ভারতে রিয়েলমি টেকলাইফ ব্র্যান্ডের এই স্মার্টওয়াচের দাম কত?
রিয়েলমি ৯ ৫জি সিরিজের স্মার্টফোনের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি টেকলাইফের (Realme TechLife) গ্যাজেট। একটি নতুন স্মার্টওয়াচ যার নাম রিয়েলমি টেকলাইফ ওয়াচ এস১০০ (Realme TechLife Watch S100) লঞ্চ হয়েছে ভারতে। এই স্মার্টওয়াচে (Smartwatch) রয়েছে কালার ডিসপ্লে। এছাড়াও জানা গিয়েছে রিয়েলমি টেকলাইফ ব্র্যান্ডের এই স্মার্টওয়াচ একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। একবার চার্জ দিলে এই স্মার্টওয়াচে ১২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে বলে দাবি করেছে রিয়েলমি টেকলাইফ সংস্থা।
ভারতে রিয়েলমি টেকলাইফ ওয়াচ এস১০০- র দাম এবং উপলব্ধতা
ভারতে এই স্মার্টওয়াচের আসল দাম ২৪৯৯ টাকা। তবে ইন্ট্রোডাক্টরি প্রাইস হিসেবে ধার্য হয়েছে ১৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট Realme.com এবং নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে রিয়েলমি টেকলাইফ ওয়াচ এস১০০ কেনা যাবে। আগামী ১৪ মার্চ দুপুর ১২টা থেকে শুরু হবে এই স্মার্টওয়াচের বিক্রি। কালো এবং ধূসর রঙে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ।
রিয়েলমি টেকলাইফ ওয়াচ এস১০০- র বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- রিয়েলমি টেকলাইফ ওয়াচ এস১০০- তে রয়েছে একটি ১.৬৯ ইঞ্চির কালার ডিসপ্লে।
- এই স্মার্টওয়াচে রয়েছে একটি Photoplethysmography (PPG) সেনসর। এর সাহায্যে ২৪ ঘণ্টা ইউজারের হার্ট রেট মনিটর করা সম্ভব হয়।
- এছাড়াও বলা হচ্ছে এই স্মার্টওয়াচ ত্বকের উষ্ণতা এবং ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল (SpO2) পরিমাপ করতে পারে। তবে ডাক্তারির যন্ত্র হিসেবে এই স্মার্টওয়াচ স্বীকৃতি পায়নি এখনও। তবে স্বাস্থ্য সচেতন ইউজারদের জন্য এই স্মার্টওয়াচ একটি ভাল ফিটনেস ব্যান্ড হিসেবে কাজ করতেই পারে। এখানে রয়েছে একটি তিন অক্ষ বিশিষ্ট অ্যাক্সিলেরোমিটার, যা ইউজারের গতিবিধি ট্র্যাক করতে সাহায্য করবে।
- রিয়েলমি টেকলাইফের এই স্মার্টওয়াচে আগে থেকেই বেশ কিছু ফিচার যুক্ত রয়েছে। তার মধ্যে ওয়েদার ফোরকাস্ট, মিউজিক কন্ট্রোল, ফাইন্ড মাই ফোন, ক্যামেরা অ্যাকসেস— এইসব ফিচার রয়েছে। স্মার্টওয়াচের সাহায্যেই ফোনে থাকা ক্যামেরা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে তার জন্য ফোনের সঙ্গে স্মার্টওয়াচ যুক্ত থাকতে হবে।
- এছাড়াও এই স্মার্টওয়াচে রয়েছে অ্যালার্ম, স্টপওয়াচ, টাইমার এবং ফ্ল্যাশলাইট। ১১০টি ওয়াচ ফেসের সুবিধা রয়েছে এই স্মার্টওয়াচে।
- রিয়েলমি টেকলাইফ ওয়াচ এস১০০- তে ২৪টি স্পোর্টস মোড রয়েছে। তার মধ্যে ড্যান্সিং, রাইডিং, রানিং আউটডোর, ওয়াকিং এবং আরও অনেক ফিচার রয়েছে।
- এই স্মার্টওয়াচ একটি IP68 সার্টিফায়েড মেটালিক ফিনিশ যুক্ত ডিজাইন সমেত ডিভাইস যা জলের ক্ষেত্রে ১.৫ মিটার গভীরতা পর্যন্ত রেজিসট্যান্ট হিসেবে কাজ করে। এছাড়াও এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ ভি৫.১ কানেক্টিভিটি। অ্যানড্রয়েড ৫.০ এবং আইওএস ১১ ভার্সানে ডিভাইসের সঙ্গে এই স্মার্টওয়াচ সহজেই সংযুক্ত করা যাবে।
- এই স্মার্টওয়াচে একটি ২৬০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যেখানে একবার চার্জ দিলে ১২ দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব।
আরও পড়ুন- Xiaomi Unknown Facts: মধ্যবিত্তের সেরা পছন্দ শাওমি সম্পর্কে এই ৬ তথ্য জানলে অবাক হবেন!