ওয়ানপ্লাস নর্ড সিই২ ৫জি (OnePlus Nord CE2 5G) ফোনের সঙ্গে ভারতে নতুন দুটো স্মার্ট টিভি লঞ্চ করেছে ওয়ানপ্লাস সংস্থা (OnePlus Smart TV)। জানা গিয়েছে, দেশে সম্প্রতি লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস টিভি ওয়াই১এস (OnePlus TV Y1S) এবং ওয়ানপ্লাস টিভি ওয়াই১এস এজ (OnePlus TV Y1S Edge)। এই দুই স্মার্ট টিভির স্ক্রিন বা ডিসপ্লে সাইজ যথাক্রমে ৩২ এবং ৪৩ ইঞ্চি। এই দুই স্মার্ট টিভিতেই রয়েছে এই দুইস আইজের ডিসপ্লে। আর রয়েছে HDR10+, HDR10, HLG ফরম্যাট সাপোর্ট। ওয়ানপ্লাসের এই দু’টি স্মার্ট টিভি পরিচালিত হবে অ্যানড্রয়েড ১১- র সাহায্যে। তার সঙ্গে রয়েছে ডলবি অডিয়ো সাপোর্ট। ওয়ানপ্লাস টিভি ওয়াই১এস মডেলে রয়েছে ২০ ওয়াটের ফুল রেঞ্জ স্টিরিয়ো স্পিকার। আর ওয়ানপ্লাস টিভি ওয়াই১এস এজ মডেলে রয়েছে ২৪ ওয়াটের ফুল রেঞ্জ স্টিরিয়ো স্পিকার। গেমও খেলা যাবে ওয়ানপ্লাসের এই দুই নতুন স্মার্টফোনে। দুটো টিভিতেই রয়েছে auto low latency mode (ALLM)। যার ফলে গেমারদের গেমিং এক্সপিরিয়েন্স ভাল হবে।
ভারতে ওয়ানপ্লাস টিভি ওয়াই১এস এবং ওয়ানপ্লাস টিভি ওয়াই১এস এজ মডেলের দাম এবং উপলব্ধতা
ওয়ানপ্লাস টিভি ওয়াই১এস টিভির ৩২ ইঞ্চির দাম ১৬,৪৯৯ টাকা। আর ৪৩ ইঞ্চি ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। অন্যদিকে ওয়ানপ্লাস টিভি ওয়াই১এস এজ স্মার্ট টিভির ৩২ ইঞ্চির মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। আর ৪৩ ইঞ্চির ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। ওয়ানপ্লাস টিভি ওয়াই১এস টিভি কেনা যাবে ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইট, অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অন্যান্য প্রথম স্তরের অফলাইন রিটেলারের থেকে। আর ওয়ানপ্লাস টিভি ওয়াই১এস এজ টিভি কেনা যাবে ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইট এবং বেশ কিছু প্রথম সারির রিটেলারের থেকে। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ওয়ানপ্লাসের এই দুই স্মার্ট টিভির বিক্রি শুরু হবে। যাঁরা ওয়ানপ্লাস রেড কেবল ক্লাবের সদস্য তাঁরা ওয়ানপ্লাসের এই দুই টিভির ৩২ ইঞ্চির ভ্যারিয়েন্টে ৫০০ টাকা এবং ওয়ানপ্লাস ওয়াই১এস এজ টিভির ৪৩ ইঞ্চির মডেলে ৭৫০ টাকা ছাড় পাবেন।
ওয়ানপ্লাস ওয়াই টি১এস এবং ওয়ানপ্লাস ওয়াই টি১এস এজ স্মার্ট টিভির ফিচার ও স্পেসিফিকেশন
আরও পড়ুন- Apple Cheapest Display: সস্তার একটি ডিসপ্লে নিয়ে আসছে অ্যাপল, মার্চেই লঞ্চ হতে পারে