Whatsapp-এ এবার এডিট করতে পারবেন মেসেজ, পাঠানোর পরেও থাকবে সুযোগ

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jun 01, 2022 | 7:19 PM

Wabetainfo সম্প্রতি কিছু স্ক্রিনশট শেয়ার করেছে যার থেকে WhatsApp- এর নতুন এডিট অপশনের সম্পর্কে আন্দাজ করা যাচ্ছে।

Whatsapp-এ এবার এডিট করতে পারবেন মেসেজ, পাঠানোর পরেও থাকবে সুযোগ
ছবি প্রতীকী।

Follow Us

নতুন ফিচার চালু হতে চলেছে WhatsApp-এ। এবার আসতে চলেছে নতুন এডিট বাটন। আপাতত বিটা ভার্সান অ্যাপের জন্য এই এডিট বাটন ফিচারের টেস্টিং করা হচ্ছে। এখনও পর্যন্ত WhatsApp- এ সক্রিয় ভাবে কোনও এডিট অপশন নেই। এখন ইউজার কাউকে কোনও মেসেজ পাঠিয়ে ফেললে সেটা শুধুমাত্র ‘ডিলিট’ করার অপশন রয়েছে। এডিট করার অপশন নেই। কিন্তু WhatsApp- এর আসন্ন ফিচারের সাহায্যে মেসেজ এডিট করতে পারবেন ইউজাররা। এমনকি মেসেজ পাঠানো হয়ে গেলেও তা এডিট করার সুযোগ পাবেন ইউজাররা। Wabetainfo নামের একটি সংস্থা যারা WhatsApp- এর সমস্ত খুঁটিনাটি আপডেট প্রকাশ, তাদের নজরেই প্রথম এসেছিল এই এডিট অপশন।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হল WhatsApp। দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে সংযুক্ত করার জন্য এই WhatsApp খুবই প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া মাধ্যম। কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপ মেসেজের ক্ষেত্রে নতুন রিঅ্যাকশন ফিচার চালু করেছেন কর্তৃপক্ষ। এক্ষেত্রে ইউজার মেসেজের নিরিখে অর্থাৎ মেসেজ কেমন তা বুঝে রিঅ্যাকশন দেওয়া যাবে। এবার এই মেসেজের ক্ষেত্রেই নতুন এডিট অপশন চালু করতে চলছে WhatsApp সংস্থা। পাঁচ বছর আগে এই নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। অবশেষে এই ফিচার চালু হতে চলেছে WhatsApp- এ।

Wabetainfo সম্প্রতি কিছু স্ক্রিনশট শেয়ার করেছে যার থেকে WhatsApp- এর নতুন এডিট অপশনের সম্পর্কে আন্দাজ করা যাচ্ছে। ওই স্ক্রিনশটে দেখা গিয়েছে, একটি মেসেজ সিলেক্ট করলে সেখানে এডিট অপশন দেখা যাচ্ছে। যে মেসেজ আপনি পাঠিয়ে দিয়েছেন কাউকে, সেটাও এডিট করা যাবে। এই এডিট অপশনের সাহায্যে মেসেজ পাঠানোর আগে কিংবা পাঠিয়ে দেওয়া মেসেজের বানান বা অন্য কোনও ত্রুটি থাকলে তা সংশোধন করা যাবে। বর্তমানের ফিচার অনুসারে শুধু আপনি মেসেজ ডিলিট করার অপশন পাবেন। সেখানে ‘ডিলিট ফর মি’ এবং ‘ডিলিট ফর এভরিওয়ান’ এই দুটো অপশন পাবেন ইউজাররা।

আপাতত WhatsApp- এর অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে এই এডিট ফিচারের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন কর্তৃপক্ষ। আগামী দিনে আইওএস ভার্সান এবং ডেস্কটপের ক্ষেত্রেও এই এডিট ফিচারের পরীক্ষা নিরীক্ষা করে তা চালু করবেন হোয়াটসঅ্যাঅ কর্তৃপক্ষ। এর পাশাপাশি এও শোনা যাচ্ছে যে, হোয়াটসঅ্যাপ মেসেজের রিঅ্যাকশনের ক্ষেত্রেও ‘স্কিন টোন’ অপশন চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা, যেমনটা থাকে হোয়াটসঅ্যাপের কিছু ইমোজির ক্ষেত্রেও।

Next Article