iPad Pro 2022: ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, নচ ডিজাইনের ডিসপ্লে থাকতে পারে অ্যাপেলের আসন্ন ট্যাবে
আগামী বছর আইপ্যাড প্রো ২০২২ কবে লঞ্চ হতে পারে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। এই ডিভাইস দেখতে কেমন হতে পারে, কী কী ফিচার থাকতে পারে, দাম কত হতে পারে, স্পেসিফিকেশন কী কী--- কিছুই জানা যায়নি।
নতুন বছর আইপ্যাড প্রো ২০২২ লঞ্চের পরিকল্পনা করছে অ্যাপেল সংস্থা। শোনা যাচ্ছে, আগামী বছর অ্যাপেল সংস্থার হাই-এন্ড ট্যাবলেট পোর্টফোলিওতে জুড়তে চলেছে আইপ্যাড প্রো ২০২২- এর নাম। অনলাইনে এই নতুন ট্যাবের সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। চিনের একটি ওয়েবসাইটে আইপ্যাড প্রো ২০২২ প্রসঙ্গে বলা হয়েছে যে অ্যাপেলের আগামী আইপ্যাড প্রো মডেলে একটি নচ ডিজাইনের ডিসপ্লে দেখা যেতে পারে। এই প্রসঙ্গে অ্যাপেল কর্তৃপক্ষ অবশ্য আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করেননি। আইপ্যাড প্রো ২০২২ সম্পর্কিত কোনও তথ্যই এখনও অ্যাপেলের তরফে শেয়ার করা হয়নি। তবে বিভিন্ন সূত্রে শোনা গিয়েছে যে, অ্যাপেলের আগামী আইপ্যাড প্রো মডেলের পিছনের অংশে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকতে পারে। অর্থাৎ ডিজাইন হতে পারে অনেকটা আইফোন ১৩ সিরিজের মতো।
মাই ড্রাইভার্স সূত্রে জানা গিয়েছে যে, আইপ্যাড প্রো ২০২২ মডেলের ডিসপ্লের সব সাইডে সরু bezels থাকতে পারে। আর ডিসপ্লের উপর ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেটআপের জন্য নচ ডিজাইন থাকবে। আইফোন ১৩ এবং ম্যাকবুক প্রো (এম১ এবং এম১ ম্যাক্স চিপ- সহ) মডেলে যে ধরনের নচ ডিজাইন রয়েছে তেমনটাই থাকবে আইপ্যাড প্রো ২০২২ মডেলে। এছাড়াও শোনা গিয়েছে যে, আইপ্যাড প্রো ২০২২ মডেলে ১১ ইঞ্চি এবং ১২.৯ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে থাকতে। আবার শোনা গিয়েছে যে ডুয়াল লেয়ার OLED টেকনোলজি যুক্ত একটি LTPO ডিসপ্লে থাকতে পারে অ্যাপেলের আসন্ন এই ট্যাবে।
আগামী বছর আইপ্যাড প্রো ২০২২ কবে লঞ্চ হতে পারে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। এই ডিভাইস দেখতে কেমন হতে পারে, কী কী ফিচার থাকতে পারে, দাম কত হতে পারে, স্পেসিফিকেশন কী কী— কিছুই জানা যায়নি। তবে শোনা গিয়েছে যে, আইপ্যাড প্রো ২০২২ মডেলে টাইটানিয়াম অ্যালয় ব্যবহার হতে পারে। আর তা নিয়ে নাকি কাজ শুরু করে দিয়েছে অ্যাপেল সংস্থা। মূলত ভালো স্থায়িত্ব এবং স্ক্র্যাচ রেসিসট্যান্ট বা প্রতিরোধ গড়ে তোলার জন্য এই টাইটানিয়াম অ্যালয় ব্যবহার হবে।
অ্যাপেলের আইপ্যাড প্রো ২০২২ মডেলে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলের মতো রেয়ার ক্যামেরা মডিউল থাকতে পারে আইপ্যাড প্রো ২০২২ মডেলে। এছাড়াও এই ট্যাবে থাকতে পারে একটি LiDAR সেনসর। এর সাহায্যে ওই ট্যাবের AR পারফরম্যান্স দুর্দান্ত হওয়ার সুযোগ থাকবে। অন্যদিকে, আইপ্যাড প্রো ২০২২- এর ডিসপ্লেতে নচ ডিজাইন এবং ব্যাক প্যানেলে রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে শোনা গেলেও কত মেগাপিক্সেলের সেনসর থাকবে তা কিন্তু অজানাই রয়েছে।