OnePlus TV: ড্রয়িং রুমে বসেই এবার সিনেমা হলের মজা, লঞ্চ হল 65 ইঞ্চির OnePlus TV Q2 Pro
OnePlus TV 65 Q2 Pro Price: স্মার্ট টিভির চাহিদা দিনের পর দিন প্রচুর পরিমানে বাড়ছে। আর সেই চাহিদাকে মাথায় রেখেই OnePlus নতুন স্মার্ট টিভি বাজারে নিয়ে এল।
OnePlus স্মার্টফোন, ইয়ারবাড, ট্যাবলেট এবং ইয়ারবাড ছাড়াও তাদের একটি নতুন স্মার্ট টিভি OnePlus TV 65 Q2 Pro লঞ্চ করেছে। স্মার্ট টিভির চাহিদা দিনের পর দিন প্রচুর পরিমানে বাড়ছে। আর সেই চাহিদাকে মাথায় রেখেই OnePlus নতুন স্মার্ট টিভি বাজারে নিয়ে এল। কোম্পানির এই স্মার্ট টিভির দাম এক লাখ টাকার কম রেখেছে। এই স্মার্ট টিভিটি 6 মার্চ থেকে বুক করা যাবে এবং 10 মার্চ থেকে এর বিক্রি শুরু হবে। আপনি যদি এটি কিনতে চান তবে আপনি এটি কোম্পানির অফিসিয়াল সাইট থেকে বুক করতে পারেন। তবে কেনার আগে OnePlus TV 65 Q2 Pro স্মার্ট টিভিটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
OnePlus TV 65 Q2 Pro-এর ফিচার ও স্পেসিফিকেশন:
OnePlus TV 65 Q2 Pro স্মার্ট টিভিতে, কোম্পানি হার্ডওয়্যার এবং সফ্টওয়্যারের দিকে বিশেষ নজর দিয়েছে। এই স্মার্ট টিভিতে 65 ইঞ্চি OLED ডিসপ্লে এবং 4K রেজোলিউশন রয়েছে। এছাড়াও, OnePlus TV 65 Q2 Pro স্মার্ট টিভিতে 120HZ রিফ্রেশ রেট, DCI-P3 কালার স্পেস এবং 1200nits এর সর্বোচ্চ উজ্জ্বলতা এবং 120টি ডিমিং জোন দেওয়া হয়েছে। OnePlus TV 65 Q2 Pro TV অক্সিজেন প্লে 2.0 এ চলবে।
OnePlus TV 65 Q2 Pro-এ AVI, MKV, MP4 এবং WMV ভিডিয়োগুলি সাপোর্ট করবে। এছাড়াও, এই স্মার্ট টিভিতে ডলবি অ্যাটমস সাউন্ড সাপোর্ট পাওয়া যাচ্ছে। OnePlus TV 65 Q2 Pro স্মার্ট টিভিতে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, ডিনাউডিও-টিউনড সাউন্ড এবং ওয়াইফাই সাপোর্ট।
পিকচার এনহ্যান্সার-এর কথা বললে, ওয়ানপ্লাস টিভিতে গামা ইঞ্জিন আল্ট্রা ফিচারও দেওয়া হয়েছে। টিভিতে 70W 2.1 CH সাউন্ড আউটপুট (40W সাউন্ড + 30W সাবউফার), Dolby Atmos এর মতো বৈশিষ্ট্য রয়েছে। OnePlus 65 Q2 Pro তে রয়েছে 3GB RAM এবং 32GB ইনবিল্ট স্টোরেজ। এছাড়াও টিভিতে রয়েছে NFC Cast, Multicast 2.0, Chromecast বিল্ট-ইন, DLNA, Miracast-এর মতো ফিচার।
OnePlus TV 65 Q2 Pro এর দাম:
OnePlus TV 65 Q2 Pro দেশে লঞ্চ হয়েছে 99,999 টাকায়। এই স্মার্ট টিভিটি ভারতে OnePlus-এর অফিসিয়াল সাইট, Amazon এবং Flipkart থেকে কিনতে পারবেন। OnePlus এক্সপেরিয়েন্স স্টোরের পাশাপাশি প্রধান অফলাইন পার্টনার স্টোরগুলি থেকেও কিনতে পারবেন। এই টিভির জন্য প্রি-অর্ডার শুরু হবে 6 মার্চ থেকে। 10 মার্চ থেকে নতুন এই টিভিটি বিক্রি শুরু হবে।