AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

JioDive VR হেডসেট লঞ্চ হল মাত্র 1,299 টাকায়, এবার Tata IPL-এর 360 ডিগ্রি দর্শন

JioDive ডিভাইসটি আপনি এখনই ক্রয় করতে পারবেন JioMart-এ, যার দাম মাত্র 1,299 টাকা। Jio ব্যবহারকারীদের জন্য এক্সক্লুসিভ JioDrive VR হেডসেটটি তাঁদের Tata IPL দেখতে দেবে JioCinema-তে।

JioDive VR হেডসেট লঞ্চ হল মাত্র 1,299 টাকায়, এবার Tata IPL-এর 360 ডিগ্রি দর্শন
IPL দেখার অন্য আনন্দ এবার JioDive VR Headset-এ।
| Edited By: | Updated on: May 01, 2023 | 11:19 PM
Share

Jio তার প্রথম ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট নিয়ে হাজির হল, যার নাম JioDive। ডিভাইসটি আপনি এখনই ক্রয় করতে পারবেন JioMart-এ, যার দাম মাত্র 1,299 টাকা। Jio ব্যবহারকারীদের জন্য এক্সক্লুসিভ JioDrive VR হেডসেটটি তাঁদের Tata IPL দেখতে দেবে JioCinema-তে। সেখানে তাঁরা এই ডিভাইসের সাহায্যে 100 ইঞ্চির ভার্চুয়াল স্ক্রিনে 360 ডিগ্রি ভিউতে আইপিএল দেখতে পাবেন।

অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ডিভাইস থেকেই চলবে এই ভিআর হেডসেট, স্ক্রিন সাইজ় হতে হবে 4.7 এবং 6.7 ইঞ্চির। স্মার্টফোনের জাইরোস্কোপ এবং অ্যাক্সিলারোমিটার কাজে লাগাবে এই যন্ত্র। আর তার জন্য আপনাকে ফোনে JioImmerse অ্যাপটি ইনস্টল করতে হবে। সেন্টার ও সাইড হুইল সহযোগে ডিভাইসটিতে দেওয়া হয়েছে অ্যাডজাস্টেবল লেন্স, যা ইউজ়ারদের “যে কোনও ছবি তীক্ষ্ণ এবং অপটিক্যাল স্বস্তি” প্রদান করতে সক্ষম হবে।

ডিভাইসটিতে রয়েছে একটি ক্লিক বাটনও। যখন আপনি হেডসেটটি পরে থাকবেন, তখন এটি আপনাকে ইন্টারফেসের সঙ্গে নেভিগেট করতে দেবে। এক্সটেন্ডেড কমফর্টেবল ইউসেজের জন্য থ্রি-ওয়ে অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ এবং ব্রিদেবল ফেস কুশন নিয়ন্ত্রণের জন্যও এই বাটনটি আপনি কাজে লাগাতে পারবেন।

VR Headset কীভাবে কাজ করে?

JioDive-এর মতো এই ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট কাজ করে আপনার ফোনের স্ক্রিনের সামনে দুটি লেন্স বসিয়ে। যখনই কোনও সিন স্ক্রিনে প্রজেক্টেড হবে, হেডসেটের বাম ও ডানদিকটি দুটি চোখেই একটা অনন্য দর্শন অভিজ্ঞতা দেবে, যা আসলে একটি 3D ভিউ। হেডসেটটি ব্যবহারকারীর গতিবিধি নির্ধারণ করতে এবং ছবি বা ভিডিয়োর বিভিন্ন অংশ দেখাতে ফোনের জাইরোস্কোপ এবং অ্যাক্সিলোমিটার সেন্সর ব্যবহার করে।

JioDive সেটআপ করবেন কীভাবে?

JioDive ব্যবহার করতে আপনাকে QR কোড স্ক্যান করতে হবে, যেটি আপনি হেডসেটের বক্সেই পেয়ে যাবেন। সঙ্গে JioImmerse অ্যাপটিও ডাউনলোড করে নিতে হবে। তবে এক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে, ফোনটা যেন Jio Network-এ কানেক্ট করা থাকে এবং অ্যাপে লগ ইনও করতে হবে।

এবার JioDive সিলেক্ট করুন এবং ‘Watch on JioDive’ অপশনটি বেছে নিন। হেডসেটের ফ্রন্ট কভারটি খুলুন এবং সাপোর্ট ক্লিপ এবং লেন্সের মাঝে ফোনটিকে পজ়িশন করুন। এরপরেই আপনি JioDive পরে স্ট্র্যাপ অ্যাডজাস্ট করে দুর্ধর্ষ পিকচার কোয়ালিটি চাক্ষুষ করতে পারবেন।

বড় স্ক্রিনে IPL দেখা ছাড়াও JioDive ব্যবহার করতে পারেন ভার্চুয়াল রিয়্যালিটি কনজ়িউম করতে এবং বড় স্ক্রিনে গেম খেলার জন্য। সেক্ষেত্রে মনে রাখবেন, আপনার ফোনে Jio 4G, 5G বা JioFiber কানেকশন থাকে। তাহলেই আপনি JioImmerse অ্যাপটি ব্যবহার করতে পারবেন।