রেডমি ট্রু ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ হতে চলেছে ভারতে। জানা গিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে রেডমি ১০ প্রাইম ফোন। তার সঙ্গে লঞ্চ হবে রেডমির এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস। ইতিমধ্যেই সংস্থার তরফে রেডমির নতুন ইয়ারবাডসের কি ফিচারগুলি নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু এখনও এই ইয়ারবাডসের আনুষ্ঠানিক নাম ঠিক হয়নি। রেডমির নতুন ইয়ারবাডসের জন্য একটি টিজার পোস্টার এর মধ্যেই লঞ্চ হয়েছে। সেখানে দেখা গিয়েছে ডিম্বাকৃতির একটি চার্জিং কেসের মধ্যে রয়েছে ইয়ারবাডস। তার আকার-আয়তন একেবারেই ইন-ইয়ার ডিজাইনের। স্যামসাং গ্যালাক্সি বাডসের সঙ্গে এই ইয়ারবাডসের বেশ মিল রয়েছে।
অন্যদিকে টিজার পোস্টার দেখে মনে হয়েছে এই ইয়ারবাডস অনেকটা রেডমি এয়ারডটস ৩- এর মতো দেখতে। চলতি বছরের শুরু দিকে চিনে লঞ্চ হয়েছিল রেডমির ওই অডিয়ো ডিভাইস। সূত্রের খবর, রেডমির এই এয়ারডটস ৩ ভারতেও লঞ্চ হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে নাম হতে পারে রেডমি বাডস ৩। যদিও ৩ সেপ্টেম্বর যে ইয়ারবাডস ভারতে লঞ্চ হবে তা আসলে রেডমি বাডস ৩ কি না তা অবশ্য এখনও জানায়নি সংস্থা। তবে বিশেষজ্ঞদের অনুমান, লঞ্চের দিন আরও এগিয়ে এলে সম্ভবত রেডমি কর্তৃপক্ষ তাঁদের নতুন অডিয়ো ডিভাইসের আনুষ্ঠানিক নাম ঘোষণা করবে।
আগামী ৩ সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর ১২টার সময় ভারতে লঞ্চ হবে রেডমির নতুন ইয়ারবাডস। টিজার পোস্টারে কোম্পানির তরফে তেমনটাই জানানো হয়েছে। ওই টিজার পেজে এই ইয়ারবাডসের বেশ কিছু ফিচার প্রসঙ্গেও জানানো হয়েছে। যেমন ওখান থেকেই জানা গিয়েছে যে রেডমির নতুন ইয়ারবাডসে থাকবে একটি Qualcomm চিপসেট। তার মধ্যে আবার ভাল সাউন্ড কোয়ালিটি এবং লো ল্যাটেন্সির জন্য থাকবে aptX Adaptive codec ফিচারের সাপোর্ট। এই লো ল্যাটেন্সি প্রয়োজন হয় গেম খেলার ক্ষেত্রে। অর্থাৎ রেডমির নতুন ইয়ারবাডস গেম খেলার জন্যও উপযুক্ত। এছাড়াও এই ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ভি ৫.২ কানেক্টিভিটি। সেই সঙ্গে ভাল অডিয়ো আউটপুটের জন্য এই ইয়ারবাডসে থাকবে ডুয়াল ড্রাইভারস।
সম্ভবত, রেডমি এয়ারডটস ৩- এরই rebadge ভার্সান হতে চলেছে রেডমির নতুন ইয়ারবাডস। টিজার পোস্টারে বলা হয়েছে নতুন ইয়ারবাডসে ৩০ ঘণ্টার ব্যাটারি লাইফ থাকতে পারে। চার্জিং কেসের মধ্যে ইয়ারবাডস থাকলে তখনই এই পরিমাণ ব্যাটারি লাইফ থাকবে। আলাদা করে ইয়ারয়াবডস খুলে সরিয়ে রাখলে এই ব্যাটারি লাইফ পাওয়া সম্ভব নয়। রেডমির আসন্ন ইয়ারবাডস জল, ধুলোবালি এবং ঘামের ক্ষেত্রে রেসিসট্যান্ট। এছাড়াও এই ডিভাইসে থাকবে টাচ সেনসর। গান শোনা, ফোন এলে তা ধরা এবং ছাড়া, গেম খেলা সব কাজই করা যাবে এই ইয়ারবাডসের সাহায্যে। ভয়েস অ্যাসিসট্যান্ট মোডও অ্যাক্টিভ থাকবে রেডমির নতুন ইয়ারবাডসে। Quick Pair এবং seamless connectivity থাকবে রেডমির নতুন ইয়ারবাডসে। আর তার ফলে সহজেই স্মার্টফোনের সঙ্গে কানেক্টেড বা সংযুক্ত হবে এই ইয়ারবাডস।
আরও পড়ুন- Galaxy Buds 2: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাংয়ের এই ইয়ারবাডস, কী কী ফিচার রয়েছে? দাম কত