বিশ্ববাজারে ঝড় তুলে TCL এবার ভারতে P745 ও C755 স্মার্টটিভি নিয়ে এল

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 01, 2023 | 10:55 AM

TCL-এর তরফ থেকে জানানো হয়েছে, 98 ইঞ্চির P745 মডেলটির দাম 3,09,990 টাকা। প্রসঙ্গত, এই মডেলটি ভারতে আগে থেকেই ছিল। তবে এখন তার একটি 98 ইঞ্চির মডেলও পাওয়া যাবে। আবার C755 QD-Mini LED সিরিজ়ের দাম শুরু হচ্ছে 89,990 টাকা থেকে এবং ডিসপ্লে সাইজ়ের উপরে নির্ভর করে তা যাচ্ছে 4,99,990 টাকা পর্যন্ত।

বিশ্ববাজারে ঝড় তুলে TCL এবার ভারতে P745 ও C755 স্মার্টটিভি নিয়ে এল
এসে গেল নতুন টিসিএল টিভি।

Follow Us

TCL ভারতে দুর্দান্ত দুটি টিভি লঞ্চ করেছে। তার একটি হল C755 QD Mini LED 4K TVs এবং P745 4K UHD। চলতি বছরের অগস্টে বিশ্বের অন্যান্য প্রান্তে এই দুই TCL স্মার্টটিভি লঞ্চ করা হয়েছিল। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে ডলবি ভিসন, ডলবি অ্যাটমস এবং 144Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। এদের মধ্যে আবার C755 QD Mini LED TVতে দেওয়া হয়েছে IMAX-এনহ্যান্সড্ ভিউয়িং এক্সপিরিয়েন্স। অন্য দিকে P745 মডেলটিতে বেজ়েল-লেস ডিজ়াইন, একটি গেম অ্যাক্সিলারেটর ফিচার এবং HDR 10 সাপোর্ট রয়েছে।

TCL P745 4K, TCL C755 QD-Mini LED: কত দাম এই দুই টিভির?

TCL-এর তরফ থেকে জানানো হয়েছে, 98 ইঞ্চির P745 মডেলটির দাম 3,09,990 টাকা। প্রসঙ্গত, এই মডেলটি ভারতে আগে থেকেই ছিল। তবে এখন তার একটি 98 ইঞ্চির মডেলও পাওয়া যাবে। আবার C755 QD-Mini LED সিরিজ়ের দাম শুরু হচ্ছে 89,990 টাকা থেকে এবং ডিসপ্লে সাইজ়ের উপরে নির্ভর করে তা যাচ্ছে 4,99,990 টাকা পর্যন্ত। 50, 55, 65, 75, 85 এবং 98 ইঞ্চির সাইজ়ে পাওয়া যাবে টিভিগুলি।

TCL P745 4K, TCL C755 QD-Mini LED: ফিচার ও স্পেসিফিকেশন

TCL P745 সিরিজ়ের স্মার্টটিভিতে রয়েছে 4K UHD ডিসপ্লে, যার রেজ়োলিউশন 3,840 x 2,160 পিক্সেল। মেটালিক বেজ়েল ডিজ়াইন, VA প্যানেল সহযোগে ফ্ল্যাট LCD স্ক্রিন দেওয়া হয়েছে এই টিভিতে, যার অ্যাসপেক্ট রেশিও 16:9। ডিসপ্লের রিফ্রেশ রেট 144HZ এবং পিক ব্রাইটনেস লেভেল 550 নিটস। মডেলটি HDR10+, ডলবি ভিসন IQ এবং HLG হাই ডাইন্যামিক রেঞ্জ ফর্ম্যাট রয়েছে।

পারফরম্যান্সের জন্য এই টিভি সিরিজ়ে রয়েছে AiPQ প্রসেসর, যা গুগল টিভি দ্বারা চালিত। এতে রয়েছে ইনবিল্ট গুগল অ্যাসিস্ট্যান্ট। TCL P745 সিরিজ়ের স্মার্ট টেলিভিশন ব্লুটুথ 5.0, Wi-Fi 5 এবং HDMI কানেক্টিভিটি অফার করছে। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এই টিভিতে রয়েছে গেম মাস্টার 2.0, মিরাকাস্ট, ভিডিয়ো চ্যাট অ্যান্ড কুইক সেটিংস, AMD ফ্রিসিঙ্ক প্রিমিয়াম প্রো এবং VESA ওয়াল মাউন্টিং।

মিনি LED প্রযুক্তির উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে TCL C755 সিরিজ়ের মডেলগুলি।

Next Article