দেশি SCAPE নিয়ে এল দুর্ধর্ষ Smart TV, মাত্র 13,990 টাকা থেকে শুরু, 86 ইঞ্চি পর্যন্ত QLED TV

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 02, 2022 | 4:40 PM

India's Own Smart TV: এবার সম্পূর্ণ ভাবে দেশে তৈরি স্মার্টটিভি লঞ্চ হয়ে গেল। OLED TV, QLED TV, থেকে বিভিন্ন রেঞ্জের স্মার্টটিভি রয়েছে। তাদের দাম ও ফিচার্স সংক্রান্ত যাবতীয় তথ্য সবিস্তারে জেনে নিন।

দেশি SCAPE নিয়ে এল দুর্ধর্ষ Smart TV, মাত্র 13,990 টাকা থেকে শুরু, 86 ইঞ্চি পর্যন্ত QLED TV
দুরন্ত লুক ও ফিচার্সের স্মার্টটিভি।

Follow Us

দেশের বাজারে তিনটি নতুন স্মার্টটিভি নিয়ে হাজির হল SCAPE TV। সেই টিভিগুলির গুরুত্ব হল, এগুলির সবই ভারতে নির্মিত। লেটেস্ট মডেলগুলির মধ্যে রয়েছে আইপিএস স্মার্ট টিভি, ওএলইডি টিভি এবং কিউএলইডি টিভি। নিয়মিত IPS স্মার্ট টিভিগুলির মধ্যে রয়েছে 32 ইঞ্চি, 40 ইঞ্চি, UHD 43 ইঞ্চি, UHD 50 ইঞ্চি এবং UHD 65 ইঞ্চি। এদের মধ্যে QLED টিভিতে 4k মেটাল সিরিজ দেওয়া হয়েছে। একাধিক সাইজ়ের অপশন রয়েছে এই টিভিগুলির। সেগুলি হল, 50 ইঞ্চি, 55 ইঞ্চি, 65 ইঞ্চি, 75 ইঞ্চি এবং 86 ইঞ্চি। অন্য দিকে আবার OLED টিভিতে শুধুমাত্র 65-ইঞ্চি মডেলই উপলব্ধ। এক নজরে দেখে নেওয়া যাক, স্কেপ টিভির নতুন মডেলগুলি দাম, ফিচার্স ও স্পেসিফিকেশনস সংক্রান্ত যাবতীয় তথ্য।

IPS SmartTV রেঞ্জের বৈশিষ্ট্য:

  1. 32-ইঞ্চি মডেলটি একটি 4K রেডি স্মার্ট এলইডি টিভি। এটির রেজোলিউশন 1366 x 768 পিক্সেল। এর দাম 13,990 টাকা। এই টিভিতে একটি এইচডি রেডি স্ক্রিন রয়েছে। 2টি স্পিকার সাপোর্ট করে যেগুলি 10W এর। এটি অ্যান্ড্রয়েড 9.0 ক্লাউডে কাজ করে। এতে রয়েছে 1GB RAM এবং 8GB পর্যন্ত স্টোরেজ।
  2. দ্বিতীয় মডেলটি 40 ইঞ্চির যা 4K রেডি স্মার্ট এলইডি টিভি। এর রেজোলিউশন 1366 x 768 পিক্সেল। 16,990 টাকা দামে এই স্মার্টটিভি লঞ্চ করা হয়েছে। এটি 2 স্পিকার সাপোর্ট করে। আদের মডেলটির মতো এটিও অ্যান্ড্রয়েড 9.0 ক্লাউডে কাজ করে। রয়েছে 1GB RAM এবং 8GB পর্যন্ত স্টোরেজ।
  3. তৃতীয় UHD মডেলটি হল 43 ইঞ্চির যা 4K রেডি স্মার্ট LED সাপোর্টেড। এই স্মার্টটিভির রেজ়োলিউশন 1920 x 1080 পিক্সেলস, দাম 24,500 টাকা। 2টি স্পিকার সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড 9.0 ক্লাউডে কাজ করবে। রয়েছে 1GB RAM এবং 8GB পর্যন্ত স্টোরেজ।
  4. UHD 50-ইঞ্চির 4K স্মার্ট এলইডি টিভিও তালিকায় রয়েছে, যার দাম 35,000 টাকা। এতে Android 11 দেওয়া হয়েছে। একটি এএমপি চিপ রয়েছে। 2GB RAM এবং 16GB স্টোরেজ দেওয়া হয়েছে এই স্মার্টটিভিতে।
  5. 3840 x 2160 পিক্সেল রেজোলিউশন সহ 55 ইঞ্চির আলট্রা এইচডি স্মার্ট এলইডি টিভি। এর দাম 39,990 টাকা। এটিতে একটি AMP চিপের পাশাপাশি 2GB RAM এবং 16GB স্টোরেজ রয়েছে। এই স্মার্টটিভির সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, তার ম্যাজিক ভয়েস রিমোট।
  6. 65-ইঞ্চি আলট্রা-এইচডি স্মার্ট এলইডি টিভি মডেলটির দাম 59,000 টাকা। Android 11-এ কাজ করবে এই টিভি। রয়েছে ডলবি ডিজিটাল প্লাস, ডিটিএস ট্রুসারাউন্ড সার্টিফাইড অডিও। এই টিভির সঙ্গেও রয়েছে ম্যাজিক রিমোটও রয়েছে। Netflix, Sony Liv, Amazon Prime Video, Eros Now, YouTube, Hungama Play, Disney + Hotstar-এর মতো অ্যাপগুলি এই সবক’টি টিভিতেই সাপোর্ট করবে।

