Google Privacy Sandbox For Android: বিজ্ঞাপন থেকে নিরাপদে থাকবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন, প্রাইভেসি স্যান্ডবক্স নিয়ে আসছে গুগল

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 18, 2022 | 3:28 AM

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য প্রাইভেসি স্যান্ডবক্স নিয়ে আসার ঘোষণা করল গুগল। এর দ্বারা বিজ্ঞাপনের জন্য গ্রাহককে ট্র্যাক করার প্রবণতা অনেকটাই কমবে এবং সেই সঙ্গে বিভিন্ন থার্ড পার্টির সঙ্গে গ্রাহকের তথ্য শেয়ার করার পরিমাণও কম হবে।

Google Privacy Sandbox For Android: বিজ্ঞাপন থেকে নিরাপদে থাকবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন, প্রাইভেসি স্যান্ডবক্স নিয়ে আসছে গুগল
প্রতীকী ছবি।

Follow Us

অ্যান্ড্রয়েডের (Android) ক্ষেত্রে ডেটা প্রাইভেসি স্ট্যান্ডার্ড আরও পরিণত করতে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করল গুগল (Google)। অ্যান্ড্রয়েডের জন্য প্রাইভেসি স্যান্ডবক্স (Privacy Sandbox) নিয়ে আসতে চলেছে এই সার্চ ইঞ্জিন জায়ান্ট। এই প্রাইভেসি স্যান্ডবক্স তৈরি করার পিছনে মূল লক্ষ্য হল, ইউজারের তথ্য বিজ্ঞাপনদাতাদের সঙ্গে শেয়ার করার সময়, সেই তথ্যের গোপনীয়তা যেন লঙ্ঘিত না হয়। অর্থাৎ বিজ্ঞাপনদাতারা এমন কোনও তথ্য গ্রাহকের কাছ থেকে জানতে পারবেন না, যাতে তাঁদের গোপনীয়তা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায়। পাশাপাশি বিভিন্ন থার্ড পার্টির সঙ্গে ইউজারের ডেটা শেয়ারিংয়ের ক্ষেত্রে একটা যেন সীমাও রাখা হয়। গত বুধবার গুগল-এর তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। এক কথায়, এই প্রাইভেসি স্যান্ডবক্স অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের স্মার্টফোন বিজ্ঞাপন থেকে নিরাপদ রাখবে।

আজ নয়। গুগল সার্চে বহু দিন ধরেই রয়েছে এই প্রাইভেসি স্যান্ডবক্স। এবার অ্যান্ড্রয়েডের জন্যও এই পরিষেবা নিয়ে আসতে উদ্যোগী সার্চ ইঞ্জিন জায়ান্টটি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, গ্রাহকের প্রাইভেসি আরও জোরদার করতে তারা সর্বদাই তৎপর তবে তা ফ্রি কনটেন্ট ও সার্ভিস বন্ধ করে কখনওই নয়। পাশাপাশি অ্যাপল-কে একটু খোঁচা দিয়ে গুগল আরও জানিয়েছে যে, ইতিমধ্যে থাকা বিভিন্ন প্রযুক্তি থেকে গ্রাহককে দূরে সরিয়ে রেখে কোনও ভাবেই প্রাইভেসি জোরদার তারা করতে চায় না। কারণ, তাতে আখেরে লং রানের ক্ষেত্রে ইউজারকেই প্রভাবিত করবে।

গুগল তার ব্লগ পোস্টে এই বিষয়ে লিখছে, এমন প্রযুক্তি তারা অন্বেষণ করছে যা গোপন ডেটা সংগ্রহের সম্ভাবনা হ্রাস করে, যার মধ্যে অ্যাপগুলিকে বিজ্ঞাপন সফ্টওয়্যার ডেভেলপমেন্ট কিটগুলির সঙ্গে সংহত করার নিরাপদ উপায়ও থাকে। মূলত, গুগল বিজ্ঞাপনের উদ্দেশ্যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের যে কোনও ধরনের ট্র্যাকিং বাদ দিতেই এই প্রযুক্তি নিয়ে আসছে। “একটি স্বাস্থ্যকর অ্যাপ ইকোসিস্টেম নিশ্চিত করার লক্ষ্যে, ব্যবহারকারী, ডেভেলপার, ব্যবসাগুলিকে উপকৃত করতে পারে এবং সর্বোপরি ব্যবহারকারীর গোপনীয়তা উন্নত করতে ডিজিটাল বিজ্ঞাপন কী ভাবে কাজ করে, সেই শিল্পটিকে অবিরত করতে হবে। এই কারণেই আমরা ব্যবহারকারীদের আরও নিয়ন্ত্রণ দেওয়ার জন্য বিজ্ঞাপন আইডি তৈরি করেছি। গত বছর আমরা এই নিয়ন্ত্রণগুলিতে উন্নতি প্রবর্তন করেছি। কিন্তু আমরা বিশ্বাস করি যে, এটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এই মুহূর্তে খুবই জরুরি”, ব্লগপোস্টে লিখছে গুগল।

অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে প্রাইভেসি স্যান্ডবক্সের লক্ষ্য নিয়ে ব্লগপোস্টে গুগল আরও বলছে যে, কার্যকরী এবং প্রাইভেসি এনহ্যান্সিং বিজ্ঞাপন সমাধানগুলির ডেভেলপ করা, যেখানে ব্যবহারকারীরা জানেন যে, তাঁদের তথ্য সুরক্ষিত এবং তাঁদের ট্র্যাক না করেই সফল হওয়ার সরঞ্জাম রয়েছে ডেভেলপার ও ব্যবসার কাছে। এই সার্চ ইঞ্জিন জায়ান্ট আরও দাবি করছে, এটি বিদ্যমান বিজ্ঞাপন প্ল্যাটফর্মটিকে কমপক্ষে দুই বছরের জন্য সমর্থন করার পরিকল্পনা করেছে এবং যে কোনও পরিবর্তনের আগে ডেভেলপার এবং বিজ্ঞাপনদাতাদের নোটিশ প্রদান করবে।

চলতি বছরের শেষ দিকেই গ্রাহকদের জন্য প্রাইভেসি স্যান্ডবক্স বিটা নিয়ে আসতে চলেছে গুগল। পাশাপাশি ডেভেলপারদেরও গুগল-এর প্রাথমিক প্রস্তাবগুলি দেখতে এবং অ্যান্ড্রয়েড ডেভেলপার ওয়েবসাইটে তাদের প্রতিক্রিয়া শেয়ার করার জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে। গুগল-এর তরফ থেকে জানানো হয়েছে যে, স্ন্যাপ এবং অ্যাক্টিভিজ়ন ব্লিজ়ার্ড-এর মতো ডেভেলপারদের সঙ্গে তারা কাজ করবে, যারা টুলস ডিজ়াইন করবে যেগুলি টার্গেটিং অ্যাডস এবং লগিং ক্লিক সাপোর্ট করবে এবং সেই সঙ্গেই ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেস নেওয়ার ক্ষেত্রেও একটা সীমারেখা টানতে পারবে।

গ্রাহকের তথ্য নিরাপত্তায় এমনই পদক্ষেপ গ্রহণ করেছিল অ্যাপল। অ্যার ট্র্যাকিং ট্রান্সপারেন্সি ফিচার লঞ্চ করেছিল কুপার্টিনোর কোম্পানিটি, যার দ্বারা ডেভেলপাররা কোনও ইউজারের বিহেভিয়ার বা আচরণ ট্র্যাক করার আগে তাঁর অনুমতি নিতে বাধ্য। আইডিএফএ অর্থাৎ অ্যাপলের অ্যাডভার্টাইজ়িং আইডি দিয়ে সমস্ত অ্যাপের ক্ষেত্রে অত্যন্ত সন্তর্পণে কাজটি করে ফেলে অ্যাপল। ইউজার-মহলে অ্যাপল-এর পদক্ষেপ অত্যন্ত প্রশংসিত হয়। আর তার দেখাদেখি এবার গুগল-ও প্রাইভেসি স্যান্ডবক্স নিয়ে আসছে এই মোবাইল সফ্টওয়্যার স্পেসে দুই টেক জায়ান্টের কাঁটায় কাঁটায় টক্করের বিষয়টা আরও একটু জিইয়ে রাখতে।

আরও পড়ুন: ফের স্তব্ধ ট্যুইটার, এই নিয়ে সপ্তাহে দ্বিতীয় বার, গ্রাহকমহলে তীব্র ক্ষোভ

আরও পড়ুন: জনপ্রিয় ৩০ চিনা অ্যাপ, যেগুলি ভারতে ব্যান করা হয়েছে, দেখে নিন তালিকা

আরও পড়ুন: বাড়ি থেকে না বেরিয়েই পৌঁছে যাবেন শপিং মলে! মেটাভার্সের ভার্চুয়াল শপিং মল আসলে কী?

Next Article