Flipkart-এ চলে এল দুর্দান্ত অফার, মাত্র 4790 টাকায় ঘরে নিয়ে আসুন ওয়াশিং মেশিন

Affordable Washing Machine: আপনাকে একটি অটোমেটিক ওয়াশিং মেশিন কিনে হলে 8000 থেকে 9000 টাকা খরচ করতে হবে। কিন্তু বর্তমানে Flipkart-এ সেল চলছে, সেই সেলে আপনি 5000 টাকার কমে একটি ওয়াশিং মেশিন কিনে ফেলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কোন ওয়াশিং মেশিনে ছাড় দেওয়া হচ্ছে?

Flipkart-এ চলে এল দুর্দান্ত অফার, মাত্র 4790 টাকায় ঘরে নিয়ে আসুন ওয়াশিং মেশিন
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 9:30 PM

Flipkart Sale: আজকাল অনেকের বাড়িতেই ওয়াশিং মেশিন রয়েছে। কর্ম ব্যস্ত জীবনে সময় বাঁচাতে ওয়াশিং মেশিনের কোনও বিকল্প নেই। আজকাল সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিনের জায়গায় অটোমেটিক ওয়াশিং মেশিনই ব্যবহার করতে পছন্দ করেন অনেকেই। অটোমেটিক ওয়াশিং মেশিন চালানো খুব সহজ। কারণ আপনাকে শুধু চালু করতে হবে। আর তারপরে ওয়াশিং মেশিন নিজেই কাপড় পরিষ্কার করে দেবে। এমনকি এতে জামা-কাপড় শুকিয়েও যায়। তবে অটোমেটিক ওয়াশিং মেশিন সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিনের চেয়ে একটু বেশি দামী।

আপনার মনে হতে পারে, এখন যদি আপনি একটি অটোমেটিক ওয়াশিং মেশিন কিনতে যান, তাহলে অনেক টাকা খরচ করতে হবে। তবে আপনাকে এমন একটি অফারের কথা জানানো হবে, যাতে আপনি অনেক কমেই অটোমেটিক ওয়াশিং মেশিন কিনে নিতে পারবেন। এমনিতে আপনাকে একটি অটোমেটিক ওয়াশিং মেশিন কিনে হলে 8000 থেকে 9000 টাকা খরচ করতে হবে। কিন্তু বর্তমানে Flipkart-এ সেল চলছে, সেই সেলে আপনি 5000 টাকার কমে একটি ওয়াশিং মেশিন কিনে ফেলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কোন ওয়াশিং মেশিনে ছাড় দেওয়া হচ্ছে?

আপনি Jas washing machine-টি অফারে কিনতে পারবেন। এটি একটি 7 কেজি ওয়াশিং মেশিন। এতে ফাইভ স্টার রেটিং রয়েছে। এটি সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিন। আধা অটোমেটিক হওয়ায়, আপনি এতে টাইমিং রেগুলেটর পাবেন। এই ওয়াশিং মেশিনটিতে 1350 rpm এর ড্রায়ার স্পিন স্পিড পাওয়া যায়। এতে আপনার জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকোতে সাহায্য করবে। এমনকি আপনি জামা কাপড় কাচার পরে সেটিকে শুকিয়েও নিতে পারবেন। তার জন্য শুধু সেটিংস-এ গিয়ে ড্রাই মোড অন করলেই কাজ শেষ। মেশিনটি নিজে থেকেই সমস্ত জমে থাকা জল বের করে দেবে। আর আপনার জামা কাপড় শুকনো করে দেবে।

দাম কত?

এই ওয়াশিং মেশিনটিতে আপনি 36% ছাড়ে 6990 টাকায় ফ্লিপকার্টে তালিকাভুক্ত করা হয়েছে। এই ওয়াশিং মেশিনটিতে অনেক অফার দেওয়া হয়েছে। ফলে আপনি মাত্র 4790 টাকায় বিশাল ডিসকাউন্টে কিনতে পারবেন। কারণ এই ওয়াশিং মেশিনে 2200 টাকার এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।