Amazon Year Ender Sale 2021: বছর শেষে ব্যাপক সেল অ্যামাজনে! জনপ্রিয় একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন, টিভিতে লোভনীয় ছাড়

Year End Sale 2021: ৪০ শতাংশ ছাড়ে পেয়ে যাবেন শাওমি, স্যামসাং, আইকিউওও, ওপ্পো, টেকনো এবং ভিভো-সহ আরও একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন ও টিভি। সেরার সেরা অফার এক নজরে দেখে নিন।

Amazon Year Ender Sale 2021: বছর শেষে ব্যাপক সেল অ্যামাজনে! জনপ্রিয় একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন, টিভিতে লোভনীয় ছাড়
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2021 | 12:50 PM

বছর শেষের সেরা সেল নিয়ে হাজির হয়েছে অ্যামাজন (Amazon Year Ender Sale 2021)। শনিবার ২৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই সেল চলে ৩১ ডিসেম্বর এক্কেবারে বছরের শেষ দিন পর্যন্ত। সেলের নাম ‘স্মার্টফোন অ্যান্ড টিভি আপগ্রেড ডেজ় ইয়ার এন্ড এডিশন’ (Smartphone and TV Upgrade Days Year End Edition)। স্মার্টফোন থেকে শুরু করে স্মার্টটিভি আপগ্রেড করিয়ে নেওয়ার মোক্ষম সময় এখনই। ৪০ শতাংশ ছাড়ে পেয়ে যাবেন শাওমি, স্যামসাং, আইকিউওও, ওপ্পো, টেকনো এবং ভিভো-সহ আরও একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন ও টিভি।

এক্সক্লুসিভ ছাড়ের পরও থাকছে একাধিক ব্যাঙ্কের অফার। অ্যামাজান পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। ১২ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অফারে অসাধারণ এক্সচেঞ্জ ডিল পেয়ে যাবেন। প্রাইম মেম্বাররা ২০ হাজার টাকা পর্যন্ত সুবিধা পাবেন এবং ৬ মাসের মধ্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট অফারও পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারে থাকছে ৩ মাসের নো কস্ট ইএমআই অফার, যা ১৩৩৩ টাকার উপরে কেনাকাটিতেই পাওয়া যাবে।

অ্যামাজন সেলে স্মার্টফোন ও টিভির সেরা অফার

শাওমি (Xiaomi) সদ্য লঞ্চ হওয়া শাওমি ১১ লাইট এনই ৫জি ফোনটি সেলে হাজির হয়েছে! আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারে এই ফোন ক্রয় করলে ২৫০০ টাকা ছাড়ে মাত্র ২৪,৫০০ টাকায় পাওয়া যাবে ফোনটি। একাধিক ফ্ল্যাগশিপ এমআই ফোন অর্থাৎ এমআই ১১এক্স প্রো, এমআই ১১এক্স – এই সব মডেলে আবার ২৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। অন্য দিকে ১৪,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে শাওমির ৩২ ইঞ্চি থেকে ৫৫ ইঞ্চির টিভিগুলি।

স্যামসাং (Samsung) ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ৫জি ফোনটির দাম এমনিতে ৭৪,৯৯৯ টাকা। অ্যামাজন সেলে এই ফোনই আপনি মাত্র ৩৯,৯৯০ টাকায় পেয়ে যাবেন। পাশাপাশি অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন ক্রয় করলে ১৫০০ টাকা অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও স্যামসাং টিভি যার মধ্যে ক্রিস্টাল ৪কে সিরিজ এবং ওয়ান্ডারটেনমেন্ট সিরিও রয়েছে, তাও পাওয়া যাবে বেশ কম দামে।

আইকিউওও (IQOO) শনিবার থেকেই অ্যামাজন সেলে আইকিউওও জ়েড থ্রি ফোনটি মাত্র ১৫,৪৯০ টাকায় উপলব্ধ হতে চলেছে। অন্য দিকে আবার আইকিউওও জ়েড ফাইভ পাওয়া যাবে ১৯,৪৯০ টাকায়। ব্যাঙ্কের ছাড় এবং কুপন ব্যবহারে মিলবে ৩০০০ টাকা পর্যন্ত ছাড়।

টেকনো (Tecno) সম্প্রতি লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক ৮টি। আর সেই ফোনই আপনি অফারে মাত্র ৮,৯৯৯ টাকায় পেয়ে যাবেন, যেখানে এই টেকনো স্পার্ক ৮টি মডেলের দাম ১৩,৯৯০ টাকা। পাশাপাশি আবার অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহারে ৯০০ টাকা অতিরিক্ত ছাড় মিলবে এবং মাত্র ৮,০৯৯ টাকায় পাওয়া যাবে ফোনটি।