OLED TV রেঞ্জের ফিচার্স

এই স্মার্টটিভির কেবল মাত্র একটাই মডেল রয়েছে – 65 ইঞ্চির। একটি 4k UHD + HDR স্ক্রিন রয়েছে যার পিক্সেল রেজোলিউশন 3840 x 2160। টিভিটির দাম 1,29,990 টাকা। Whale OS Android 9.0 অপারেটিং সিস্টেমে কাজ করবে টিভিটি। রয়েছে, 60W-এর 2টি স্পিকার। 2GB RAM এবং 32GB স্টোরেজ সাপোর্টেড এই স্মার্টটিভিতে নেটফ্লিক্স, সনি লিভ, অ্যামাজন প্রাইম ভিডিয়ো, লাট্টু কিডস, ইরোস নাও, ইউটিউব, হাঙ্গামা প্লে, ডিজ়নি + হটস্টারের মতো সমস্ত অ্যাপ সাপোর্ট করবে।

QLED TV রেঞ্জের ফিচার্স

  1. এই রেঞ্জের সবথেকে কম 50-ইঞ্চি সাইজ়ের 4K মেটাল টিভি রয়েছে যার দাম 45,990 টাকা। এটি 40W এর 2টি স্পিকার সাপোর্ট করে। রয়েছে একটি আইপিএস প্যানেল। 2GB পর্যন্ত RAM এবং 16GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। Whale OS-এ কাজ করবে। এতে একটি IR LG ইম্পোর্টেড রিমোট দেওয়া হয়েছে।
  2. তার ঠিক পরেরটিই 55-ইঞ্চি 4K মেটাল টিভি, যার দাম 54,990 টাকা। 50W এর 2টি স্পিকার সাপোর্ট করে এই স্মার্টটিভি। 2GB RAM এবং 16GB পর্যন্ত স্টোরেজ অপশন উপলব্ধ। Whale OS এ কাজ করবে টিভিটি। একটি IR LG ইম্পোর্টেড রিমোট দেওয়া হয়েছে।
  3. তৃতীয় মডেলটি 65 ইঞ্চির এবং এটি একটি 4K মেটাল টিভি, যার দাম 73,990 টাকা। এতে একটি 50W স্পিকার দেওয়া হয়েছে। 2GB RAM এবং 16GB পর্যন্ত স্টোরেজ অপশন উপলব্ধ। সফ্টওয়্যারের দিক থেকে এই টিভিও হোয়েল অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে এবং আইআর এলজি ইম্পোর্টেড রিমোট দেওয়া হয়েছে।
  4. তার ঠিক পরের সাইজ়টিই হল, 75 ইঞ্চির 4K মেটাল টিভি। এই স্মার্টটিভির দাম 1,25,990 টাকা। হোয়েল অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এই স্মার্টটিভি। 2টি স্পিকার রয়েছে যা 55W আউটপুট সাপোর্টেড। এতে 2GB RAM এবং 16GB পর্যন্ত স্টোরেজ রয়েছে।
  5. 86 ইঞ্চির একটি মডেল রয়েছে, সেটিও একটি 4K মেটাল টিভি। এই টিভির দাম 2,49,990 টাকা। এই টিভিতে রয়েছে একটি 55W স্পিকার। 3GB পর্যন্ত RAM এবং 32GB স্টোরেজ সাপোর্ট করে এই টিভি। Netflix, Sony Liv, Amazon Prime Video, Lattu Kids, Eros Now, YouTube, Hungama Play, Disney + Hotstar-এর মতো যাবতীয় ওটিট অ্যাপ সাপোর্ট করবে এই টিভি।
Next Article