Fire Boltt AI Smartwatch: এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর স্মার্টওয়াচ লঞ্চ হল ভারতে, দাম ৪,৪৯৯ টাকা
AI Powered Smartwatch Under Rs 5000: এই প্রথম ভারতে কোনও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর স্মার্টওয়াচ লঞ্চ হল। ফায়ার বোল্ট এআই স্মার্টওয়াচের দাম-সহ যাবতীয় ফিচার্স দেখে নিন।
দেশি স্মার্টওয়াচ-মেকার ফায়ার বোল্ট ফের একটি দুর্ধর্ষ হাতঘড়ি লঞ্চ করল। একাধিক আকর্ষণীয় ফিচার্স রয়েছে এই স্মার্টওয়াচে। সবথেকে আকর্ষণীয় ফিচার্স হল, এটিই দেশের প্রথম AI-পাওয়ার্ড উইয়ারেবল। সেই লেটেস্ট স্মার্টওয়াচের নাম ফায়ার বোল্ট এআই (Fire Boltt AI)। ব্লুটুথ ভয়েস কলিং, ভয়েস অ্যাসিস্ট্যান্টস ফিচার যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি-সহ ঐএকগুচ্ছ ট্র্যাকার ও সেন্সর রয়েছে এই লেটেস্ট স্মার্টওয়াচে। উল্লেখযোগ্য ট্র্যাকার ও সেন্সরের মধ্যে রয়েছে – হার্ট রেট সেন্সর, হেলথ ট্র্যাকার এবং ব্লাড অক্সিজেন সেন্সর।
এই মুহূর্তে দেশের স্মার্টওয়াচ মার্কেট সেগমেন্টের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হল ফায়ার বোল্ট। সাম্প্রতিকতম মার্কেট রিসার্চ অনুসারে, ফায়ার বোল্ট এই মুহূর্তের ফাস্টেস্ট গ্রোয়িং স্মার্টওয়াচ। এই ব্র্যান্ডের কোয়ার্টার অন কোয়ার্টার গ্রোথ ৩৯৪ শতাংশ এবং মার্কেট শেয়ার ১৭ শতাংশ।
ফায়ার বোল্ট AI স্মার্টওয়াচ ফিচার্স ও স্পেসিফিকেশনস –
এই স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৭ ইঞ্চির HD ডিসপ্লে, যার রেজোলিউশন ২৮০ X ২৮০ পিক্সেলস। ব্লুটুথ কলিং সাপোর্ট করবে এই হাতঘড়ি, যার মাধ্যমে আপনার স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করে ফোন কল করতে এবং রিসিভও করতে পারবেন। ইউজারদের কুইক ডায়াল প্যাড অ্যাকসেস করতে দেয় এই স্মার্টওয়াচ। এর সাহায্যে এক দিকে যেমন স্মার্টওয়াচ থেকেই কল হিস্ট্রি দেখতে পারবেন গ্রাহকরা, আর এক দিকে তেমন কনট্যাক্টসও সেভ করে রাখা যাবে ঘড়িতে। কলিং ক্যাপাবিলিটির জন্য এই স্মার্টওয়াচে রয়েছে মাইক্রোফোন এবং স্পিকার। রয়েছে ভযেস কন্ট্রোল সাপোর্ট, যার দ্বারা আপনার কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করতে পারবে ঘড়িটিকে। স্ট্রেস ম্যানেজমেন্ট সিস্টেমও রয়েছে এই ফায়ার বোল্ট এআই স্মার্টওয়াচে।
মোট ১০টি ইন-বিল্ট স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। IP67 রেটিং দেওয়া হয়েছে ঘড়িটিতে, যার সাহায্যে ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট হবে এই স্মার্টওয়াচ। এমন কি আপনার দৈনন্দিন ওয়ার্কআউট সেশনের সময়ও ব্যবহার করা যাবে এই হাতঘড়ি। সাঁতার কাটা থেকে শুরু করে স্নান করার সময়ও এই স্মার্টওয়াচ ব্যবহার করতে পারবেন। ফায়ার বোল্ট AI স্মার্টওয়াচে এমনই শক্তিশালী একটি ব্যাটারি রয়েছে, যা এক বার চার্জেই ১০ দিন লাগাতার ব্যাকআপ দিতে পারবে। এছাড়াও অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে সেডেন্টারি রিমাইন্ডার্স, মেনস্ট্রুয়াল রিমাইন্ডার্স, ওয়েদার আপডেটস, টাইমার এবং একটি অ্যালার্ম।
ফায়ার বোল্ট AI স্মার্টওয়াচের দাম –
ফায়ার বোল্ট AI স্মার্টওয়াচ ভারতে লঞ্চ করা হয়েছে ৪,৪৯৯ টাকা দামে। এই ব্র্যান্ড আসলে ফ্লিপকার্ট-এর এক্সক্লিউসিভ। অর্থাৎ আপনি কেবল মাত্র ফ্লিপকার্ট থেকেই এই Fire Boltt AI স্মার্টওয়াচ কিনতে পারবেন। এই হাতঘড়ি লঞ্চ করা হয়েছে মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে – কালো, নীল এবং গোলাপি।
আরও পড়ুন: ১০০ স্পোর্টস মোড, ব্যাপক ব্যবহারেও ১৪ দিন ব্যাটারি ব্যাকআপ, হুয়াওয়ে নিয়ে এল চমৎকার স্মার্টওয়াচ
আরও পড়ুন: স্যামসাংয়ের বাডস ইয়ারফোন ব্যবহার করলেই কানের সংক্রমণ! টাকা ফেরত দিচ্ছে কোম্পানি…
আরও পড়ুন: এবার আপনার বাড়িতে ওষুধ পৌঁছে দেবে ফ্লিপকার্ট, নতুন হেলথকেয়ার সার্ভিসে আরও অনেক সুবিধা