Desk AC: কী গরমটাই না পড়েছে বলুন তো! AC কিনে ঠিকই করেছেন। আর যদি এখনও না কিনে Air Conditioner কেনার কথা ভাবেন, তাহলেও এক্কেবারে ঠিক করছেন! কিন্তু অনেকেরই তো পকেট সঙ্গ দেয় না। তাই, যাঁদের এই মুহূর্তে একটা AC কেনার সামর্থ্য নেই, তাঁদেরও চিন্তার কোনও কারণ নেই। বাজারে গুচ্ছের মিনি AC, Mini Cooler রয়েছে, যেগুলি কিনলে এই গরমটা আরাম করেই কাটানো যাবে। তেমনই কয়েকটি মিনি কুলার সম্পর্কে জেনে নিন, যাদের দামও বেশ কম, দ্রুত আপনাকে ঠান্ডা রাখতে পারে, আবার চালানোর জন্য ইলেকট্রিসিটি বিলের খরচও এক্কেবারে নেই বললেই চলে।
তবে এই কুলার কেনার আগে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যত্নও নিতে হবে অনেক কিছুরই। কারণ, ছোট্ট একটা ভুল আপনার জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে। মাথায় রাখবেন, কম দামি জিনিস আপনি ব্যবহার করতে পারেন ঠিকই। কিন্তু তা সঠিক ভাবে ব্যবহার এবং যথেষ্ট যত্ন সহকারে আপনাকে ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে কোনও ভুলচুক যেন না হয়ে যায়। তার সঙ্গেই আবার জলদি অর্ডারও করে ফেলতে হবে। কারণ, গরম যত বাড়বে, তত দ্রুত তাদের স্টক শেষ হতে থাকবে।
Hoteon USB Desk Air Cooler –
এই গরমে আপনার জন্য খুব ভাল কুলার হতে পারে Hoteon-এর USB ডেস্ক এয়ার কুলার। একাধিক বিশেষত্ব রয়েছে এই ডিভাইসের। এর সঙ্গে রয়েছে ডুয়াল ফ্যানের অপশন। একবার অন করবেন, সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস পেতে শুরু করবেন। হটিয়নের এই ডেস্ক এয়ার কুলার চালাতে গিয়ে আপনাকে ইলেকট্রিসিটি বিলের কথাও ভাবতে হবে না। বিদ্যুৎ ছাড়াই এই কুলার আপনাকে কনকনে ঠান্ডা বাতাস দেবে।
Electroprime Mini Air Cooler –
আর একটা মিনি এয়ার কুলার, যা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন। আপনার ঘর ঠান্ডা করার জন্য ডিভাইসটি অত্যন্ত ভাল একটি বিকল্প হিসেবে প্রমাণিত হতে পারে। পকেট বান্ধব তো বটেই, খুব কম খরচে আপনি এটি পাবেন। সেই সঙ্গে ছোট্ট, কম্প্যাক্ট ডিজ়াইনের এই কুলারটি আপনি যে কোনও জায়গায় বহন করতে পারবেন। আপনার অফিস বা বাড়ির জন্য এই কুলার আদর্শ।