AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Realme Buds T300 কম দামে লঞ্চ হতেই অর্ডারের তাড়া ক্রেতাদের, 40 ঘণ্টার ব্যাটারি লাইফ

Realme Buds T300 Price: Realme Buds T300 TWS-এ IP55 ডাস্ট এবং ওয়াটারপ্রুফ রেটিং, ব্লুটুথ 5.3 কানেকশন সাপোর্ট রয়েছে। এতে ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। প্রতিটি ইয়ারবাডের ওজন 4.1 গ্রাম।

Realme Buds T300 কম দামে লঞ্চ হতেই অর্ডারের তাড়া ক্রেতাদের, 40 ঘণ্টার ব্যাটারি লাইফ
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 2:12 PM
Share

Realme Buds T300 ওয়্যারলেস ইয়ারবাড ভারতে লঞ্চ করা হয়েছে। Realme Narzo 60x লঞ্চ হয়েছে 5G স্মার্টফোনের সঙ্গে। তাদের দাম 2,500 টাকার কম রাখা হয়েছে। কোম্পানির দাবি, এটি 40 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে। একই সময়ে, 10 মিনিট চার্জ করে 7 ঘন্টা পর্যন্ত চলতে পারে। Realme ইয়ারফোন ব্লুটুথ 5.3 কানেকশন সাপোর্ট করে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ইয়ারবাডটিতে কী কী রয়েছে।

Realme Buds T300-এর দাম:

Realme Buds T300 TWS ইয়ারবাডটি ভারতে 2,299 টাকায় কেনা যাবে। আপনি এটি সাদা আর কালো রঙে কিনতে পারবেন। এবার প্রশ্ন হল কোথা থেকে কিনবেন? আপনি এই নতুন ইয়ারবাডটি অনলাইন সাইট অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।

Realme Buds T300-এর ফিচার:

Realme’s Buds T300 ইয়ারফোনে টাইটানাইজড ডায়াফ্রাম এবং HTW তারের কয়েল রয়েছে। এগুলির একটি 12.4 মিমি ডায়নামিক বাস ড্রাইভার রয়েছে। তবে আপনাকে Realme অ্যাপ ব্যবহার করতে হবে। Realme Buds T300-এ চারটি মাইক্রোফোন দেওয়া হয়েছে। এতে 460mAh ব্যাটারি রয়েছে। আর প্রতিটি ইয়ারফোনে একটি 43mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ইয়ারফোন চার্জিং কেস সহ 40 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেয়। যেখানে চার্জিং কেস ছাড়া, একক চার্জে এটি 7 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক সময় এবং 4 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। Realme Buds T300 মাত্র 10 মিনিটের মধ্যে 50% চার্জ হয়ে যায়।

Realme Buds T300 TWS-এ IP55 ডাস্ট এবং ওয়াটারপ্রুফ রেটিং, ব্লুটুথ 5.3 কানেকশন সাপোর্ট রয়েছে। এতে ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। প্রতিটি ইয়ারবাডের ওজন 4.1 গ্রাম।