JioTag নিয়ে এসে তাক লাগাল Reliance Jio, দাম মাত্র 749 টাকা, খুঁজবে ফোন-ওয়ালেট-চাবি আরও কত কী
Reliance Jio-র এই নতুন ট্র্যাকিং ডিভাইস অর্থাৎ JioTag-এর দাম ভারতে 749 টাকা। ট্র্যাকিং গ্যাজেটটি ক্রয় করতে ক্রেতাদের যেতে হবে রিলায়েন্স জিও-র অফিসিয়াল ওয়েবসাইটে। যদিও, এমনিতে ডিভাইসটির MRP 2,499 টাকা। প্রাথমিক ভাবে লঞ্চ অফারে এত কম দামে আপনার কাছে তা তুলে দেওয়া হবে।

Reliance Jio এবার দেশের মার্কেটে আইটেম-ট্র্যাকিং ডিভাইস লঞ্চ করল, যার নাম JioTag। নাম শুনেই বোঝা যাচ্ছে, গ্যাজেটটি Apple AirTag-এর সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্যেই তৈরি করা হয়েছে। কোনও জিনিস হারিয়ে গেলে তা খুঁজে দিতে সাহায্য করবে এই JioTag নামের ট্র্যাকিং গ্যাজেট। মোদ্দা কথা, জিওট্যাগ হল Apple AirTag-এর সস্তা এবং ভারতীয় বিকল্প। ব্লুটুথের মাধ্যমেই যে কোনও হারিয়ে যাওয়া বস্তুকে ট্র্যাক করবে মুম্বইয়ের টেলিকম জায়ান্টের লেটেস্ট ডিভাইসটি। তাই, তার দামও খুব কম। কত কম দাম, কী-কী ফিচার রয়েছে, অ্যাপলের এয়ারট্যাগের সঙ্গে পার্থক্য কী, সেই সব কিছুই জেনে নেওয়া যাক।
JioTag: কত দাম
Reliance Jio-র এই নতুন ট্র্যাকিং ডিভাইস অর্থাৎ JioTag-এর দাম ভারতে 749 টাকা। ট্র্যাকিং গ্যাজেটটি ক্রয় করতে ক্রেতাদের যেতে হবে রিলায়েন্স জিও-র অফিসিয়াল ওয়েবসাইটে। যদিও, এমনিতে ডিভাইসটির MRP 2,499 টাকা। প্রাথমিক ভাবে লঞ্চ অফারে এত কম দামে আপনার কাছে তা তুলে দেওয়া হবে। ক্যাশ অন ডেলিভারি অপশনেও এই ডিভাইস ক্রয় করতে পারবেন কাস্টমাররা। তবে, আপাতত দেশের সিলেক্টেড কিছু পিন কোডেই ডিভাইসটি পৌঁছে দিতে পারবে Reliance Jio। সেই জায়গায় Apple AirTag কিন্তু অনেকটাই দামি। এয়ারট্যাগের দাম ভারতে 3,490 টাকা।
JioTag: ফিচার্স
Reliance Jio-র তরফ থেকে বলা হয়েছে, এই ডিভাইসটি টানা এক বছরের ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। হারিয়ে যাওয়া যে কোনও জিনিস খুঁজে দিতে পারে এই ডিভাইস। ট্র্যাকারটিতে ডাবল ট্যাপ করলেই আপনার ফোনে রিং করবে। আপনার ফোন যদি সাইলেট থাকে, সেই অবস্থাতেও তা রিং করবে ট্র্যাকারে দু’বার ট্যাপ করার মধ্যে দিয়ে।
কোম্পানির দাবি, ব্যবহারকারীরা তাঁদের ওয়ালেট, চাবি, বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি ভুলে গেলে একটি অ্যালার্টের মাধ্যমে তা মনে করিয়ে দেবে। পাশাপাশি সেটি যদি হারিয়ে যায়, তার লোকেশনও খুঁজে দেবে এই JioTag। ইন্ডোরে এই ট্র্যাকারের রেঞ্জ 20 মিটার পর্যন্ত এবং আউটডোরে রেঞ্জ 50 মিটার। ডিভাইসটি Bluetooth 5.1 কানেক্টিভিটি সাপোর্ট করে।
একটি কমিউনিটি ফাইন্ড ফিচারও রয়েছে JioTag-এ, যা ব্যবহারকারীদের শেষ বারের মতো ট্র্যাক করা লোকেশন সম্পর্কে জানাবে। ফোনের সঙ্গে ট্যাগ ডিসকানেক্ট হয়ে গেলেও তা জানাতে পারবে ডিভাইসটি। শুধু তাই নয়। JioTag-ও যদি চুরি হয়ে যায় বা অন্য কোথাও হারিয়ে যায়, তাহলে তারও ট্র্যাক করতে পারবে।
তবে সেই ট্র্যাকিংয়ের জন্য ব্যবহারকারীদের JioThings মোবাইল অ্যাপে গিয়ে রিপোর্ট করতে হবে। সেখান থেকেই জিও কমিউনিটি ফাইন্ড ফিচারটি ডিভাইসের লোকেশন খুঁজে দিতে সাহায্য করবে। Reliance Jio এই ডিভাইসের রিটেল বক্সের সঙ্গে একটি অতিরিক্ত ব্যাটারি এবং ল্যানইয়ার্ড কেবেল অফার করছে। এই ল্যানইয়ার্ড কেবেলের সাহায্যেই যে কোনও জিনিসের সঙ্গে JioTag অ্যাটাচ করা যাবে।
