Mother’s Day Gift: আজ অর্থাৎ 14 মে সারা দেশে পালিত হচ্ছে মাদার্স ডে। যদিও মাকে ভালবাসার, খেয়াল রাখার আলাদা করে কোনও নির্দিষ্ট দিন হয় না। তবে এই দিনে মায়ের জন্য উপহার কিনে আনতেই পারেন। তাতে তাঁর মুখে হাসি ফোঁটাতে পারবেন। কিন্তু মায়ের জন্য কোন উপহারটি উপযুক্ত হবে, তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না? তাহলে আপনার জন্য এই সমস্যার সমাধান আনা হল। আপনাকে এমন কিছু উপহার সম্পর্কে জানানো হবে, যাতে আপনি সহজেই সেটি মায়ের জন্য নিয়ে আসতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক।
AGARO 33158 Electric Shiatsu Foot Massager:
এটি একটি ফুট ম্যাসাজার। সারাদিন বাড়ির বিভিন্ন কাজ করার পরে পায়ে, কোমরে ব্যাথা হতেই থাকে। আর সেই দিকেই আপনার নজর দেওয়া উচিত। এর দাম 11,499 টাকা। কিন্তু এটি 4,399 টাকায় অনলাইনে পেয়ে যাবেন। ফুট ম্যাসাজারটি 210 টাকার ইএমআই-এও কিনতে পারবেন। এতে 4টি মোড আছে। 15 মিনিটেই পায়ের ব্যাথা কমিয়ে দেয়। এতে 3টি কাস্টম মোডও দেওয়া হয়েছে।
HealthSense Full Body Massager Machine:
এটি বৈদ্যুতিক ব্যাক ম্যাসেজ মেশিন। অর্থাৎ কোমরে ব্যাথায় খুব ভাল কাজে আসে এই মেশিনটি। এটিতে একটি শক্তিশালী তামার মোটর রয়েছে। 4টি ম্যাসাজার হেড রয়েছে। আপনি এতে 1 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবেন। এটি 2,200 টাকার পরিবর্তে 1,399 টাকায় কেনা যাবে। আপনি চাইলে 479 টাকার EMI-এ কিনতে পারবেন।
Zebronics ZEB-FIT920CH Fitness Watch:
এটি একটি স্মার্টওয়াচ, যাতে ফুল টাচ কালার ডিসপ্লে রয়েছে। এতে মিউজিক কন্ট্রোল, IP67 রেটিং এবং মাল্টি স্পোর্টস মোড দেওয়া হয়েছে। এছাড়াও এতে SpO2, BP এবং HR-এর মতো ফিচারও পেয়ে যাবেন। স্মার্টওয়াচটি 3,499 টাকার পরিবর্তে 1,399 টাকায় কিনতে পারবেন। প্রতি মাসে 479 টাকা দিয়েও এটি কিনে নিতে পারবেন।
Saregama Carvaan Hindi:
এটি একটি পোর্টেবল মিউজিক প্লেয়ার। এতে 5000টি গান প্রিলোড করা থাকে। আপনি এই ছোট মিউজিক প্লেয়ারটি 6,790 টাকায় কিনতে পারবেন। প্রতি মাসে 324 টাকা দিয়েও কিনে নিতে পারবেন। এই পোর্টেবল মিউজিক প্লেয়ারে ইন-বিল্ড স্টেরিও স্পিকারও রয়েছে। এছাড়াও 3.5 মিমি অডিয়ো জ্যাক দেওয়া হয়েছে। এতে ইউএসবি এবং ব্লুটুথ মোড পেয়ে যাবেন।