Galaxy Buds 2: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাংয়ের এই ইয়ারবাডস, কী কী ফিচার রয়েছে? দাম কত

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Aug 29, 2021 | 1:44 PM

স্যামসাং গ্যালাক্সি বাডস ২- এর মধ্যে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। এই ফিচার ব্যবহার করলে, চার্জিং কেসের সঙ্গে থাকলেও গ্যালাক্সি বাডস ২- এর ব্যাটারি লাইফ ২০ ঘণ্টায় নেমে যাবে।

Galaxy Buds 2: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাংয়ের এই ইয়ারবাডস, কী কী ফিচার রয়েছে? দাম কত
প্রি-বুকিং শুরু হবে ৩০ অগস্ট থেকে।

Follow Us

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ সিরিজের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে গ্যালাক্সি বাডস ২। এই ইয়ারপডসে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) ফিচার। এছাড়াও আগের মডেলের তুলনায় নতুন অডিয়ো ডিভাইসের ডিজাইন এবং ফিচার অনেকটা আপডেট হয়েছে। ভারতে স্যামসাং গ্যালাক্সি বাডস ২- এর দাম ১১,৯৯৯ টাকা। গ্র্যাফাইট, ল্যাভেন্ডার, অলিভ গ্রিন এবং হোয়াইট- এই চারটি রঙের শেডে ভারতে পাওয়া যাবে গ্যালাক্সি বাডস ২। এই অডিয়ো ডিভাইসের সেল শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর থেকে। আর প্রি-বুকিং শুরু হবে ৩০ অগস্ট থেকে। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট Samsung.com এবং দেশের অন্যান্য বড় রিটেলারের অনলাইন এবং অফলাইন স্টোর থেকে গ্যালাক্সি বাডস ২ কেনা যাবে। এই অডিয়ো ডিভাইসের প্রি-বুকিং করলে ক্রেতারা তিন হাজার টাকার ই-ভাউচার পাবেন। এছাড়াও দেশের প্রথম সারির ব্যাঙ্কের মাধ্যমে গ্যালাক্সি বাডস ২ কিনলে ১২০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের কাছে।

স্যামসাং গ্যালাক্সি বাডস ২- এর বিভিন্ন ফিচার-

  • চার্জিং কেস অর্থাৎ বাক্সের সঙ্গে থাকলে ২৯ ঘণ্টা পর্যন্ত এই ইয়ারবাডস ব্যাটারি লাইফ দিতে পারবে বলে দাবি করেছেন স্যামসাং গ্যালাক্সি কর্তৃপক্ষ। অর্থাৎ ২৯ ঘণ্টা চার্জ থাকবে এই ইয়ারপডসে।
  • এই অডিয়ো ডিভাইসে একবার পুরো চার্জ দিলে ৭.৫ ঘণ্টা পর্যন্ত লাগাতার প্লেব্যাক ফিচার পাওয়া সম্ভব বলে দাবি করেছে সংস্থা।
  • স্যামসাং গ্যালাক্সি বাডস ২- এর মধ্যে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। এই ফিচার ব্যবহার করলে, চার্জিং কেসের সঙ্গে থাকলেও গ্যালাক্সি বাডস ২- এর ব্যাটারি লাইফ ২০ ঘণ্টায় নেমে যাবে।
  • গ্যালাক্সি বাডস ২- এর এক একটি ইয়ারপিসে ৬১mAh ব্যাটারি এবং চার্জিং কেসে ৪৭২mAh ব্যাটারি রয়েছে।
  • মাত্র পাঁচ মিনিট চার্জ দিলে এই ইয়ারবাডসে এক ঘণ্টা কিছু শোনার সুবিধা পাবেন ইউজাররা। এই ইয়ারবাডসে Qi ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে।
  • স্যামসাং গ্যালাক্সি বাডস ২- এই ইয়ারবাডসে একাধিক সেনসর রয়েছে। এই অডিয়ো ডিভাইসের বিভিন্ন সেনসরগুলি হল অ্যাক্সিলেরোমিটার, জিরোস্কোপ, প্রক্সিমিটি সেনসর, হ্যাল সেনসর, টাচ সেনসর এবং ভয়েস পিকআপ ইউনিটি (ভিপিইউ)।
  • স্প্ল্যাশ অ্যান্ড ওয়াটার রেসিসট্যান্ট এই ইয়ারবাডস। এই ডিভাইসে রয়েছে IPX7 certification।
  • এই ইয়ারবাডসে রয়েছে two-way driver কনফিগারেশন। অর্থাৎ এক একটি ইয়ারবাডে রয়েছে একটি করে tweeter এবং একটি করে woofer।
  • তিনটি মাইক্রোফোন রয়েছে স্যামসাং গ্যালাক্সি বাডস ২- তে। এর মধ্যে দুটো মাইক্রোফোন এএনসি বা অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের জন্য ব্যবহৃত হয়।
  • AKG-tuned audio ফিচার রয়েছে স্যামসাং গ্যালাক্সি এই ইয়ারবাডসে।
  • গ্যালাক্সি বাডস ২ ডিভাইসে রয়েছে ব্লুটুথ ভি ৫.২ কানেক্টিভিটি। ছয়টি আলাদা আলাদা equaliser সেটিংস রয়েছে এই ইয়ারবাডসে। সেই সমস্ত সেটিংস নিয়ন্ত্রিত হবে এই ইয়ারবাডসের সঙ্গে সংযুক্ত হওয়া স্মার্টফোনের মাধ্যমে।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ সিরিজ, গ্যালাক্সি ওয়াচ ৪ আর গ্যালাক্সি ওয়াচ ৪ ক্লাসিকের দাম কত?

Next Article