ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ সিরিজ, গ্যালাক্সি ওয়াচ ৪ আর গ্যালাক্সি ওয়াচ ৪ ক্লাসিকের দাম কত?
ভারতে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ সিরিজের দু'টি স্মার্ট ওয়াচ গ্যালাক্সি ওয়াচ ৪ এবং গ্যালাক্সি ওয়াচ ৪ ক্লাসিক- এই দুই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে।
ভারতে লঞ্চ হয়েছে গ্যালাক্সি ওয়াচ ৪ সিরিজ। এই স্মার্ট ওয়াচের সিরিজে দুটো মডেল লঞ্চ করেছেন স্যামসাং গ্যালাক্সি কর্তৃপক্ষ। এই সিরিজে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ এবং স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ ক্লাসিক। এই দুই স্মার্ট ওয়াচের মধ্যে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। অর্থাৎ এই ঘড়িতে রয়েছে অ্যালুমিনিয়াম বিল্ড বডি। ৪০ মিলিমিটার এবং ৪৪ মিলিমিটারের ডায়াল সাইজ রয়েছে গ্যালাক্সি ওয়াচ ৪- এর দু’টি ভ্যারিয়েন্টে। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ ক্লাসিক মডেলে রয়েছে স্টেনলেস স্টিলের বডি। অর্থাৎ এই ঘড়ি স্টেনলেস স্টিল দিয়ে নির্মিত। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ ক্লাসিক সিরিজের ঘড়ির ক্ষেত্রে ৪২ মিলিমিটার এবং ৪৬ মিলিমিটারের ডায়াল সাইজ রয়েছে।
ভারতে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ সিরিজের দাম-
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ (ব্লুটুথ অনলি মডেল)- এর ৪০ মিলিমিটার ডায়াল সাইজের ঘড়ির দাম ২৩,৯৯৯ টাকা। অন্যদিকে, ৪৪ মিলিমিটার ডায়াল সাইজের ব্লুটুথ অনলি ফিচার যুক্ত ঘড়ির দাম ২৬,৯৯৯ টাকা। এর পাশাপাশি এলটিই পরিষেবা যুক্ত ৪০ মিলিমিটার ডায়ালের ঘড়ির দাম ২৮,৯৯৯ টাকা। আর এই একই পরিষেবা যুক্ত ৪৪ মিলিমিটার ডায়ালের ঘড়ির দাম ৩১,৯৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ (৪০ মিলিমিটার ডায়াল সাইজের ঘড়ি) পাওয়া যাচ্ছে কালো, গোলাপি, সোনালি এবং রুপোলি রঙে। আর গ্যালাক্সি ওয়াচ ৪ (৪৪ মিলিমিটার ডায়াল সাইজের ঘড়ি) পাওয়া যাচ্ছে কালো, সবুজ এবং রুপোলি রঙে।
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ ক্লাসিক ভ্যারিয়েন্টের ৪২ মিলিমিটার ডায়ালের ব্লুটুথ যুক্ত মডেলের দাম ৩১,৯৯৯ টাকা। আর ব্লুটুথ অনলি ৪৬ মিলিমিটার ডায়ালের মডেলের দাম ৩৪,৯৯৯ টাকা। এলটিই পরিষেবা যুক্ত ৪২ মিলিমিটার ডায়ালের ঘড়ির দাম ৩৬,৯৯৯ টাকা। আর এলটিই পরিষেবা যুক্ত ৪৬ মিলিমিটার ডায়ালের মডেলের দাম ৩৯,৯৯৯ টাকা। কালো এবং রুপোলি রঙে পাওয়া যাচ্ছে গ্যালাক্সি ওয়াচ ৪ ক্লাসিক সিরিজ।
ভারতে কবে থেকে কোথায় উপলব্ধ হবে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ সিরিজ-
আগামী ৩০ অগস্ট থেকে গ্যালাক্সি ওয়াচ ৪ এবং গ্যালাক্সি ওয়াচ ৪ সিরিজের প্রি-বুকিং শুরু হবে। আর এই স্মার্ট ওয়াচের বিক্রি শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট Samsung.com এবং দেশের অন্যান্য বড় রিটেলারের অনলাইন এবং অফলাইন স্টোরে এই স্মার্ট ওয়াচ কিনতে পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ সিরিজের প্রি-বুকিং অফার হিসেবে ছয় হাজার টাকার একটি ই-ভাউচার রয়েছে। এর পাশাপাশি দেশের প্রথম সারির ব্যাঙ্কের মাধ্যমে স্মার্ট ওয়াচ কিনলে তিন হাজার টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের কাছে।
আরও পড়ুন- Zoom App Update: এসে গেল জুমের নতুন একগুচ্ছ আপডেট, বিশেষ ফিচার থাকছে অ্যাপেল ইউজারদের জন্য