Sony Bravia সিরিজ়ের 4K HDR স্মার্টটিভি লঞ্চ হল, দাম শুরু 1 লাখ টাকা থেকে

BZ40L, BZ35L এবং BZ30L- এই তিনটি সিরিজ়ের মোট 13টি নতুন স্মার্টটিভি নিয়ে হাজির হল Sony। এই সিরিজ়ের টিভির দাম শুরু হচ্ছে 100,000 টাকা থেকে এবং এক্কেবারে রাই-রেঞ্জ মডেলের দাম 700,000 টাকা। 25 অগস্ট থেকে টিভিগুলি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Sony Bravia সিরিজ়ের 4K HDR স্মার্টটিভি লঞ্চ হল, দাম শুরু 1 লাখ টাকা থেকে
এসে গেল নতুন Sony Bravia TV।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2023 | 3:53 PM

Sony তার Bravia ডিসপ্লের নতুন রেঞ্জ উন্মোচন করল ভারতে। BZ40L, BZ35L এবং BZ30L- এই তিনটি সিরিজ়ের মোট 13টি নতুন স্মার্টটিভি নিয়ে হাজির হল Sony। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই টেলিভিশনগুলি কমার্শিয়াল ক্ষেত্রে ভাল পিকচার কোয়ালিটি দিতে পারে এবং অন্যান্য মডেলের তুলনায় আরও সামঞ্জস্যপূর্ণ। 43 ইঞ্চি থেকে শুরু করে 85 ইঞ্চি পর্যন্ত বিভিন্ন সাইজ়ের রেঞ্জ রয়েছে এই স্মার্ট টেলিভিশনের।

Sony Bravia সিরিজ়ের নতুন মডেলগুলির সাইজ় যথাক্রমে –

BZ40L সিরিজ়

– FW-85BZ40L (85 ইঞ্চি) – FW-75BZ40L (75 ইঞ্চি) – FW-65BZ40L (65 ইঞ্চি) – FW-55BZ40L (55 ইঞ্চি)

BZ35L সিরিজ়

– FW-75BZ35L (75 ইঞ্চি) – FW-65BZ35L (65 ইঞ্চি) – FW-55BZ40L (55 ইঞ্চি)

BZ35L সিরিজ়

– FW-75BZ35L (75 ইঞ্চি) – FW-65BZ35L (65 ইঞ্চি) – FW-55BZ35L (55 ইঞ্চি)

BZ30L সিরিজ়

– FW-85BZ30L (85 ইঞ্চি) – FW-75BZ30L (75 ইঞ্চি) – FW-65BZ30L (65 ইঞ্চি) – FW-55BZ30L (55 ইঞ্চি) – FW-50BZ30L (50 ইঞ্চি) – FW-43BZ30L (43 ইঞ্চি)

এই 13টি টেলিভিশন মডেলই তৈরি করা হয়েছে SORPLASTM রিসাইকেলড প্লাস্টিক ব্যবহার করে। তবে বর্জ্যের পরিমাণ কমাতে ইঙ্কের ব্যবহারও কমানো হয়েছে। দেওয়া হয়েছে একটি ইকো ড্যাশবোর্ড, যা ইউজারদের পাওয়ার কনজ়াম্পশন সম্পর্কে তথ্য দিতে সাহায্য করবে। 24/7 অপারেশন, প্রিসেট সেটিংসের মাধ্যনে সিমপ্লিফায়েড কনফিগারেশন, মিররিং ক্যাপাবিলিটি, অপারেশন সহজ করতে প্রো মোড টেকনোলজি, একটি ইউনিফর্ম বেজ়েল ডিজ়াইন, টিল্ট মাউন্টিং এবং সিমলেস টিলিংয়ের জন্য মাল্টি ডিসপ্লে ইনস্টেশন দেওয়া হয়েছে। BZ40L এবং BZ35L এই দুই সিরিজ়েই 32GB পর্যন্ত স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে।

Sony Alliance পার্টনার নেটওয়ার্ক ব্যবহার করে BRAVIA ডিসপ্লে সিরিজ়টি চমৎকার ভাবে ইন্টিগ্রেট করতে পারে। বিভিন্ন ইনবিল্ট অ্যাপ রয়েছে এতে। কর্পোরেট থেকে শুরু করে এডুকেশন, ট্রান্সপোর্টেশন এবং রিটেল সেক্টর সহ একাধিক অ্যাপ এই স্মার্ট টেলিভিশনে দেওয়া হয়েছে।

এই সিরিজ়ের টিভির দাম শুরু হচ্ছে 100,000 টাকা থেকে এবং এক্কেবারে রাই-রেঞ্জ মডেলের দাম 700,000 টাকা। 25 অগস্ট থেকে টিভিগুলি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।