Mi TV 5X Range: ভারতে লঞ্চ হয়েছে শাওমির নতুন স্মার্ট টিভি সিরিজ, কোন মডেলের দাম কত? রয়েছে কী কী ফিচার

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Aug 26, 2021 | 11:55 PM

৪৩, ৫০ এবং ৫৫ ইঞ্চি- এই তিনটি স্ক্রিন সাইজে ভারতে লঞ্চ হয়েছে এমআই টিভি ৫এক্স সিরিজ।

Mi TV 5X Range: ভারতে লঞ্চ হয়েছে শাওমির নতুন স্মার্ট টিভি সিরিজ, কোন মডেলের দাম কত? রয়েছে কী কী ফিচার
৪৩, ৫০ এবং ৫৫ ইঞ্চি- এই তিনটি স্ক্রিন সাইজে ভারতে লঞ্চ হয়েছে এমআই টিভি ৫এক্স সিরিজ।

Follow Us

ভারতে লঞ্চ হয়েছে এমআই- এর নতুন স্মার্ট টিভি। শাওমির স্মার্টার লিভিং ২০২২ ভার্চুয়াল ইভেন্টে লঞ্চ হয়েছে এমআই টিভি ৫এক্স- এই স্মার্ট টিভি। গত বছর লঞ্চ হয়েছিল এমআই টিভি ৪এক্স রেঞ্জ। এবার তারই আপগ্রেড রেঞ্জ হিসেবে লঞ্চ হয়েছে এমআই টিভি ৫এক্স রেঞ্জ। এই টিভিতে রয়েছে ৪০W স্পিকার। সেখানে রয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্ট। এছাড়াও এই টিভিতে রয়েছে অ্যাডাপ্টিভ ব্রাইটনেস। এই ফিচারের সাহায্যে টিভির ব্রাইটনেস ইউজার তাঁর পছন্দমতো অ্যাডজাস্ট করতে পারবেন। এছাড়াও এমআই টিভি ৫এক্স- এ রয়েছে PatchWall 4 ইন্টারফেস। এর পাশাপাশি সহজে গুগল অ্যাসিসট্যান্টের অ্যাকসেস পাওয়ার জন্য থাকতে পারে ফার-ফিল্ড মাইক। অর্থাৎ দূর থেকে ইউজারের নির্দেশ বুঝে নিতে পারবে গুগল অ্যাসিসট্যান্ট।

ভারতে এমআই টিভি ৫এক্স- এর দাম-

  • এই স্মার্ট টিভির ৪৩ ইঞ্চি মডেলের দাম ৩১,৯৯৯ টাকা।
  • এমআই টিভি ৫এক্স- এর ৫০ ইঞ্চি স্ক্রিন সাইজের মডেলের দাম ৪১,৯৯৯ টাকা।
  • ৫৫ ইঞ্চির মডেলের দাম ৪৭,৯৯৯ টাকা।

ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের পাশাপাশি Mi.com, Mi Home, Mi Studio এবং Croma থেকে এই স্মার্ট টিভি কেনা যাবে। Mi TV 5X Series- এর সেল শুরু হবে ৭ সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর ১২টা থেকে। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ইজি ইএমআই- এর মাধ্যমে টিভি কিনলে ক্রেতারা ইনস্ট্যান্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন। এছাড়াও নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের মাধ্যমে নো-কস্ট ইএমআই অপশনেও ফোন কেনা সম্ভব হবে।

Mi TV 5X Series- এর বিভিন্ন ফিচার-

  • টিভির পিকচার কোয়ালিটি যাতে দারুণ সূক্ষ্ম হয় সেজন্য এমআই- এর এই নতুন স্মার্ট টিভিতে রয়েছে Vivid Picture Engine 2।
  • এছাড়াও এই স্মার্ট টিভির স্ক্রিনে রয়েছে অ্যাডাপ্টিভ ব্রাইটনেস ফিচার। এর সাহায্যে ইউজার তাঁর পছন্দ মতো টিভির ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারবেন।
  • ৪কে রেসোলিউশনের ডিসপ্লে রয়েছে এই স্মার্ট টিভিতে। সেই সঙ্গে রয়েছে ডলবি ভিশন এবং HDR 10 ও HDR 10+ সাপোর্ট। স্মুথ ভিস্যুয়ালের জন্য রয়েছে Reality Flow MEMC ইঞ্জিন। এছাড়াও রয়েছে ১ বিলিয়ন কালার ভিউ।
  • ৪০W স্টিরিও স্পিকার রয়েছে এমআই টিভি ৫এক্স সিরিজে। ৪৩ ইঞ্চির মডেলে রয়েছে ৩০W স্পিকার। এই সমস্ত স্পিকারেই রয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্ট।
  • অ্যানড্রয়েড টিভি ১০ ভিত্তিক PatchWall 4 interface রয়েছে এমআই টিভি ৫এক্স সিরিজের বিভিন্ন মডেলে।
  • IMDb- র সঙ্গে যুক্ত হয়েছেন শাওমি কর্তৃপক্ষ। এই চুক্তির মাধ্যমে ৩০টি স্ট্রিমিং সার্ভিসের বিভিন্ন কনটেন্ট দেখা যাবে এমআই- এর নতুন স্মার্ট টিভি সিরিজে। সেই তালিকায় থাকবে top IMDb সিনেমার কালেকশনও। PatchWall হোমপেজে এগুলো দেখা যাবে।
  • PatchWall ৪- এর মাধ্যমে ৭৫টিরও বেশি চ্যানেল ফ্রিতে দেখতে পাবেন ইউজাররা। বিশ্বের বিভিন্ন ওটিটি অ্যাপের কনটেন্টও দেখা যাবে এই টিভিতে। সুরক্ষার খাতিরে থাকছে কিডস মোড এবং সেফ সার্চ ফিচারও।
  • গুগল প্লে স্টোরের অ্যাকসেসও রয়েছে এই টিভিতে। এছাড়াও রয়েছে ক্রোমকাস্ট বিল্ট-ইন ফিচার।
  • ২ জিবি র‍্যাম, ১৬ জিবি স্টোরেজ এবং তিনটি HDMI 2.1 পোর্ট, দুটো ইউএসবি পোর্ট, ভাল গেমিং এক্সপিরিয়েন্সের জন্য একটি built-in Auto Low Latency Mode রয়েছে এমআই টিভি ৫এক্স সিরিজে।

আরও পড়ুন- ফ্লিপকার্টে চলছে অ্যাপেল ডেজ সেল, আইফোন ছাড়া ম্যাকবুক আর অ্যাপেল ওয়াচেও রয়েছে আকর্ষণীয় ছাড়

Next Article