Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Apple Cheapest Display: সস্তার একটি ডিসপ্লে নিয়ে আসছে অ্যাপল, মার্চেই লঞ্চ হতে পারে

এবার একটি স্ট্যান্ডআলোন ডিসপ্লে নিয়ে কাজ করছে অ্যাপল, যার দাম হতে পারে বেশ কিছুটা কম। সেই ডিসপ্লে সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নিন।

Apple Cheapest Display: সস্তার একটি ডিসপ্লে নিয়ে আসছে অ্যাপল, মার্চেই লঞ্চ হতে পারে
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2022 | 8:34 PM

সেই ২০১৬ সালে ২৭ ইঞ্চির থান্ডারবোল্ট ডিসপ্লে বন্ধ করার পরে এখনও পর্যন্ত কোনও ‘সস্তা’র ডিসপ্লে নিয়ে আসেনি অ্যাপল (Apple)। এবার সেই কাজটিই করতে চলেছে কুপার্টিনোর কোম্পানিটি। অ্যাপল এই মুহূর্তে প্রো ডিসপ্লে এক্সডিআর (Pro Display XDR) বিক্রি করে যার দাম ৫০০০ মার্কিন ডলার। এদিকে জল্পনা চলছে যে, একটি স্ট্যান্ডআলোন ডিসপ্লে শীঘ্রই নিয়ে আসতে পারে এই টেক জায়ান্ট। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার্স-এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, প্রো ডিসপ্লে এক্সডিআর-এর মতো ততটাও দামি হবে না অ্যাপল-এর আসন্ন ডিসপ্লে (Apple Cheapest Display)। সেই ডিসপ্লেতে থাকবে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট কম করার জন্য একটি জরুরি ফিচার।

ম্যাকরিউমার্স-এর রিপোর্টে আরও বলা হয়েছে, সেই ডিসপ্লে মোট দুটি সাইজ়ে নিয়ে আসতে পারে অ্যাপল – তার একটি ২৪ ইঞ্চির এবং অপরটি ২৭ ইঞ্চির। জল্পনা এ-ও চলছে যে, এলজি এই মুহূর্তে মোট তিনটি ডিসপ্লে সাইজ় নিয়ে কাজ করছে – ২৪, ২৭ এবং ৩২ ইঞ্চি। এখন মনে করা হচ্ছে, সেগুলি অ্যাপলের জন্যই নিয়ে তৈরি করছে সংস্থাটি।

এদের মধ্যে ২৪ এবং ২৭ ইঞ্চির ডিসপ্লে সাইজ়গুলির দাম বেশ কম করতে পারে অ্যাপল। অন্য দিকে আবার ৩২ ইঞ্চি ডিসপ্লের দামটি প্রো ডিসপ্লে এক্সডিআর-এর কাছাকাছি হতে পারে। যদিও অ্যাপলের তরফ থেকে এই ডিসপ্লে সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছুই ঘোষণা করা হয়নি। পাশাপাশি এই ডিসপ্লের ডিজ়াইন বা স্পেসিফিকেশনস সংক্রান্ত কোনও তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি।

২০২২ সালের মার্চ মাসে অ্যাপল তার বছরের প্রথম ইভেন্টটির আয়োজন করতে চলেছে। সেই ইভেন্টেই কুপার্টিনোর এই টেক জায়ান্ট সস্তার একটি আইফো, যার নাম আইফোন এসই, একটি নতুন আইপ্যাড এয়ার লঞ্চ করতে পারে। এদের মধ্যে আইফোন এসই মডেলটি নিয়ে সবথেকে বেশি জল্পনা চলছে, কারণ এর দাম এখনও পর্যন্ত অ্যাপেলর সব ফোনের থেকে কম হতে চলেছে। পাশাপাশি এই ইভেন্টেই ১৩ ইঞ্চির একটি ম্যাকবুক প্রো যাতে এমটু প্রসেসর থাকছে, সেটি লঞ্চ করতে পারে অ্যাপল।

যদিও মার্চ ২০২২-এ আয়োজিত হতে চলা বছরের প্রথম ইভেন্টটির দিনক্ষণ এখনও নিশ্চিত করেনি অ্যাপল।

আরও পড়ুন: এখনও পর্যন্ত কোনও আইফোনের ক্ষেত্রে যা হয়নি, তাই এবার আইফোন ১৪ প্রো মডেলে হতে চলেছে

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিয়ো ডকুমেন্ট হিসেবে পাঠান? এবার একটা প্রিভিউ দেখে নিতে পারবেন

আরও পড়ুন: আইফোনে ডিফল্ট ব্রাউজ়ার কী ভাবে বদলাবেন? জেনে নিন সহজ পদ্ধতি