Laptops: ভারতে ৩০ হাজার টাকার কম দামে পাওয়া যায় এই কয়েকটি ল্যাপটপ, রইল তালিকা
মাঝামাঝি দামের মধ্যে ল্যাপটপ কিনবেন ভাবছেন? তাহলে ৩০ হাজার টাকার কমে ভারতে যেসব ল্যাপটপ পাওয়া যায়, সেই তালিকাটা দেখে নিন একনজরে।
করোনার সময় থেকেই ওয়ার্ক ফ্রম হোমের দাপট শুরু হয়েছে বিশ্বজুড়ে। আর এই ওয়ার্ক ফ্রম হোমের জেরেই ল্যাপটপ এখন প্রায় সকলের জীবনের অপরিহার্য। তাই খুব হাই রেঞ্জের তুলনায় একটু কম দামে ল্যাপটপ কিনতে চান অনেকেই। তাই দেখে নেওয়া যাক ভারতে ৩০ হাজার টাকার কমে কী কী ল্যাপটপ পাওয়া যায়।
Lenovo 82C6000KIH- লেনোভোর এই ল্যাপটপের দাম ২৬,৯৯০ টাকা। এই ল্যাপটপে রয়েছে একটি ১৪ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এছাড়াও রয়েছে AMD Ryzen 3 3250U আর তার সঙ্গে রয়েছে Radeon গ্রাফিক্স। এই ল্যাপটপে ৪ জিবি DDR4 র্যাম এবং ১টিবি স্টোরেজ রয়েছে। DOS- এর সাহাক্স্যে পরিচালিত হয় লেনোভোর এই ল্যাপটপ।
Avita PURA 9220e- এই ল্যাপটপে কেনা যাবে ২৪,৯৯০ টাকায়। ১৪ ইঞ্চির এইচডি TFT IPS ডিসপ্লে রয়েছে এই ল্যাপটপে। সেই সঙ্গে রয়েছে AMD APU ডুয়াল কোর এ৬ প্রসেসর। জনা গিয়েছে, এই ল্যাপটপে রয়েছে ২৫৬ জিবি এসএসডি এবং ৮ জিবি র্যাম। মাইক্রোসফট উইন্ডোজ ১০ হোম অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হয় এই ল্যাপটপ।
Lenovo Ideapad D330 10IGM- ৩০ হাজার টাকার কমে ভারতে পাওয়া যাবে লেনোভোর আর একটি ল্যাপটপ। এই ডিভাইসের দাম ২৫,৯৯০ টাকা। এই ল্যাপটপে রয়েছে একটি ১০.১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। এর রেসোলিউশন ১২৮০×৮০০। লেনোভোর এই ল্যাপটপে রয়েছে এন৪০০০ প্রসেসর। তাছাড়া এই প্রসেসরের সঙ্গে লেনোভোর এই ল্যাপটপে রয়েছে ৬৪ জিবি eMMC স্টোরেজ। আর রয়েছে ৪ জিবি র্যাম। Avita PURA 9220e- এই ল্যাপটপের মতোই লেনোভোর এই ল্যাপটপও উইন্ডোজ ১০ হোম অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হবে।
Dell Inspiron 15 3000- ডেলের এই ল্যাপটপের দাম ২৭,৯৯০ টাকা। এখানে রয়েছে একটি ১৫.৬ ইঞ্চির অ্যান্টি গ্লেয়ার এলইডি এইচডি ডিসপ্লে। এই ল্যাপটপে রয়েছে AMD Athlon Gold 3150U প্রসেসর। তার সঙ্গে রয়েছে Radeon graphics। ডেলের এই ল্যাপটপে ৪ জিবি DDR4 র্যাম আছে। তার সঙ্গে রয়েছে ২৫৬ জিবি M.2 PCIe NVMe SSD স্টোরেজ। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম দেখা যায় এই ল্যাপটপে।
HP Chromebook 14a na0003tu- এইচপি সংস্থার এই ল্যাপটপের দামও ৩০ হাজারের কম। এই ল্যাপটপ কেনা যাবে ২৭,৯৯০ টাকায়। এখানে রয়েছে ১৪ ইঞ্চির এইচডি WLED ডিসপ্লে। এই ডিসপ্লের রেসোলিউশন ১৩৬৬×৭৬৮। এই ল্যাপটপে রয়েছে Celeron N4020 প্রসেসর। তার সঙ্গে রয়েছে UHD গ্রাফিক্স ৬০০। এছাড়াও এইচপি সংস্থার এই ল্যাপটপে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি EMMC স্টোরেজ রয়েছে। গুগল ক্রোম অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হয় এই ল্যাপটপ।