বিজয় সেলসের রিটেল আউটলেট এবং অনলাইন ওয়েবসাইটে শুরু হয়েছে অ্যাপেল ডেজ সেল। প্রায় ১১০টিরও বেশি রিটেল স্টোরে এই ছাড় চলছে। মার্কিন টেক জায়ান্ট অ্যাপেলের বিভিন্ন ডিভাইস এবং গ্যাজেটের উপর রয়েছে আকর্ষণীয় ছাড়। বছর শেষে বিজয় সেলসের এই অ্যাপেল ডেজ সেলে কী কী অফার রয়েছে দেখে নিন।
ভারতে অ্যাপেল ডেজ সেলের বর্ষপূর্তি উপলক্ষ্যে আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১৩ মিনি, আইফোন ১২ এবং আইফোন ১১- তে রয়েছে প্রচুর আকর্ষণী অফার। বিজয় সেলসের রিটেল চেনের মাধ্যমে এইসব অফার দেওয়া হচ্ছে। ২৪ ডিসেম্বর এই সেল শুরু হয়েছে। চলবে ৮ দিন ধরে। অর্থাৎ অ্যাপেল ডেজ সেল আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।
আইফোনের বিভিন্ন মডেল ছাড়াও ম্যাকবুক এয়ার (এম১), ম্যাকবুক প্রো (এম১), ম্যাকবুক প্রো (এম১ প্রো), আইপ্যাড (২০২১), আইপ্যাড এয়ার (২০২০), এয়ারপডস (থার্ড জেনারেশন), এয়ারপডস প্রো, এয়ারপডস ম্যাক্স এবং হোমপড মিনি ডিভাইসে রয়েছে দুর্দান্ত অফার। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড থাকলে এবং ওই ব্যাঙ্কের মাধ্যমে ইএমআই ট্রানজাকশন করলে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের কাছে। এই ছাড়ের তালিকায় যুক্ত রয়েছে অ্যাপেল ওয়াচ সিরিজ ৭, অ্যাপেল ওয়াচ এসই, এয়ারপডস সেকেন্ড জেনারেশন এবং আইপ্যাড প্রো।
আটদিনব্যাপী এই সেলে আইফোন ১৩- র দাম শুরু হচ্ছে ৭৫,৯০০ টাকা থেকে যা রেগুলার দামের তুলনায় (৭৯,৯০০ টাকা) চার হাজার টাকা কম। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড থাকলে ক্রেতারা অতিরিক্ত ছয় হাজার টাকা ছাড় পাবেন। এর পাশাপাশি এক্সচেঞ্জ অফারে ফোন কিনলে এবং এক্সচেঞ্জ করা ফোনের দাম কমপক্ষে পাঁচ হাজার টাকা হলে, ক্রেতারা অতিরিক্ত তিন হাজার টাকা ছাড় পাবেন বলে দাবি করেছে বিজয় সেলস। এর ফলে সমস্ত অফার মিলিয়ে আইফোন ১৩- র দাম কমে দাঁড়াবে ৬১,৯০০ টাকায়।
দেখে নেওয়া যাক অন্যান্য আইফোনের দাম-
আইফোন ১৩ প্রো- ১,১৩,৯০০ টাকা
আইফোন ১৩ প্রো ম্যাক্স- ১,২৩,৯০০ টাকা
আইফোন ১৩ মিনি- ৬৬,৪০০ টাকা
আইফোন ১১- ৪৭,৪০০ টাকা
আইফোন ১২- ৫৬,২৯৯ টাকা
উক্ত সব ক্ষেত্রেই এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড বা ইএমআই ট্রানজাকশন হলে এই বিপুল পরিমাণ ছাড়যুক্ত দামে অ্যাপেলের ফোনগুলি কেনা যাবে।
আইপ্যাড (২০২১) শুরু হচ্ছে ২৯,৬০০ টাকা থেকে। এটি ছাড়প্রাপ্ত দাম। এছাড়াও আইপ্যাড এয়ার (২০২০) এবং আইপ্যাড প্রো পাওয়া যাচ্ছে যথাক্রমে ৫০,৯০০ টাকা এবং ৬৭,৫০০ টাকায়। ম্যাকবুক এয়ার (এম১)- এও রয়েছে ছাড়। এর রেগুলার দাম ৯২,৯০০ টাকা। তবে বিজয় সেলসের সেলে পাওয়া যাচ্ছে ৮৩,৬১০ টাকায়। এর পাশাপাশি ম্যাকবুক প্রো (এম১) ১,১০,৬১০ টাকায় পাওয়া যাচ্ছে। ম্যাকবুক প্রো (এম১ প্রো) পাওয়া যাচ্ছে ১,৮১,২০০ টাকায়।
বিজয় সেলসের অ্যাপেল ডেজ সেলে এয়ারপডস (থার্ড জেনারেশন) পাওয়া যাচ্ছে ১৭,৩০০ টাকায়। আর এয়ারপডস প্রো পাওয়া যাচ্ছে ২০,৪৯০ টাকায়। এয়ারপডস ম্যাক্স পাওয়া যাচ্ছে ৫৯,৯০০ টাকা।
অ্যাপেল ওয়াচ সিরিজ ৭ এবং অ্যাপেল ওয়াচ এসই বিজয় সেলসের এই সেলে পাওয়া যাচ্ছে যথাক্রমে ৩৬,১০০ টাকা এবং ২৫,৯০০ টাকায়।