Samsung Galaxy Z Flip 3 Launch : স্যামসাংয়ের একগুচ্ছ নতুন প্রোডাক্ট আসছে ১১ অগাস্ট

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 07, 2021 | 7:31 AM

কোম্পানির তরফ থেকে Note-এর কোন নতুন মডেল লঞ্চের পরিকল্পনা জানানো হয়নি। তবে, বেশ কিছু ফোল্ডেবল ফোন আগামী দিনে আসতে চলেছে, এমনটাই অনুমান করা যাচ্ছে।

Samsung Galaxy Z Flip 3 Launch : স্যামসাংয়ের একগুচ্ছ নতুন প্রোডাক্ট আসছে ১১ অগাস্ট

Follow Us

স্যামসাং প্রায় তৈরি তাদের নতুন গালাক্সি লঞ্চের জন্য। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে তারা দুটো নতুন ফোল্ডেবল স্মার্টফোন, দুটো স্মার্ট ওয়াচ এবং একটা ওইয়ারলেস হেডফোন লঞ্চ করতে চলেছে ১১ অগাস্ট।

 

স্যামসাংয়ের তরফ থেকে জানানো হয়েছে যে গ্রাহকরা তাদের নতুন গ্যালাক্সি মডেলটি ২,০০০ টাকা দিয়ে অনলাইনে অগ্রিম বুকিং করতে পারবেন। যদি আপনি প্রি-বুকিং করতে চান তাহলে আপনাকে একটি ‘Next Galaxy VIP Pass’ দেওয়া হবে। পরে যখন আপনি ফোনটি কিনবেন তখন সেই ২,০০০ টাকা মোট দামের ওপর বাদ দেওয়া হবে।

 

স্যামসাং তাদের এই অনুষ্ঠানে Galaxy Z Flip 3 এবং Galaxy Z Fold 2 এই দুটি ফোন লঞ্চের কথা জানিয়েছে। এই ফোনগুলি অনেক বেশি শৌখিন আর অত্যাধুনিক সমস্ত টেকনোলোজি নিয়েই আসছে। ফোনগুলির মধ্যে অতি উন্নত মানের সফটওয়্যারও থাকছে। এছাড়াও Galaxy Watch 4 ও লঞ্চ করতে চলেছে। এটাই প্রথম স্মার্টওয়াচ হবে যার মধ্যে গুগলের Wear অপারেটিং সিস্টেম থাকছে। 

Samsung Galaxy Z Flip 3

সংস্থার তরফ থেকে এও জানানো হয়েছে যে তারা Samsung Galaxy Buds 2-ও এই ইভেন্টে লঞ্চ করতে পারে। এই ইয়ারফোনেও থাকছে বেশ কিছু আপগ্রেড, সাথে উন্নতমানের নয়েস ক্যানসেলেশনও থাকছে।

 

Galaxy S21-ও এদিন লঞ্চ হয়ে যেতেই পারত, তবে চিপের প্রতিকূলতার কারণে আপাতত এই লঞ্চ স্থগিত রাখা হয়েছে। Galaxy Note-এর ফ্যানদের এই বছরটা অপেক্ষায় কাটতে চলেছে। কারণ কোম্পানির তরফ থেকে Note-এর কোন নতুন মডেল লঞ্চের পরিকল্পনা জানানো হয়নি। তবে, বেশ কিছু ফোল্ডেবল ফোন আগামী দিনে আসতে চলেছে, এমনটাই অনুমান করা যাচ্ছে।

Next Article