SmokeMon Smart Necklace: সিগারেটের নেশা ছাড়াবে এই স্মার্ট নেকলেস! সারাদিনে কতবার সুখটান, তুলে ধরবে নিখুঁত হিসেব

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 16, 2023 | 7:55 PM

New Device To Quit Smoking: ধূমপান ত্যাগ করার একটি স্মার্ট উপায় নিয়ে এসেছেন নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির কয়েকজন গবেষক। তাঁরা একটি স্মার্ট নেকলেস তৈরি করেছেন, যা আপনাকে ধূমপান ত্যাগে সাহায্য করতে পারবে।

SmokeMon Smart Necklace: সিগারেটের নেশা ছাড়াবে এই স্মার্ট নেকলেস! সারাদিনে কতবার সুখটান, তুলে ধরবে নিখুঁত হিসেব
সিগারেটের নেশা ছাড়াবে এই স্মার্ট নেকলেস।

Follow Us

Smart Necklace To Quit Smoking: অনেকেই ধূমপান ছাড়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেন না। একদিন বা বড়জোর ত্যাগ করে আবার দোকানে সিগারেট কিনতে ছোটেন মানুষজন। এবার ধূমপান ত্যাগ করার একটি স্মার্ট উপায় নিয়ে এসেছেন নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির কয়েকজন গবেষক। তাঁরা একটি স্মার্ট নেকলেস তৈরি করেছেন, যা আপনাকে ধূমপান ত্যাগে সাহায্য করতে পারবে। ব্যবহারকারীদের এই ডিভাইসটি গলায় পরতে হবে। নেকলেসে রয়েছে নীল রঙের একটি ঝুলন্ত বস্তু, যা কিছুটা দুলের মতো। ওই নীল অংশটাই ব্যবহারকারীকে বোঝায় যে, তিনি প্রয়োজনের তুলনায় বেশি ধূমপান করছেন।

কী নাম এই ডিভাইসের?

ডিভাইসটির নাম স্মোকমন (SmokeMon)। এটি ধূমপায়ীর গোপনীয়তার সম্পূর্ণ যত্ন নেয়। ডিভাইসটি শুধুমাত্র হিট ট্র্যাক করতে পারে, কোনও ভিজ়ুয়াল নয়। শুধু তাই নয়। ডিভাইসটি ওজনেও এত হাল্কা যে, তা পরে আরামদায়ক বোধ করবেন ব্যবহারকারীরা। লেখকরা গবেষণাপত্রে উল্লেখ করেছেন যে, স্মোকমন বুকে রাখার মতো একটি তাপ সংবেদনশীল পরিধানযোগ্য সিস্টেম, যা পরিধানকারী এবং সিগারেটের আশেপাশের টেম্পোরাল এবং থার্মাল ইনফর্মেশন ক্যাপচার করতে পারে। এবং তার মধ্যে দিয়ে একজন ধূমপায়ীর সারাদিনের ধূমপানের ঘটনাগুলি নির্বিচারে এবং নিষ্ক্রিয়ভাবে সনাক্ত করতে পারে।

SmokeMon: কীভাবে কাজ করে এই ডিভাইস?

একজন ব্যক্তি যখন ধূমপান করেন, তখন তার গলায় ঝুলতে থাকা এই নীল রঙের ডিভাইসটি হাল্কা সবুজ থেকে হাল্কা নীল আলো নির্গত করে। বেশি সিগারেট খাওয়া হলে এটি বেগুনি বর্ণের সঙ্গে নীল আলো নির্গমন করে। 13 ফেব্রুয়ারি সিগারেট ছাড়াতে সহায়ক SmokeMon সম্পর্কে নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির একটি গবেষণাপত্র প্রকাশিত করেছে। সেখানে বলা হয়েছে, গলায় পরা দুলটি আসলে ধূমপানের ফলে উৎপন্ন তাপের লক্ষণগুলিকে চিনতে পারে এবং বলে দেয় কতগুলি সিগারেট খাওয়া হয়েছে। পাশাপাশি দুটো সিগারেট খাওয়ার মধ্যে ধূমপায়ী কতটা বিরতি নিয়েছেন, তা-ও হুবহু বলে দিতে পারে SmokeMon। এইরকম বিভিন্ন সংকেতের মাধ্যমেই সিগারেট স্মোকিং ছাড়াতে পারে এই ডিভাইস।

SmokeMon: স্মোকিং টপোগ্রাফি কৌশল ব্যবহর করে

SmokeMon নামক ডিভাইসটি আসলে স্মোকিং টপোগ্রাফি কৌশল ব্যবহার করে। একজন মানুষ যখন সিগারেট জ্বালিয়ে তা মুখের কাছে নিয়ে গিয়ে শ্বাস নেয়, কতক্ষণ তা ভিতরে রাখে এবং দুই পাফের মধ্যবর্তী সময়টিকেই বলা হয় স্মোকিং টপোগ্রাফি। এই স্মোকমন হল একটি আদ্যপান্ত স্মোকিং টপোগ্রাফি ডিভাইস (Smoking Topography Device)।

স্মোকিং টপোগ্রাফি কেন গুরুত্বপূর্ণ

মূলত দুটি কারণে স্মোকিং টপোগ্রাফি হল খুবই গুরুত্বপূর্ণ। একজন ধূমপায়ী একটা সিগারেটের মধ্যে দিয়ে কতটা কার্বন মনোক্সাইড গ্রহণ করেছেন, তা খুঁজে বের করা হয় স্মোকিং টপোগ্রাফির মাধ্যমে। এছাড়াও ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের রোগ, স্ট্রোক, সিওপিডি, ডায়াবিটিস এবং রাসায়নিকের সংস্পর্শের মধ্যে সম্পর্ক খুঁজে বের করতেও সাহায্য করে এই পদ্ধতি।

Next Article