AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

POCO-র প্রথম TWS Earbud লঞ্চ হল ভারতে, মাত্র 1,199 টাকার POCO Pod-এ একাধিক আকর্ষণীয় ফিচার

POCO Pod ভারতে লঞ্চ করা হয়েছে মাত্র 1,199 টাকা দামে। 29 জুলাই থেকে কাস্টমাররা এই ডিভাইসটি ফ্লিপকার্টে ক্রয় করতে পারবেন। ট্রু ওয়্যারলেস ইয়ারবাডটি কালো ও হলদের কম্বিনেশনে পাওয়া যাবে।

POCO-র প্রথম TWS Earbud লঞ্চ হল ভারতে, মাত্র 1,199 টাকার POCO Pod-এ একাধিক আকর্ষণীয় ফিচার
এই প্রথম দেশে অডিও ডিভাইস নিয়ে এল POCO।
| Edited By: | Updated on: Jul 28, 2023 | 6:13 PM
Share

এই প্রথম TWS Earbud লঞ্চ করল POCO। কেবল ভারতীয়দের জন্যই নিয়ে আসা হয়েছে সেই POCO Pod। এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডে রয়েছে 12mm ড্রাইভার ইউনিট। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এক চার্জে ডিভাইসটি 30 ঘণ্টা লাগাতার ব্যাটারি ব্যাকআপ দিতে পারে।

POCO Pod: দাম, কোথায় কিনবেন

POCO Pod ভারতে লঞ্চ করা হয়েছে মাত্র 1,199 টাকা দামে। 29 জুলাই থেকে কাস্টমাররা এই ডিভাইসটি ফ্লিপকার্টে ক্রয় করতে পারবেন। ট্রু ওয়্যারলেস ইয়ারবাডটি কালো ও হলদের কম্বিনেশনে পাওয়া যাবে।

POCO Pod: ফিচার, স্পেসিফিকেশন

পোকো পডস ট্রু ওয়্যারলেস ইয়ারবাডটি ডায়নামিক অডিও এক্সপিরিয়েন্স দিতে পারে, তার 12mm ড্রাইভার ইউনিটের মাধ্যমে। 60ms পর্যন্ত লো ল্যাটেন্সি মোড রয়েছে এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের।

POCO-র এই নতুন ইয়ারবাডটি ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট করে, গুগল ফাস্ট পেয়ার ফাংশন রয়েছে এতে। এই গুগল ফাস্ট পেয়ার ফাংশনের মাধ্যমে ব্যবহারকারীরা জাস্ট একবার ট্যাপ করেই স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করতে পারবেন। ইয়ারবাডটিতে রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ় ক্যান্সেলেশন ফিচার, যা আশপাশের সমস্ত আওয়াজ মুক্ত করবে এবং শ্রোতাদের ক্রিস্টাল-ক্লিয়ার অডিও অভিজ্ঞতা দিতে পারবে।

POCO Pod ট্রু ওয়্যারলেস ইয়াবাডটি IPX4 রেটিং প্রাপ্ত, যা ঘাম ও স্প্ল্যাশ প্রতিরোধী। ইজ়ি টাচ কন্ট্রোল অফার করছে ইয়ারবাডটি, যা মিউজ়িক কন্ট্রোল এবং ফোন কলের উত্তর দেওয়ারও কাজটি সহজ করে দেবে। কোম্পানির তরফে দাবি করা হচ্ছে, ইয়ারবাডটি চার্জিং কেসে থাকা অবস্থায় লাগাতার 30 ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। পাশাপাশি এতে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট। মাত্র 10 মিনিট চার্জ দিলেই এটি 90 মিনিটের মিউজ়িক প্লেব্যাক দিতে সক্ষম।