LG-র 55 ইঞ্চির 4K Ultra HD টিভিতে 47,000 টাকা ছাড়, কেবল মাত্র Flipkart-এ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 02, 2022 | 4:15 PM

LG Smart TV Offer: LG-র 55 ইঞ্চির 4K Ultra HD টিভির দাম এই মুহূর্তে 84,990 টাকা। এখন আপনি 42% ডিসকাউন্টের পরে এটি 48,990 টাকায় কিনতে পারবেন। এর পাশাপাশি অনেক ব্যাঙ্কের অফারও চলছে।

LG-র 55 ইঞ্চির 4K Ultra HD টিভিতে 47,000 টাকা ছাড়, কেবল মাত্র Flipkart-এ
এই বিরাট ছাড়ে স্মার্টটিভি, ভাবাই যায় না! প্রতীকী ছবি।

Follow Us

Smart TV Offer Flipkart: ক্রিকেট বিশ্বকাপ চলছে। এদিকে তার ঠিক হাতেগোনা কয়েক দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এমন একটা সময়ে অনেকেই হয়তো স্মার্টটিভি কেনার চিন্তাভাবনা করছেন। তাহলে আপনার সামনে বিরাট সুযোগ উপস্থিত। LG-র ঝুলিতে রয়েছে 55 ইঞ্চির একটি দুর্ধর্ষ টিভি। আর সেই টিভিই আপনি এখন ব্যাপক ছাড়ে কিনতে পারবেন। আর সেই ডিসকাউন্ট যদি আপনি এখনই উপলব্ধ করতে চান, তাহলে আপনাকে কয়েকটি বিষয়ে যত্ন নিতে হবে। তাহলেই LG-র এই 55 ইঞ্চির স্মার্টটিভিতে পেয়ে যাবেন 47,000 টাকা পর্যন্ত ছাড়। কীভাবে পাবেন এই অফার?

LG-র 55 ইঞ্চির 4K Ultra HD টিভির দাম এই মুহূর্তে 84,990 টাকা। এখন আপনি 42% ডিসকাউন্টের পরে এটি 48,990 টাকায় কিনতে পারবেন। এর পাশাপাশি অনেক ব্যাঙ্কের অফারও চলছে। Flipkart Axis Bank কার্ড ব্যবহার করে যদি পেমেন্ট করেন, তাহলে 5% ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়াও আপনি এক্সচেঞ্জ অফারে এই স্মার্টটিভি কিনতে পারেন। যদি আপনার পুরনো স্মার্টটিভি ভাল অবস্থায় থাকে, তবে আপনি এটি Flipkart-এ ফেরত দিতে পারেন।

এক্সচেঞ্জ অফারে আপনি 11,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন এই LG স্মার্টটিভিতে। কিন্তু ডিসকাউন্ট তখনই পাওয়া যাবে, যখন আপনার পুরানো টিভির অবস্থা ঠিক থাকে এবং সেটি কী মডেল, তার উপরও নির্ভর করে। কোম্পানির পক্ষ থেকে এই স্মার্টটিভির উপরে 1 বছরের ওয়ারান্টি দেওয়া হচ্ছে। এলজি স্মার্টটিভির প্যানেল ওয়ারান্টি 1 বছরের জন্য আলাদাভাবে পাওয়া যাবে। আপনি যদি আজই এই টিভিটি অর্ডার করেন, তাহলে এটি 5 নভেম্বরের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

LG-র এই স্মার্টটিভিতে আপনি Netflix, Prime Video, Disney + Hotstar এবং Youtube অ্যাপ পেয়ে যাবেন। এছাড়া এতে WebOS অপারেটিং সিস্টেমও দেওয়া হয়েছে। রেজোলিউশনের কথা বললে, এই স্মার্ট টিভিতে 3840X2160 পিক্সেল পাওয়া যায়। LG-র 55 ইঞ্চি স্মার্টটিভিতে 20W সাউন্ড আউটপুট রয়েছে। পাশাপাশি এটি 60Hz রিফ্রেশ রেটও সাপোর্ট করে। কেবল মাত্র ফ্লিপকার্টেই 10 দিনের রিপ্লেসমেন্ট পলিসি সহযোগে পাওয়া যাবে এই স্মার্টটিভি।

Next Article