JioGlass: দেশি স্মার্টগ্লাস নিয়ে এল Jio, বিশাল 100 ইঞ্চির স্ক্রিন, AR ও VR ক্ষমতাসম্পন্ন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 31, 2023 | 6:04 PM

নতুন JioGlass সম্পূর্ণ ভাবে ভারতে তৈরি করা হয়েছে। মিক্সড রিয়্যালিটি কোম্পানি Tesseract, যারা AR ও VR প্রোডাক্ট ও প্ল্যাটফর্ম তৈরি করে, তারাই এই জিওগ্লাস ডেভেলপ করেছে। প্রসঙ্গত, 2019 সালে এই সংস্থাটিকে অধিগ্রহণ করেছিল রিলায়েন্স। JioGlass ওজনে খুবই হাল্কা একটি স্মার্টগ্লাস। 100 ইঞ্চির FHD মাইক্রো-এলইডি 3D ডিসপ্লে দেওয়া হয়েছে স্মার্টগ্লাসটিতে।

JioGlass: দেশি স্মার্টগ্লাস নিয়ে এল Jio, বিশাল 100 ইঞ্চির স্ক্রিন, AR ও VR ক্ষমতাসম্পন্ন
স্মার্টগ্লাস নিয়ে এল JIO।

Follow Us

Jio Homemade Smartglass: প্রযুক্তি ক্ষেত্রে একাধিক উদ্ভাবন শক্তি প্রদর্শন করার পর Reliance Jio তার প্রথম স্মার্টগ্লাস নিয়ে এল। সেই মেড ইন ইন্ডিয়া গ্লাসের নাম JioGlass। সদ্য অনুষ্ঠিত হওয়া ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ইভেন্ট থেকে প্রথম বার এই জিওগ্লাসটি দেখানো হয়। এটি আদ্যোপান্ত একটি মিক্সড-রিয়্যালিটি হেডসেট। অর্থাৎ এই স্মার্টচশমা পরে ভার্চুয়াল এবং রিয়্যাল দুই দুনিয়ারই অভিজ্ঞতা নিতে পারবেন ব্যবহারকারীরা। তার জন্য JioGlass-এ ব্যবহার করা হয়েছে অগমেন্টেড রিয়্যালিটি এবং ভার্চুয়াল রিয়্যালিটি।

নতুন JioGlass সম্পূর্ণ ভাবে ভারতে তৈরি করা হয়েছে। মিক্সড রিয়্যালিটি কোম্পানি Tesseract, যারা AR ও VR প্রোডাক্ট ও প্ল্যাটফর্ম তৈরি করে, তারাই এই জিওগ্লাস ডেভেলপ করেছে। প্রসঙ্গত, 2019 সালে এই সংস্থাটিকে অধিগ্রহণ করেছিল রিলায়েন্স।

JioGlass ওজনে খুবই হাল্কা একটি স্মার্টগ্লাস। 100 ইঞ্চির FHD মাইক্রো-এলইডি 3D ডিসপ্লে দেওয়া হয়েছে স্মার্টগ্লাসটিতে। ভয়েস ও গেজ় ইন্টার‌্যাকশন সাপোর্ট করবে চশমাটি। কম্প্যাক্ট ও পোর্টেবল এই স্মার্টগ্লাসের ওজন মাত্র 69 গ্রাম, তবে তা কেবেল এবং ভাইসর ছাড়া। চশমাটি যেখানে খুশি বহন করা যেমন সহজ, তেমনই আবার দীর্ঘ সময়ের জন্য তা পরে থাকাও অত্যন্ত আরামদায়ক।

খুব সহজেই যে কোনও ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে জিওগ্লাস। সে আপনার স্মার্টফোন হোক বা ল্যাপটপ, গেমিং কনসোল, হতে পারে যে কোনও গ্যাজেট- তাতে স্রেফ একটা টাইপ-সি পোর্ট থাকলেই জিওগ্লাসের সঙ্গে পেয়ার করা সম্ভব। JioGlass AR স্মার্টগ্লাসের সঙ্গে যে কোনও ডিভাইস পেয়ার করে, তার কনটেন্ট আপনি এই গ্লাসে 100 ইঞ্চির ভার্চুয়াল স্ক্রিনে চাক্ষুষ করতে পারবেন।

স্মার্টচশমাটি আপনার স্মার্টফনকে মাল্টিফাংশনাল কন্ট্রোলারে কনভার্ট করারও ক্ষমতা রাখে, যার দ্বারা আপনি পয়েন্ট, স্ক্রল, সিলেক্ট ইত্যাদির সবই করতে পারেন আপনার ফিঙ্গারটিপের সাহায্যে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মেই চলতে পারে জিওগ্লাস। রয়েছে শক্তিশালী একটি 4000mAh ব্যাটারি। 3D মোডে চার ঘণ্টার রানটাইম দিতে পারে এই ব্যাটারি। তবে এই স্মার্টগ্লাসের দাম কত এবং তার বিক্রি কবে থেকে শুরু হবে, সে বিষয়ে সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

Next Article