Cooling Bed Sheet: 799 টাকার বিছানার চাদর, ‘COOL’ পরিবেশ তৈরি করে গরমের বিনিদ্র রাতে আরামের ঘুমের ব্যবস্থা করবে
Latest Cooling Bed Sheet: এই গরমে এমনই এক জিনিসের সন্ধান আমরা পেয়ে গিয়েছি, যার জন্য আপনাকে একগাদা টাকা খরচ করতে হবে না, ইলেকট্রিক বিলও বেশি আসবে না, আবার ঘরও দ্রুত ঠান্ডা হবে। সেটি হল একটি কুলিং বেডশিট, যা আপনার বিছানায় পেতে দিলেই ঘরটা মুহূর্তে ঠান্ডা হয়ে যাবে।
Cooling Mattress: গরম পড়তে না পড়তেই AC এবং Cooler-এর আকাশছোঁয়া চাহিদা শুরু হয়ে যায়। অনলাইন স্টোর থেকে রিটেল দোকানগুলিতে এসি এবং কুলার কিনতে রীতিমতো ভিড় লক্ষ্য করা যায়। গরমে কেউ Air Conditioner কেনেন, কেউ আবার Cooler ক্রয় করেন। এসি যাঁরা ব্যবহার করেন, তাঁদের ঘর অপেক্ষাকৃত দ্রুত ঠান্ডা হয়। তাঁদের আবার এই গ্রীষ্মের মরশুমে ইলেকট্রিসিটি বিলের জন্যও বেশি টাকা খরচ করতে হয়। অন্য দিকে যাঁরা Air Cooler ব্যবহার করেন, তাঁদের ঘর কম ঠান্ডা হলেও বিদ্যুৎ বিলের জন্য় অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় না। এই গরমে এমনই এক জিনিসের সন্ধান আমরা পেয়ে গিয়েছি, যার জন্য আপনাকে একগাদা টাকা খরচ করতে হবে না, ইলেকট্রিক বিলও বেশি আসবে না, আবার ঘরও দ্রুত ঠান্ডা হবে।
Nexon Cooling Gel Mattress: দাম কত, কী অফার?
চমৎকার একটি কুলিং ম্যাট্রেস রয়েছে, যার নাম Nexon কুলিং জেল ম্যাট্রেস। অনলাইনে এই কুলিং ম্যাট্রেস আপনি অর্ডার করতে পারবেন। এই মুহূর্তে Nexon Cooling Gel Mattress ক্রয় করতে আপনাকে বেশি টাকা খরচ করতে হবে না। এই কুলিং ম্যাট্রেসের উপরে রয়েছে আকর্ষণীয় অফার। আপনি যদি এই গদি ক্রয় করেন, তাহলে আপনাকে মাত্র 799 টাকা খরচ করতে হবে। এই অফারে আপনি আখেরে উপকৃত হবেন। কারণ, কোনও অফার ছাড়া ডিভাইসটির দাম এমনিতে 1,999 টাকা।
Nexon Cooling Gel Mattress: ফিচার ও স্পেসিফিকেশন
দুরন্ত উপায়ে কাজ করে এই কুলিং ম্যাট্রেস। এর ভিতরে রয়েছে একটি কুলিং প্যাড। আপনি সুইচ অন করলেই ঠান্ডা বাতাস দিতে থাকে কুলিং প্যাডটি। তবে ডিভাইসটির ভিতরে কোনও ফ্যান নেই। যে কারণে এটি চালানোর সময় কোনও আওয়াজ হবে না। নিঃশব্দেই এই কুলিং ম্যাট্রেস আপনাকে ঠান্ডা বাতাস দেবে। এখন আপনি ভাবতেই পারেন, ফ্যান ছাড়া কীভাবে কাজ করে কুলিং ম্যাট্রেসটি? আসলে এটি একটি জেল প্রযুক্তির সাহায্যে কাজ করে, যা মুহূর্তে ম্যাট্রেসকে ঠান্ডা করতে পারে। ম্যাট্রেস ঠান্ডা করার সঙ্গেই সেখানে যিনি ঘুমাচ্ছেন, তিনি ঠান্ডা বোধ করতে পারেন।
Nexon Cooling Gel Mattress: কীভাবে ব্যবহার করবেন?
নেক্সন কুলিং জেল ম্যাট্রেসটি আসলে একটি আদ্যোপান্ত বিছানার চাদর বা বেডশিট। ঠিক যে ভাবে আপনি বিছানায় চাদর পাতেন, সেই ভাবেই নেক্সনের এই কুলিং জেল ম্যাট্রেসটি আপনার বিছানায় পেতে দেবেন। তাতেই তা আপনার ঘরটাকে ঠান্ডা করতে পারবে। সবথেকে আশ্চর্যজনক বিষয়টি হল, এই বিছানার চাদর নোংরা হওয়ার সম্ভাবনাও খুব কম। আর যদি তা নোংরা হয়েও যায়, তাহলে শুকনো কাপড় দিয়েই আপনি তা পরিষ্কার করে নিতে পারেন। অর্থাৎ বেডশিটটির বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন হবে না।