Jio Media Cable: সস্তার ছোট্ট ডিভাইসে Jio-র নতুন বাজি, TV-তে কানেক্ট করলেই সব FREE, দরকার নেই SIM
Jio Media Cable TV: ছোট্ট ডিভাইসটা আপনি টিভিতে ফিট করলেই সব চ্যানেল সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন। এমনকী, তার জন্য কোনও Jio SIM ব্যবহারেরও প্রয়োজন হবে না। এই ছোট্ট Jio Media Cable সম্পর্কে সব তথ্য জেনে নেওয়া যাক।
Jio Media Cable Price: এবার ফুটবল বিশ্বকাপ দেখেছেন সম্পূর্ণ বিনামূল্যে। কী তাই তো? এবারের IPL-ও আপনি খুব সম্ভবত ফ্রি-তেই দেখতে চলেছেন। Reliance Jio-র তরফ থেকে ইঙ্গিত অন্তত তেমনটাই দেওয়া হয়েছে। ভাবছেন, আবার সেই কোনও এক রিচার্জ প্যাক নিয়ে আসবে Jio, তা থেকে মোবাইলের ছোট স্ক্রিনে আবারও IPL দেখতে হবে। না, ভুল ভাবছেন। আবার যদি মনে করেন, JioFiber থেকে আইপিএল বিনামূল্যে দেখতে পাবেন, সেরকমটা মনে করলেও ভুল। তার কারণ Reliance Jio একটি ছোট্ট ডিভাইস নিয়ে হাজির হয়েছে। ছোট্ট সেই Jio Device-এর নাম ‘Jio Media Cable’। ছোট্ট ডিভাইসটা আপনি টিভিতে ফিট করলেই সব চ্যানেল সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন। এমনকী, তার জন্য কোনও Jio SIM ব্যবহারেরও প্রয়োজন হবে না। কীভাবে এমনটা সম্ভব, আর এই ছোট্ট Jio Media Cable-ই বা কী, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।
Jio Media Cable কী?
জিও মিডিয়া কেবেল হল খুব সাধারণ একটি স্ট্রিমিং ডিভাইস। অ্যামাজনের ফায়ার স্টিক বা গুগলের ক্রোম কাস্ট যেমন হয়, মুম্বইয়ের টেক জায়ান্টের এই ডিভাইসটিও কিছুটা সেরকমই। এর সাহায্যে আপনি টিভিতে মিডিয়া স্ট্রিম করতে পারেন। তবে হ্যাঁ, তার অবশ্যই একটা সীমা আছে। কতগুলি চ্যানেল দেখতে পাবেন বা কী-কী মিডিয়া স্ট্রিম করতে পারবেন, সেই বিষয়টার একটা সীমাবদ্ধতা রয়েছে। পরিষেবা পেতে আপনাকে Jio Media Cable ডিভাইসটি টিভিতে কানেক্ট করতে হবে। আর আপনি একবার টিভিতে (LED, LCD-সহ যে কোনও TV) কানেক্ট করলেই আপনার প্রিয় সিরিয়াল থেকে শুরু করে খেলাধূলা পর্যন্ত সবকিছু সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন। এক কথায় এই Jio Media Cable ডিভাইসটিকে আপনি সেটটপ বক্সের ‘Jio সংস্করণ’ বলতে পারেন।
Jio Media Cable কীভাবে কাজ করে?
জিও মিডিয়া কেবেল নিয়ে চর্চা আজকের নয়। 2019 সাল থেকে কানাঘুষো শোনা যাচ্ছিল যে, শীঘ্রই বাজারে Jio Media Cable-এর আগমন হতে পারে। এই ডিভাইস নিয়ে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হওয়ার কারণেই সে সময় বিষয়টি নিয়ে আরও বেশি করে জল্পনা শুরু হয়। তবে Jio কিন্তু এই ডিভাইস লঞ্চের অফিসিয়াল ডেট সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই জানায়নি। সম্প্রতি ‘জ্ঞান থেরাপি’ নামক একটি ইনস্টা পেজে এই ডিভাইসটি জিও মিডিয়া কেবেল ডিভাইসটি দেখিয়েছেন এক টিপস্টার। ওই ইনস্টা পোস্টে টিপস্টার লিখছেন, “জিও মিডিয়া কেবেলের মাধ্যমে আপনি ফোনকে মোবাইল টিভিতে কনভার্ট করতে পারেন।” পাশাপাশি তিনি এ-ও উল্লেখ করেছেন যে, এই ভিডিয়োটি তৈরি করা হয়েছে রিলায়েন্স ডিজিটালের সঙ্গে কোলাবরেশনে। সেখান থেকেই মনে করা হচ্ছে, শীঘ্রই এই ডিভাইস বাজারে নিয়ে আসতে পারে মুকেশ আম্বানির টেলিকম সংস্থাটি।
কী বলা হচ্ছে ওই পোস্টে?
টিপস্টার ওই পোস্টে বলেছেন, ডিভাইসটি লাল ও নীল রঙের বক্সের ভিতরে আসবে। লাল মানে আপনি আপনার HDMI কেবেলের সঙ্গে LCD বা LED টিভির সংযোগ স্থাপন করতে পারবেন। দ্বিতীয়টি নীল রঙের অর্থাৎ ব্লু ডিভাইস, যা পুরনো স্টাইলের কেবেলে দেখা যায়। এতে তিনটি পিন থাকে।
Jio Media Cable কোন কোন ডিভাইসে কাজ করবে?
আপনার কাছে যদি JioPhone বা অন্য কোনও Android স্মার্টফোন থাকে, তাহলে তা সবকিছুর সঙ্গেই কাজ করবে। তার থেকেও বড় কথা হল, আপনার ফোনে যে কোনও টেলিকম সংস্থার সিম কার্ড থাকলেই হবে, এমনটা নয় যে Jio SIM ছাড়া অন্য কিছুতে কাজ করবে না জিও মিডিয়া কেবেল। পাশাপাশি JioCinema অ্যাপের মাধ্যমেও এটি কাজ করবে। ডিভাইসটির কেবেলের অপর প্রান্ত আপনাকে মোবাইলে কানেক্ট করতে হবে এবং তারপরে সেটিংসে গিয়ে Usb Tethering এনাবল করতে হবে। ডিভাইসটির আর একটি আশ্চর্যজনক ফিচার রয়েছে। আপনি এটি টিভির সঙ্গে কানেক্ট করে রাখার সময় যখন প্রিয় অনুষ্ঠানটি দেখবেন, তখন আপনার ফোনটাও ব্যবহার করতে পারবেন। এর বেশি আর কী চান! তবে হ্যাঁ, মোবাইল ডেটা ব্যবহার করতে পারবেন না।
Jio Media Cable-এর দাম কত?
Jio যেহেতু এই ডিভাইস নিয়ে অফিসিয়ালি স্পিকটি নট, তাই এর দাম সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে, জিও মিডিয়া কেবেল দেশে লঞ্চ হতে পারে 2,000 টাকারও কমে। শীঘ্রই এটি বাজারে আসতে পারে। কারণ, IPL সম্পূর্ণ বিনামূল্যে দেখার সুবিধা দিয়ে Jio Media Cable-এর মাধ্যমে খেলাটা ঘুরিয়ে দিতে চাইছে মুম্বইয়ের টেলিকম জায়ান্ট।