Samsung Galaxy Laptop: ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি বুক ২ প্রো এবং গ্যালাক্সি বুক ২ প্রো ৩৬০, কবে লঞ্চ?

Samsung Galaxy Book 2 Pro and Samsung Galaxy Book 2 Pro 360: জানা গিয়েছে, ভারতে স্যামসাং গ্যালাক্সি বুক ২ প্রো এবং গ্যালাক্সি বুক ২ প্রো ৩৬০ লঞ্চ হবে ১৭ মার্চ সন্ধে ৬টায়। ইতিমধ্যেই এই দুই ল্যাপটপের জন্য প্রি-রিজার্ভেশন শুরু হয়েছে।

Samsung Galaxy Laptop: ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি বুক ২ প্রো এবং গ্যালাক্সি বুক ২ প্রো ৩৬০, কবে লঞ্চ?
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2022 | 10:03 AM

ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি বুক ২ প্রো (Samsung Galaxy Book 2 Pro) এবং গ্যালাক্সি বুক ২ প্রো ৩৬০ (Samsung Galaxy Book 2 Pro 360)। আগামী ১৭ মার্চ স্যামসাং গ্যালাক্সির এই দুটো ল্যাপটপ (Samsung Galaxy Laptop) লঞ্চ হবে ভারতে। স্যামসাংয়ের ওয়েবসাইট থেকে তেমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই দুই ল্যাপটপ প্রকাশ্যে এসেছিল গ্রাফাইট এবং সিলভার রঙে। এর পাশাপাশি গত সপ্তাহে অ্যামাজনের তরফে স্যামসাং গ্যালাক্সির এই দুটো ল্যাপটপের জন্য টিজার প্রকাশ করা হয়েছে। লেটেস্ট ইনটেল কোর আই৫ এবং কোর আই৭ প্রসেসর থাকবে স্যামসাং গ্যালাক্সির এই দুটো ল্যাপটপে। এর সঙ্গে যুক্ত থাকবে ৩২ জিবি পর্যন্ত র‍্যাম এবং উইন্ডোজ ১১ সাপোর্ট।

জানা গিয়েছে, ভারতে স্যামসাং গ্যালাক্সি বুক ২ প্রো এবং গ্যালাক্সি বুক ২ প্রো ৩৬০ লঞ্চ হবে ১৭ মার্চ সন্ধে ৬টায়। ইতিমধ্যেই এই দুই ল্যাপটপের জন্য প্রি-রিজার্ভেশন শুরু হয়েছে। ১৯৯৯ টাকার বিনিময়ে প্রি-রিজার্ভেশন করা যাবে। ১৬ মার্স রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত চলবে এই প্রি-রিজার্ভেশন। আর স্যামসাং গ্যালাক্সি এই দুই ল্যাপটপের জন্য প্রি-রিজার্ভেশন করা হলে বিক্রি শুরু হওয়ার পর ক্রেতারা প্রথমে কেনার সুযোগ পাবেন। অ্যামাজনে যেহেতু স্যামসাং গ্যালাক্সি বুক ২ প্রো এবং গ্যালাক্সি বুক ২ প্রো ৩৬০- এর টিজার প্রকাশ হয়েছিল, ফলে অনুমান যে লঞ্চের পর বিক্রি শুরু হলে অ্যামাজন থেকেই কিনতে পারবেন ক্রেতারা।

স্যামসাং গ্যালাক্সি বুক ২ প্রো এবং গ্যালাক্সি বুক ২ প্রো ৩৬০- এর সম্ভাব্য স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি বুক ২ প্রো- তে একটি ১৩.৩ ইঞ্চির এবং ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। এছাড়া ইন্টেল কোর আই৫ এবং কোর আই৭ প্রসেসর থাকতে পারে এই ল্যাপটপে। এছাড়াও থাকতে পারে ৩২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত NVMe SSD স্টোরেজ। এই ল্যাপটপে ডুয়াল স্টিরিয়ো স্পিকার থাকার সম্ভাবনা রয়েছে এবং সেখানে ডলবি অ্যাটমোস সাপোর্ট থাকতে পারে। কানেক্টিভিটি অপশন হিসেবে ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ভি৫.১ সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে স্যামসাং গ্যালাক্সি বুক ২ প্রো- তে। এছাড়াও থাকতে পারে থান্ডারবোল্ট ৪ পোর্ট, একটি টাইপ- সি ইউএসবি পোর্ট, একটি ইউএসবি ৩.২ টাইপ- এ পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক ও মাইক্রো এসডি কার্ড রিডার।

স্যামসাং গ্যালাক্সি বুক ২ প্রো ৩৬০ ল্যাপটপেও ১৩.৩ এবং ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড টাচস্ক্রিন ডিসপ্লে থাকতে পারে। এই ল্যাপটপের দুটো মডেলেই থাকতে পারে এস পেনের সাপোর্ট। এর সঙ্গে ইন্টেল কোর আই৫ এবং এই৭ প্রসেসর থাকার সম্ভাবনাও রয়েছে। আর প্রসেসরের সঙ্গে যুক্ত থাকতে পারে ৩২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত NVMe SSD স্টোরেজ। এই ল্যাপটপেও ডলবি অ্যাটমোস ফিচার সমেত ডুয়াল স্টিরিয়ো স্পিকার থাকতে পারে। কানেক্টিভিটি অপশন হিসেবে ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ভি৫.১ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে একটি থান্ডারবোল্ট ৪ পোর্ট, দুটো ইউএসবি ৩.২ টাইপ- সি পোর্ট একটি ৩.৫ এমএম হেডফোন জ্যাক এবং একটি মাইক্রো এসডি কার্ড রিডার।

আরও পড়ুন- Smart TV Under Rs 7000: মাত্র ৬,৯৯৯ টাকায় ৩২ ইঞ্চির দুর্ধর্ষ স্মার্টটিভি, অ্যামাজন ওয়েস্টিংহাউস ব্র্যান্ড ডে সেলে দুর্দান্ত অফার