Realme TechLife: ভারতে আসছে রিয়েলমি টেকলাইফের নতুন স্মার্টওয়াচ ও ইয়ারফোন, দেখুন সম্ভাব্য ফিচার
Realme TechLife: রিয়েলমি টেকলাইফ ওয়াচ এস১০০ (Realme TechLife Watch S100) এবং টেকলাইফ বাডস এন১০০ (Realme TechLife Buds N100) --- এই দুটো ডিভাইস লঞ্চ হবে আগামী ১০ মার্চ।
ভারতে রিয়েলমি ৯ সিরিজের স্মার্টফোনের (Realme 9 Series Smartphone) সঙ্গেই লঞ্চ হতে চলেছে রিয়েলমি টেকলাইফ ওয়াচ এস১০০ (Realme TechLife Watch S100) এবং টেকলাইফ বাডস এন১০০ (Realme TechLife Buds N100)। আগামী ১০ মার্চ দুপুর ১২টা ৩০ মিনিটে ভারতে লঞ্চ হবে রিয়েলমি টেকলাইফ ওয়াচ এস১০০ এবং রিয়েলমি টেকলাইফ বাডস এন১০০। শোনা গিয়েছে রিয়েলমি টেকলাইফ ওয়াচ এস১০০- তে একটি ১.৬৯ ইঞ্চির কালার ডিসপ্লে থাকতে পারে। আর রিয়েলমি টেকলাইফ বাডস এন১০০- তে ১৭ ঘণ্টার প্লেব্যাক ফিচার থাকতে পারে। রিয়েলমি টেকলাইফের এই স্মার্টওয়াচ এবং ইয়ারবাডসে আর কী কী ফিচার থাকতে পারে সেগুলো দেখে নেওয়া যাক।
রিয়েলমি টেকলাইফ ওয়াচ এস১০০- এই স্মার্টওয়াচে ১.৬৯ ইঞ্চির কালার ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল বা SpO2 এবং সর্বক্ষণ হার্ট রেট মনিটর করার জন্য দুটো আলাদা সেনসর থাকতে পারে। এই স্মার্টওয়াচে ইউজারের দেহের উষ্ণতা মাপার ফিচার থাকবে বলেও শোনা গিয়েছে। IP68 রেটিং প্রাপ্ত এই স্মার্টওয়াচ একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে এই স্মার্টওয়াচ নষ্ট হবে না। রিয়েলমি টেকলাইফের দাবি একবার চার্জ দিলে এই স্মার্টওয়াচের ব্যাটারিতে ১২ দিনের ব্যাটারি লাইফ থাকতে পারে। এছাড়াও শোনা গিয়েছে যে রিয়েলমি টেকলাইফ ওয়াচ এস১০০- তে আবহাওয়ার খবর, মিজিক কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোল, ফাইন্ট মাই ফোন এবং ফ্ল্যাশলাইট এই সমস্ত ফিচার থাকবে।
রিয়েলমি টেকলাইফ বাডস এন১০০- এই ইয়ারফোন আসলে একটি নেকব্যান্ড স্টাইলের হেডসেট। এখানে সিলিকন নেকব্যান্ড এবং ইয়ারউইং ও ম্যাগনেটিক ইয়ারবাডস সঙ্গে মেটাল সাউন্ড চেম্বার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ইয়ারফোনে থাকতে পারে dynamic bass drivers। রিয়েলমি টেকলাইফের এই ইয়ারবাডসে ম্যাগনেটিক ব্লুটুথ কানেকশন থাকার সম্ভাবনা রয়েছে। এই ফিচারের সাহায্যে দুটো ইয়ারবাডস একে অন্যের থেকে আলাদা ভাবে থাকলেও উপযুক্ত ডিভাইসের সঙ্গে সংযুক্ত হওয়া সম্ভব। জানা গিয়েছে, রিয়েলমি টেকলাইফ বাডস এন১০০ একটি IPX4 রেটেড ওয়ায়টার রেজিসট্যান্ট ডিভাইস, অর্থাৎ জলে সহজে এই ইয়ারফোন নষ্ট হবে না। এখানে ব্লুটুথ ভি৫.২ কানেক্টিভিটি থাকার সম্ভাবনা রয়েছে। কালো এবং ধূসর এই দুই রঙে পাওয়া যাবে রিয়েলমি টেকলাইফ বাডস এন১০০ ইয়ারফোন।
অন্যদিকে শোনা গিয়েছে যে, রিয়েলমি ৯ সিরিজে অন্তত দুটো স্মার্টফোন লঞ্চ হবে । আবার বেশ কিছু সূত্রে এও শোনা যাচ্ছে যে, রিয়েলমি ৯ সিরিজে তিনটি ফোন লঞ্চ হতে পারে। সেগুলি হল- রিয়েলমি ৯ ৪জি, রিয়েলমি ৯ ৫জি এবং রিয়েলমি ৯ ৫জি এসই। রিয়েলমি কর্তৃপক্ষ অবশ্য এখনও এই ব্যাপারে বিশদে কিছু জানাননি।