Affordable Fridge: হঠাৎ সস্তা হয়ে গেল LG-র ফ্রিজ, মিলবে 10 বছরের Warranty.. অফার কিন্তু বেশিদিন নেই

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

May 01, 2023 | 3:56 PM

LG Fridge Discount: আপনি যদি একটি ভাল মানের ফ্রিজ কিনতে চান, তাহলে কিনে নিতেই পারেন LG-এর সস্তার একটি ফ্রিজ। কোম্পানিটি তাদের ফ্রিজের উপর অনেক অফার দিচ্ছে।

Affordable Fridge: হঠাৎ সস্তা হয়ে গেল LG-র ফ্রিজ, মিলবে 10 বছরের Warranty.. অফার কিন্তু বেশিদিন নেই

Follow Us

Discount On LG Refrigerator: বর্তমানে প্রায় প্রত্যেকের বাড়িতেই ফ্রিজ থাকে। আর এই গরমে খুব তাড়াতাড়ি খাবার বাইরে রাখলে খারাপ হয়ে যায়। তাই অনেকে চান খাবার ফ্রিজে রাখতে। শুধু খাবার নয়, এই গরমে আপনি ঠান্ডা জলও পাবেন। তার জন্য একটি ফ্রিজ কিনে নিতেই পারেন। বাজারে অনেক ধরনের ফ্রিজ আছে। কিন্তু বর্তমানে ফ্রিজের দাম একটু বেশি হওয়ায়, কেনার ইচ্ছে থাকলেও কিনে উঠতে পারেন না অনেকে। তাছাড়া LG রেফ্রিজারেটর সবসময় ট্রেন্ডে থাকে। বিশেষ করে আপনি যদি একটি ভাল মানের ফ্রিজ কিনতে চান, তাহলে কিনে নিতেই পারেন LG-এর সস্তার একটি ফ্রিজ। কোম্পানিটি তাদের ফ্রিজের উপর অনেক অফার দিচ্ছে। তার ফলে আপনি সহজেই ফ্রিজটি কিনতে পারবেন। তাও আবার অনেক কম দামে।

কোথা থেকে কিনবেন?

আপনি Flipkart থেকে স্মার্ট ইনভার্টার সহ LG 242 L ফ্রস্ট ফ্রি ডাবল ডোর 3 স্টার রেফ্রিজারেটর অর্ডার করতে পারেন। এই ফ্রিজের আসল দাম 37,099 টাকা এবং আপনি 29% ছাড়ে এটি মাত্র 25,990 টাকায় কিনতে পারবেন। এতে এক্সচেঞ্জ অফারও পেয়ে যাবেন। এক্সচেঞ্জ অফারের অধীনে, আপনি আরও একটি ডিসকাউন্ট পেতে পারেন। তবে তাতে আপনার আগের ফ্রিজের অবস্থা ভাল থাকতে হবে।

এছাড়াও আপনি LG 205 L ডাইরেক্ট কুল সিঙ্গেল ডোর 5 স্টার রেফ্রিজারেটর কিনে নিতে পারেন। এই ফ্রিজের দাম 25,599 টাকা। তবে আপনি এতে অনেক ছাড় পাবেন। আপনি 21% ছাড়ের পরে এটি 19,990 টাকায় কিনতে পারবেন। এই ফ্রিজের ডিজাইনটি বেশ অন্যরকম। এতেও আপনি এক্সচেঞ্জ অফার পেয়ে যাবেন। আপনার পুরনো ফ্রিজ থাকলে, আপনি সেটিকে দিয়ে এই নতুন ফ্রিজটি কিনতেই পারেন। এতে আপনি অনেক টাকা ছাড় পাবেন।

এখানেই শেষ নয়, আপনি Flipkart থেকে LG 185 L ডাইরেক্ট কুল সিঙ্গেল ডোর 5 স্টার রেফ্রিজারেটর কিনে ফেলতে পারেন। এই ফ্রিজের আসল দাম 21,999 টাকা। তবে আপনি 22% ছাড় পাবেন। ছাড়ের পরে এই ফ্রিজের দাম হবে 16,990 টাকা। এছাড়াও আপনি এক্সচেঞ্জ অফারে এই ফ্রিজটি আরও কম দামে কিনতে পারবেন। ব্যাঙ্ক অফারের অধীনে আরও কিছু ডিসকাউন্টও পেয়ে যাবেন। পুরনো ফ্রিজ ফেরত দিলে 12,000 টাকা ছাড় পাবেন। তবে এই টাকার পরিমাণ আপনার আগের ফ্রিজের উপর নির্ভর করবে।

Next Article