হোয়াটসঅ্যাপ পে, গত বছর অর্থাৎ ২০২০ সালের নভেম্বর মাসে এই ফিচার চালু হয়েছিল ভারতে। শোনা যাচ্ছে, এবার আরও বেশি সংখ্যক ইউজারদের জন্য এই ফিচার চালু করতে চলেছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ফেসবুক অধিকৃত এই মেসেজিং অ্যাপ সংস্থা জানিয়েছে, নতুন পেমেন্ট ফিচার ধীরে ধীরে ইউজারদের মধ্যে রোল-আউট করা হবে। গত বছর নভেম্বরে হোয়াটসঅ্যাপ পে ফিচার চালু হলেও এই সুবিধা পাননি সব ইউজার। এমনকি লেটেস্ট ভার্সানে অ্যাপ আপডেট করলেও পেমেন্ট পরিষেবা যুক্ত হয়নি অনেক হোয়াটসঅ্যাপ ইউজারের অ্যাকাউন্টে। তবে এবার ধীরে ধীরে সমস্ত ইউজার এই পরিষেবা পাবেন বলেই জানিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা।
নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানোর সুবিধা পাওয়া যায় হোয়াটসঅ্যাপ পেমেন্টের মাধ্যমে। ঠিক যেরকম গুগল পে, ফোন পে এবং অন্যান পেমেন্ট অ্যাপের মাধ্যমে একজন ইউজার অন্যত্র টাকা পাঠাতে পারেন, এখানেও ব্যাপারটা সেই রকমই। নতুন আপডেট হওয়া হোয়াটসঅ্যাপ পে ফিচারের ক্ষেত্রে এই টাকা পাঠানো আরও সহজ হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তাঁদের কথায় হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর মতোই সহজ এই মেসেজিং অ্যাপের পেমেন্ট অপশনের মাধ্যমে টাকা পাঠানো। আর এই ব্যবস্থা যথেষতই সুরক্ষিত।
National Payments Corporation of India (NPCI)- এর সঙ্গে একত্রিত হয়ে এই পেমেন্ট অপশন তৈরি করেছে হোয়াটসঅ্যাপ। এখানেও রয়েছে Unified Payment Interface (UPI)- এর ব্যবহার। ১৬০টিরও বেশি ব্যাঙ্ক যুক্ত রয়েছে হোয়াটসঅ্যাপের পেমেন্ট ফিচারের সঙ্গে।
একনজরে দেখে নিন হোয়াটসঅ্যাপ পেমেন্ট সেটআপ
আরও পড়ুন- জিওর নতুন বার্ষিক রিচার্জ প্ল্যান, ৩৪৯৯ টাকায় কী কী সুবিধা পাবেন গ্রাহকরা?