১১ অগস্ট বুধবার স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি বাডস ২ ইয়ারবাডস। নতুন এই ট্রুওয়ারলেস স্টিরিয়ো ইয়ারবাডসে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। গ্যালাক্সি বাডস- এর সাকসেসর মডেল হিসেবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং নতুন গ্যালাক্সি বাডস ২ লঞ্চ করেছে। উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছে প্রথম গ্যালাক্সি বাডস। গত বছর অর্থাৎ ২০২০ সালে লঞ্চ হয়েছিল গ্যালাক্সি বাডস প্লাস। সেই ইয়ারবাডসের তুলনায় নতুন গ্যালাক্সি বাডস ২- এর বিভিন্ন ফিচার অনেক উন্নত ও আধুনিক। শুধু ফিচার নয় এই ইয়ারবাডসের ডিজাইন এবং ইয়ারবাড কেস (যেটায় ডিভাইস রাখা হয় সেই বাক্সটি)- এর ডিজাইনও আগের তুলনায় যথেষ্ট উন্নত ও আধুনিক।
স্যামসাং গ্যালাক্সি বাডস ২ -এর দাম কত?
স্যামসাং গ্যালাক্সির নতুন ইয়ারবাডস গ্যালাক্সি বাডস ২- এর দাম $149.99 (ভারতীয় মুদ্রায় প্রায় ১১,১০০ টাকা)। গ্র্যাফাইট, ল্যাভেন্ডার, অলিভ এবং সাদা- এই চার রঙে লঞ্চ হয়েছে গ্যালাক্সি বাডস ২। ভারতে স্যামসাংয়ের এই ইয়ারবাডস কবে লঞ্চ হবে সেই ব্যাপারে কিছু জানা যায়নি।
গ্যালাক্সি বাডস ২- এর বিভিন্ন বৈশিষ্ট্য-
আরও পড়ুন- আইওএস থেকে অ্যানড্রয়েডে পাঠানো যাবে ‘চ্যাট হিস্ট্রি’, হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে নতুন ফিচার