ছোট্ট একটা কাজে আপনার Nothing ঘড়ি এবার নতুন হয়ে যাবে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 02, 2023 | 3:53 PM

CMF Watch Pro তার প্রথম সফটওয়্যার আপডেট পেয়েছিল কয়েকদিন আগেই, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও মজবুত করেছে। এবার Nothing CMF Watch Pro-এর দ্বিতীয় সফটওয়্যার আপডেটও রোলআউট করল সংস্থাটি, যার দ্বারা স্মার্টওয়াচটি আগের থেকে আরও উন্নত হয়েছে। এই আপডেটের ফলে ঘড়িটি নতুন কী-কী ফিচার্স পেতে চলেছে, দেখে নিন।

ছোট্ট একটা কাজে আপনার Nothing ঘড়ি এবার নতুন হয়ে যাবে
নাথিং ঘড়িতে একাধিক জরুরি আপডেট।

Follow Us

Nothing তার স্মার্টওয়াচ, ইয়ারবাডের মতো গ্যাজেটগুলি লঞ্চ করতে এই নতুন ব্র্যান্ডের জন্ম দিয়েছে। CMF Nothing নামক সেই ব্র্যান্ডের স্মার্টওয়াচ ও ইয়ারবাডগুলি ইতিমধ্যে ভারতের বাজারে এসেও গিয়েছে। সংস্থার নতুন স্মার্টওয়াচের নাম CMF Watch Pro। ডিভাইসটি তার প্রথম সফটওয়্যার আপডেট পেয়েছিল কয়েকদিন আগেই, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও মজবুত করেছে। এবার Nothing CMF Watch Pro-এর দ্বিতীয় সফটওয়্যার আপডেটও রোলআউট করল সংস্থাটি, যার দ্বারা স্মার্টওয়াচটি আগের থেকে আরও উন্নত হয়েছে।

নতুন আপডেটের নম্বর 11.0.0.41। এই সফটওয়্যার আপডেট পেয়ে গেলে CMF Watch Pro ব্যবহারকারীরা একাধিক নতুন ফিচার্স ব্যবহার করতে পারবেন। ফলে, ইউজ়ার এক্সপিরিয়েন্স আরও চমৎকার হবে। মূলত যে-যে পরিবর্তনগুলি দেখা যাবে –

Nothing CMF Watch Pro নতুন আপডেট

* ঘড়িটি এবার সিঙ্ক কনট্য়াক্টের নামগুলি আগের থেকে আরও ভাল ভাবে দেখাবে। ফলে, ইনকামিং কলের ক্ষেত্রে আরও সুবিধা হবে এটা বুঝতে যে কে কল করছেন।

* অন্যান্য ডিভাইসের সঙ্গে ঘড়িটি পেয়ার করা এখন আগের থেকে আরও সহজ হয়ে গেল। তার জন্য দেওয়া হয়েছে একটি আপডেটেড QR Code সিস্টেম।

* ফিটনেস ফ্রিকরা এই স্মার্টওয়াচের সাহায্যে এখন আগের তুলনায় আরও নিখুঁত ডেটা পাবেন।

* ল্যাঙ্গুয়েজ সেটিংসও রিভাইস করা হয়েছে। ওয়াচ সেটিংসে ল্যাঙ্গুয়েজের অর্ডার শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে সহজ ইউজ়ার নেভিগেশনের জন্য।

* ডিফল্ট ডায়াল নিউমেরিক্যাল ডিসপ্লে এখন আরও উন্নত রিডেবিলিটি অফার করবে, যার দ্বারা ব্যবহারকারীরা খুব দ্রুততার সঙ্গে টাইম চেক করতে পারবেন।

* ঘড়ির বেশ কিছু ফাংশান পেজ নতুন করে সাজানো হয়েছে।

* বেশ কিছু বাগ ফিক্স করা হয়েছে, ফলে ঘড়িটি এখন কোনও ল্যাগ ছাড়াই ব্যবহার করা যাবে।

কীভাবে আপডেট করবেন

লেটেস্ট ভার্সনটি আপডেট করতে আপনাকে যেতে হবে Watch Pro App অ্যাপে। সেখান থেকে ডিভাইস আপডেটস অপশনটি ট্যাপ করুন এবং সবশেষে 11.0.0.40 ভার্সনটি আপগ্রেড করে নিন।

Next Article