ছবি প্রতীকী।
বছরের শেষ মাসে ভারতের গ্রাহকদের জন্য বিপুল পরিমানে ছাড়ের আয়োজন করেছেন সোনি ইন্ডিয়া কর্তৃপক্ষ। এই ইয়ার এন্ড সেল শুরু হয়েছে গত ১৬ ডিসেম্বর। আর এই সেল চলবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত। অ্যামাজন এবং ফ্লিপকার্ট ছাড়াও এই সেল চালু রয়েছে অফলাইন এবং ইলেকট্রনিক্সের দোকানে। এছাড়াও ক্রেতারা সোনির অফিশিয়াল অনলাইন স্টোরেও ছাড় পাবেন বলে জানা গিয়েছে। বড়সড় ছাড়ের পাশাপাশি ক্যাশব্যাক অফার, দু’বছরের ওয়ারেন্টি (নির্দিষ্টি সোনি ব্রাভিয়া টিভিতে) রয়েছে। সোনির ব্রাভিয়া টিভির পাশাপাশি অডিয়ো ডিভাইস যেমন ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস, হেডফোন এবং ব্লুটুথ স্পিকারে আসল দামের উপর ৬০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে।
কোথায় কত ছাড় রয়েছে, জেনে নিন সবিস্তারে
- নির্দিষ্ট ব্রাভিয়া মডেলে সোনি কোম্পানির বছর শেষের সেলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের ব্যবস্থা রয়েছে। প্রায় ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ও রয়েছে। এছাড়াও নির্দিষ্ট কয়েকটি সোনি ব্রাভিয়া টিভির মডেলে দু’বছরের ওয়ারেন্টি রয়েছে। এর মধ্যে রয়েছে Sony Bravia XR-65A8OJ IN5। এই টিভির রিটেল দাম ৩,৩৯,৯০০ টাকা। ছাড়ের পর পাওয়া যাচ্ছে ২,৬৫,৯৯০ টাকায়। এছাড়াও এই তালিকায় রয়েছে Sony Bravia KD-55X8OJ। এই টিভির রিটেল দাম ১,০৯,৯০০ টাকা। এখন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ৮৭,৩৯০ টাকায়।
- অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার সমেত সোনির হেডফোনেও রয়েছে ছাড়। এই তালিকায় রয়েছে Sony WH-1000XM4, যার দাম ২৯,৯৯০ টাকা থেকে কমে ২৪,৯৯০ টাকা হয়েছে। এর পাশাপাশি Sony WH-H910N- এও রয়েছে সেল। এর দাম ২৪,৯৯০ থেকে ৬০ শতাংশ কমে হয়েছে ৯৯৯৯ টাকা। অন্যদিকে Sony WH-CH710N এই হেডফোনের দাম ১৪,৯৯০ টাকা থেকে কমে হয়েছে ৭৯৯০ টাকা। এর পাশাপাশি WH-XB900N হেডফোনের দাম ১৯,৯৯০ টাকা থেকে কমে ৯৯৯০ টাকা হয়েছে।
- ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসেও ছাড়া দিচ্ছে সোনি সংস্থা। WF-1000XM3 TWS ইয়ারবাডসের দাম ১৯,৯৯০ টাকা থেকে কমে ৯৯৯০ টাকা হয়েছে। অন্যদিকে, Sony WF-SP800N TWS ইয়ারবাডসের দাম ১৮,৯৯০ টাকা থেকে কমে হয়েছে ১০,৯৯০ টাকা। Sony WF-XB700 এখন কেনা যাবে ১১,৯৯০ টাকার পরিবর্তে ৬৯৯০ টাকায়। এছাড়াও Sony WF-H800- এর দাম ১৬,৯৯০ টাকা থেকে কমে হয়েছে ৬৯৯০ টাকা।
- সোনির ব্লুটুথ স্পিকারেও রয়েছে ছাড়। SRS-XB13- সোনির এই ওয়্যারলেস ব্লুটুথ স্পিকারের দাম ৩৫৯০ টাকা। আসল দাম ছিল ৪৯৯০ টাকা।
- ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনের দামও কিন্তু কমেছে। যেমন- Sony WH-CH510 এবং WI-XB400 এখন পাওয়া যাচ্ছে যথাক্রমের ২৯৯০ এবং ২৭৯০ টাকায়। এদের আসল দাম ছিল ৪৯৯০ টাকা। এর পাশাপাশি Sony WI-C400- এর দাম ছিল ৩৯৯০ টাকা। তবে এখন ২৯৯০ টাকা। আর Sony WI-C310- র দাম ৩২৯০ টাকা থেকে কমে ১৯৯৯ টাকা হয়েছে।
আরও পড়ুন- iPad Pro 2022: ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, নচ ডিজাইনের ডিসপ্লে থাকতে পারে অ্যাপেলের আসন্ন ট্যাবে