AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AC Water Recycle: ড্রেনে ফেলে দিচ্ছেন AC-র জল? কাজে লাগানোর কৌশলটা জেনে নিলে আর ফেলবেন না

How To Recycle AC Water: এসি থেকে যে পরিমাণ জল জমছে, তা কি আপনি ফেলে দেন? তাহলে বিরাট ভুল করছেন। সেই জল আপনি অনেক কাজেই লাগাতে পারেন। কী কাজে লাগাতে পারেন, সেই সব পদ্ধতিগুলিই আমরা আজ জেনে নেব।

AC Water Recycle: ড্রেনে ফেলে দিচ্ছেন AC-র জল? কাজে লাগানোর কৌশলটা জেনে নিলে আর ফেলবেন না
AC-র জল কাজে লাগানোর উপায়গুলি জেনে নিন।
| Edited By: | Updated on: Apr 02, 2023 | 7:24 PM
Share

AC থেকে খুব অল্প পরিমাণেই জল বেরোয়। তবে এই গরমের তীব্র দাবদাহে আপনার বাড়ির ACটা যে পরিমাণ চলে, তাতে একটা বালতি তো হেসেখেলে ভর্তি হয়ে যেতে পারে। তা-ও যদি উপচে পড়ে, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু এসি থেকে যে পরিমাণ জল জমছে, তা কি আপনি ফেলে দেন? তাহলে বিরাট ভুল করছেন। সেই জল আপনি অনেক কাজেই লাগাতে পারেন। কী কাজে লাগাতে পারেন, সেই সব পদ্ধতিগুলিই আমরা আজ জেনে নেব।

দেশে দিনের পর দিন তাপমাত্রা যে হারে বাড়ছে, AC এখন বিলাসিতার থেকেও অনেক বেশি প্রয়োজনীয়তা হয়ে পড়েছে। এয়ার কন্ডিশনার আমাদের পরিবেশের জন্য খুব ক্ষতিকারক ঠিকই। কিন্তু গরমে দু’দণ্ড শান্তির স্বাদ এসি ছাড়া আর কে-ই বা দিতে পারে। আর গরম যত বাড়বে, ততই আপনার বাড়িতে এসি চলবে বেশি করে। তাই, জলও এসি থেকে বেশ ভাল পরিমাণে বেরোবে। সেই জল যদি আপনি সঠিক ভাবে ব্যবহার করেন, তাহলে অনেক কিছুই করতে পারবেন।

অনেকেই আছেন, যাঁরা AC-র জল ড্রেনে ফেলে দেন। কিন্তু এ দেশের মানুষজনের কি জল ফেলে দেওয়া উচিত? এই বাংলা তো বটেই। দেশের বিভিন্ন প্রান্তে এখনও জলের হাহাকার। তবে এসির জল আপনি কোন কোন কাজে ব্যবহার করতে পারেন, তা যদি একবার জেনে যান তাহলে তা ড্রেনে ফেলতে আপনার গায়ে লাগবে! AC-র জলকে কাজে লাগানোর সেই মোক্ষম উপায়গুলি জেনে নেওয়া যাক।

কাপড় কাচতে পারেন – এসির জল দিয়ে আপনি কাপড় কাচতে পারেন। AC-র যে নল দিয়ে জল পড়ে তার নিচে একটি বালতি রেখে দিন। সেই বালতির জলটা ফেলে না দিয়ে আপনি কাপড় কাচুন। তাতে আপনার পাম্পের জল বা কলের জলও যেমন বাঁচতে পারে, তেমনই আবার আপনাকে যদি জল সংগ্রহের জন্য কসরত করতে হয়, তা-ও আর করতে হবে না।

গাছের পরিচর্যা করতে পারেন – AC থেকে বেরিয়ে যাওয়া জল আপনি ড্রেনে ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন আপনার গাছ পরিচর্যার জন্য। এই জল যথেষ্ট পরিষ্কার। তাই তা যদি আপনি গাছে দেন, তাহলে গাছের কোনও ক্ষতি হবে না। ফলে, আপনাকে গাছে দেওয়ার জন্য আর আলাদা করে কল থেকে জল ভরতে হবে না। অর্থাৎ কিছুটা হলেও আপনার পাম্পের বা কলের জল সংরক্ষিত হবে।

গাড়ি ধুতে পারেন – আপনার গাড়ি, তা সে চার-চাকাই হোক বা দু-চাকা, সেই গাড়ি ধোয়ার জন্যও আপনি AC-র জল ব্যবহার করতে পারেন। ব্যক্তিগত যানবাহন ধোয়ার জন্য এসির জলের থেকে ভাল আর কিছু হতে পারে না। সপ্তাহে অন্তত একবার করে আপনার গাড়ি ধুতে এসির জল কাজে লাগাতেই পারেন। এর ফলে আপনি গাড়ি পরিষ্কার করতে যে বাড়তি জল খরচ করেন, সেটা সংরক্ষিত হবে।