Swiggy থেকে এখনও পর্যন্ত কত টাকার খাবার অর্ডার করেছেন? সেই খরচে একটা রেস্তোরাঁই হয়ে যেত, কীভাবে বুঝবেন?

ফুড ডেলিভারি অ্যাপগুলি (Food Delivery App) আমাদের জীবন অনেকটাই সহজ করে দিয়েছে। শরীর ভাল নেই বা সারাদিনের হাড়ভাঙা খাটনির পর আর রান্না করার মন নেই, এই পরিস্থিতিতে আজ আমাদের প্রায় সকলেরই ভরসা Swiggy বা Zomato-র মতো ফুড ডেলিভারি অ্যাপগুলি। খাবার অর্ডার করুন, কিছুক্ষণের অপেক্ষা আর তারপরেই আপনার বাড়িতে হাজির আপনারই পছন্দের কোনও রেস্তোরাঁর জিহ্বায় জল […]

Swiggy থেকে এখনও পর্যন্ত কত টাকার খাবার অর্ডার করেছেন? সেই খরচে একটা রেস্তোরাঁই হয়ে যেত, কীভাবে বুঝবেন?
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: May 28, 2022 | 9:07 PM

ফুড ডেলিভারি অ্যাপগুলি (Food Delivery App) আমাদের জীবন অনেকটাই সহজ করে দিয়েছে। শরীর ভাল নেই বা সারাদিনের হাড়ভাঙা খাটনির পর আর রান্না করার মন নেই, এই পরিস্থিতিতে আজ আমাদের প্রায় সকলেরই ভরসা Swiggy বা Zomato-র মতো ফুড ডেলিভারি অ্যাপগুলি। খাবার অর্ডার করুন, কিছুক্ষণের অপেক্ষা আর তারপরেই আপনার বাড়িতে হাজির আপনারই পছন্দের কোনও রেস্তোরাঁর জিহ্বায় জল আনা পদটি। তবে Swiggy বা Zomato থেকে এভাবে নানাবিধ অজুহাতের নামে মাসের শেষে বা বছরের শেষে আমরা যে পরিমাণ টাকাটা খরচ করে থাকি, তার কী হিসেব কখনও করে দেখেছি আমরা? হয়তো দেখা যাবে এমন হল যে, এখনও পর্যন্ত বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপে আপনি যত টাকা খরচ করেছেন, তাতে একটা রেস্তোরাঁই খোলা হয়ে যেত। এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে আপনি বুঝবেন যে সুইগি বা জ়োম্যাটো থেকে খাবারের অর্ডার করে কত টাকা এখনও পর্যন্ত খরচা করেছেন? আসুন, সেই পদ্ধতিই (Tips And Tricks) জেনে নেওয়া যাক।

Swiggy থেকে খাবার অর্ডার করে কত টাকা খরচ করেছেন, কীভাবে বুঝবেন

১) প্রথমে আপনার কম্পিউটার থেকে Swiggy ওয়েবসাইটটি খুলুন।

২) এবার ডানদিকের কর্নারে আপনার নামে ক্লিক করুন এবং তারপরে ‘Orders’ অপশনটিতে ক্লিক করুন।

৩) স্ক্রল করতে থাকুন এবং তারপরে ‘Show More Orders’ অপশনে ক্লিক করুন।

৪) শেষ পর্যন্ত যতক্ষণ না পৌঁছে যাচ্ছেন, ততক্ষণ স্ক্রল করতেই থাকুন।

৫) এবার আপনার মাউস থেকে রাইট ক্লিক করুন এবং ‘Inspect’ অপশনে ট্যাপ করুন।

৬) এবার ‘Console’ অপশনটিতে ক্লিক করুন।

৭) নীচের এই কোডটি এবার পেস্ট করে দিন এবং তারপরে এন্টার প্রেস করুন।

amount_node_list = document.getElementsByClassName(‘_3Hghg’); amount_regex = /\d+.\d*/g; total_amount = 0 for (let i = 0; i < amount_node_list.length; i++) { current_amount = amount_node_list[i].innerHTML; if (current_amount.match(amount_regex)) { integer_amount = parseInt(current_amount.match(amount_regex)[0]) total_amount += integer_amount; } } console.log(“Total amount spent on Swiggy so far is ₹”, total_amount);

ঠিক এই জায়গা থেকেই আপনাকে দেখানো হবে যে, আপনি এখনও পর্যন্ত Swiggy-তে কত টাকার খাবার অর্ডার করেছেন। এক্ষেত্রে যেমন দেখা গিয়েছে, মোট 5,052 টাকার খাবার অর্ডার করা হয়েছে। আপনার ক্ষেত্রে হয়তো এর থেকে বেশি বা কম টাকার পরিমাণ দেখানো হবে। এই উপায়েই আপনি দেখে নিতে পারবেন যে, Swiggy থেকে এখনও পর্যন্ত কত টাকার খাবার অর্ডার করেছেন।