভরে উঠল নানাজনের নানা মতে।