Sony ভারতে একটি চমৎকার স্পিকার লঞ্চ করল, যার নাম SRS-XV800। লাউড মিউজ়িক যাঁরা শুনতে ভালবাসেন, তাঁদের জন্য এই Sony SRS-XV800 স্পিকারটি আদর্শ হতে চলেছে। সেই সঙ্গেই আবার এই স্পিকার আপনাকে খুব স্বচ্ছ সাউন্ডও শোনাবে। আপনি যদি পার্টি হোস্ট করতে চান, পছন্দের সিনেমা বা প্রিয় শো’য়ের রিয়্যাল সাউন্ড এক্সপিরিয়েন্স নিতে চান, সেক্ষেত্রে SRS-XV800 স্পিকারটি শক্তিশালী বাস্ (bass), রুম ফিলিং সাউন্ড এবং কাস্টমাইজ়েবল লাইটিং দিতে পারে।
সংস্থার তরফ থেকে বলা হয়েছে, SRS-XV800 এর অডিও সিগনেচার মূলত ভারতের জন্যই টিউন করা হয়েছে। ওমনি ডিরেকশনাল পার্টি সাউন্ড, এক্স-ব্যালেন্সড স্পিকার ইউনিট এবং পাঁচটি টুইটার রয়েছে, যা ডিপ, পাঞ্চি বাস্ এবং পরিষ্কার হাই-ফ্রিকোয়েন্সি সাউন্ড দিতে পারে বাড়ির প্রত্যেকটি প্রান্ত থেকে। স্পিকারটি দীর্ঘ সময়ের ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। একবার চার্জে 25 ঘণ্টার ব্যাটারি লাইফ উপভোগ করতে পারবেন কাস্টমাররা। কুইক চার্জিং ফাংশনের মতো জরুরি ফিচার রয়েছে এতে, যার মাধ্যমে আপনি মাত্র 10 মিনিটে 3 ঘণ্টার প্লেটাইম উপভোগ করতে পারবেন।
স্পিকারটি আপনার টিভি দেখার অভিজ্ঞতাই আরও ভাল করে তুলবে। আপনার টিভির সঙ্গে SRS-XV800 স্পিকারটি কানেক্ট করে তার দুটি রিয়ার টুইটার এবং এক্স-ব্যালেন্সড স্পিকার ইউনিটের সাহায্যে আপনার টিভির সাউন্ড কোয়ালিটি আরও চমৎকার হবে। টিভি সাউন্ড বুস্টার ফাংশনের সাহায্যে লাইভ পারফরম্যান্স থেকে শুরু করে সিনেমা সহ অন্যান্য ভিজ়ুয়াল কনটেন্টের আসল সাউন্ড এক্সপিরিয়েন্স নিতে পারবেন।
সবথেকে বড় কথা হল, এই স্পিকারটি পোর্টেবল অর্থাৎ যে কোনও জায়গায় আপনি এটিকে বহন করতে পারবেন। বিল্ট-ইন হুইল এবং হ্যান্ডেল রয়েছে স্পিকারটিতে। কারাওকে, গিটার ইনপুট, অত্যন্ত স্পর্শকাতর টাচ প্যানেল, ওয়াটার রেজ়িস্ট্যান্ট IPX4 রেটিং এবং ব্লুটুথ ফাস্ট পেয়ার কানেক্টিভিটি রয়েছে।
তবে এই স্পিকার যে শুধুই পার্টি স্পিকার, তা নয়। সেই সঙ্গেই আবার এটি পরিবেশ-বান্ধবও বটে। রিসাইকেলড প্ল্যাস্টিক মেটিরিয়াল ব্যবহৃত হয়েছে এর ডিজ়াইনে। দেশের সমস্ত SONY রিটেল স্টোর থেকে এই SRS-XV800 স্পিকারটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। পাশাপাশি ShopatSC.com পোর্টাল এবং দেশের নামজাদা বেশির ভাগ ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেই এই ডিভাইস কিনতে পারবেন কাস্টমাররা। Sony SRS-XV800 স্পিকারের দাম ভারতে 49,990 টাকা, যা আপনি 14 জুলাই থেকেই ক্রয় করতে পারবেন।