Xstream AirFiber লঞ্চ করল Airtel, দেশের প্রথম ওয়্যারলেস 5G ওয়াই-ফাই, খরচ মাত্র 799 টাকা
Airtel Xstream AirFiber: এই ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেসের মাধ্যমে এমন কিছু এলাকায় ব্যবহারকারীরা 5G ইন্টারনেটের অ্যাক্সেস পাবেন, যেখানে ফাইবার পৌঁছানো কোম্পানির জন্য সত্যিই চ্যালেঞ্জিং। Airtel জানিয়েছে, পর্যাক্রমিক ভাবে দেশের অন্যত্র এই পরিষেবা লঞ্চ করা হবে।
Airtel Latest News: দেশবাসীকে দ্রুত গতির 5G ইন্টারনেটের স্বাদ দিতে বড় ঘোষণা করল Bharti Airtel। টেলিকম সংস্থাটি Airtel Xstream AirFiber লঞ্চ করল, যা একটি ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস বা FWA। আপাতত দিল্লি ও মুম্বইয়ের এয়ারটেল ব্যবহারকারীদের জন্য এই পরিষেবা লঞ্চ করা হয়েছে। পরবর্তীতে তা দেশের অন্যান্য প্রান্তে লঞ্চ করা হবে। এই ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেসের মাধ্যমে এমন কিছু এলাকায় ব্যবহারকারীরা 5G ইন্টারনেটের অ্যাক্সেস পাবেন, যেখানে ফাইবার পৌঁছানো কোম্পানির জন্য সত্যিই চ্যালেঞ্জিং। Airtel জানিয়েছে, পর্যাক্রমিক ভাবে দেশের অন্যত্র এই পরিষেবা লঞ্চ করা হবে।
বিগত 3-4 বছরে বাড়িতে Wi-Fi এর প্রয়োজনীয়তা ব্যাপক ভাবে দেখা দিয়েছে। এই মুহূর্তের ভারতের 34 মিলিয়ন বাড়িতে ফাইবার কানেকশন রয়েছে। আরও একটা বড় সংখ্যক ব্যবহারকারীর কাছে এই পরিষেবা পৌঁছে দিতেই Xstream AirFiber লঞ্চ করেছে Airtel। সংস্থার তরফ থেকে বলা হচ্ছে, “Airtel Xstream AirFiber হল দেশের প্রথম 5G ওয়্যারলেস ওয়াই-ফাই সলিউশন, যা ফাইবার ডার্ক এরিয়াতেও কাস্টমারদের ইন্টারনেট দিতে সাহায্য করবে। গ্রামীণ এবং শহুরে এলাকায় লাস্ট-মাইল কানেক্টিভিটির সমস্যা দূর করবে এই পরিষেবা, যেখানে ফাইবার পরিকাঠামো সত্যিই চ্যালেঞ্জিং।”
Airtel Xstream AirFiber ডিভাইসগুলি ভারতেই তৈরি করা হয়েছে এবং হচ্ছে কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রোগ্রামের অধীনে। Xstream AirFiber হল একটি প্লাগ অ্যান্ড প্লে ডিভাইস, যাতে ইন-বিল্ট ওয়াই-ফাই 6 প্রযুক্তি রয়েছে। একই সঙ্গে 64টি ডিভাইস কানেক্ট করতে পারে এটি এবং একটা বড় বাড়িতে বহুদূর পর্যন্ত কভারেজ দিতে পারে। এই এয়ারফাইবার প্রযুক্তির সুবিধা হল তা আপনার বাড়িতে 5G বেসড ব্রডব্যান্ড কানেকশনের চাহিদা মেটাবে। তার থেকেও বড় কথা হল, ওয়্যারলাইন কানেকশনের থেকেও এটি আরও উচ্চ-গতিতে বাড়িতে একাধিক ডিভাইসে কানেক্ট করার ক্ষমতা রাখে।
এই মুহূর্তে Airtel একটা এলাকায় ফাইবারের উপস্থিতি খুঁজতে 24 ঘণ্টা থেকে তিন দিন পর্যন্ত সময় নেয়। পাশাপাশি একটা বাড়িতে ওয়্যারলাইন কানেকশন পৌঁছে দিতে অন্যান্য সম্ভাবনাগুলিও দেখতে এই পরিমাণ সময়ই নেয় টেলিকম সংস্থাটি। সেই জায়গায় AirFiber পরিষেবার ক্ষেত্রে ডকুমেন্টেশন হয়ে গেলেই ঠিক তার পরের মুহূর্তে পরিষেবা পৌঁছে যায় গ্রাহকের কাছে।
এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থার তরফ থেকে বলা হচ্ছে, “Airtel Xstream AirFiber পরিষেবার প্রাথমিক প্ল্যানও খুব সস্তার, মাত্র 799 টাকা খরচ করতে হবে। তার পরিবর্তে মিলবে 100Mbps স্পিড। এই পরিষেবা নিতে গেলে গ্রাহকদের 2500 টাকার সিকিওরিটি ডিপোজ়িট দিতে হবে এবং প্ল্যানটি একবার রিচার্জ করলে ছয় মাস পর্যন্ত চলবে।”