WhatsApp সবার জন্য 2GB ফাইল পাঠানোর সুবিধা চালু করল, ধরে যাবে একটা গোটা সিনেমা!

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 06, 2022 | 4:48 PM

WhatsApp 2GB File Sharing: দীর্ঘ অপেক্ষার পর হোয়াটসঅ্যাপে ২জিবি ফাইল শেয়ার করার বিশেষ বৈশিষ্ট্যটি যোগ করা হল। অত্যন্ত জরুরি এই ফিচারের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপে আপনি একটা গোটা সিনেমা পাঠাতে পারবেন।

WhatsApp সবার জন্য 2GB ফাইল পাঠানোর সুবিধা চালু করল, ধরে যাবে একটা গোটা সিনেমা!
WhatsApp-এ এবার 2GB ফাইল শেয়ার করার বিশেষ সুবিধা।

Follow Us

মেটার নিজস্ব ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp এবার 2GB সাইজ়ের ফাইল পাঠানোর বৈশিষ্ট্য যোগ করছে। টেস্টিংয়ের পর্যায়ে থাকার সময় এই ফিচারটি গুটিকয়েক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য নিয়ে আসা হয়েছিল। এবার সমস্ত WhatsApp ব্যবহারকারীরাই 2GB ফাইল তথা একটা গোটা সিনেমাই পাঠিয়ে দিতে পারবেন। বড় ফাইল পাঠানোর এই বৈশিষ্ট্যটি গত মার্চেই ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ। প্রাথমিক ভাবে ফিচারটি উপলব্ধ করা হয়েছিল দক্ষিণ আমেরিকার মানুষজনের জন্য। এবার ভারত-সহ বিশ্বের সব প্রান্তের মানুষজনও হোয়াটসঅ্যাপে 2GB ফাইল পাঠাতে পারবেন।

Android এবং iOS দুই স্মার্টফোন ইউজাররাই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। বহু দিন ধরেই হোয়াটসঅ্যাপে 2GB ফাইল শেয়ারিংয়ের প্রয়োজনীয়তা উপলব্ধ হয়েছিল। এর সাহায্যে ইউজাররা ছবি, ভিডিয়ো, ডকুমেন্ট 2GB পর্যন্ত সাইজ়ে শেয়ার করতে পারবেন। আসলে এত দিন যাবৎ WhatsApp-এ আমরা যে ছবি বা ভিডিয়োগুলি শেয়ার করতাম, তাদের সাইজ় ভাল হত না। যার জন্য ছবি বা ভিডিয়োতে হালকা নয়েজ়ও থাকত। কিন্তু 2GB ফাইল শেয়ারিং উপলব্ধ হওয়ার ফলে সেই সমস্যা চিরতরে মুছে যেতে চলেছে। আগে হোয়াটসঅ্যাপে 100MB-র বেশি ফাইল পাঠানো যেত না।

এখন প্রশ্ন হচ্ছে ইউজাররা কীভাবে বুঝবেন যে, তাঁরা 100MB-র বেশি সাইজ়ের ছবি পাঠানোর হোয়াটসঅ্যাপ ফিচারটি ব্যবহার করতে পারনে কি না। খুব সহজ। তার জন্য হোয়াটসঅ্যাপে গিয়ে বড় ফাইল পাঠাতে হবে। একটা দেড় ঘণ্টার সিনেমা পাঠালে বা বড় কোনও ভিডিয়ো যার সাইজ় 100MB-র বেশি বা 2GB-র কম, তাহলেই বোঝা যাবে ফিচারটি উপলব্ধ হয়েছে কি না। 2GB সাইজ়ের ফাইল পাঠানোর কাজটি সর্বপ্রথম লক্ষ্য করে হোয়াটসঅ্যাপ ফিচার্স ট্র্যাকার WABetaInfo।

চলতি বছরের শুরু থেকেই একের পর এক জরুরি ফিচার্স যোগ করে চলেছে WhatsApp। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ফিচারটি হল মেসেজ রিঅ্যাকশন। অর্থাৎ যে কোনও হোয়াটসঅ্যাপ মেসেজে বাছাই করা পাঁচটি ইমোজি দিয়ে রিঅ্যাক্ট করার সুবিধা। হোয়াটসঅ্যাপের পাইপলাইনে রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ ফিচার। ডেস্কটপ ইউজারদের জন্য ইনকামিং মেসেজ, কন্ট্যাক্টস, নন-কন্ট্যাক্টস, রিড ও আনরিড মেসেজের ক্ষেত্রে ফিল্টার করার সুবিধা এবং ডাবল ভেরিফিকেশন কোডের মতো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

আরও একটি যে ফিচার হোয়াটসঅ্যাপ যোগ করছে, সেটি হল পোল ক্রিয়েট করার সুবিধা। একটা গ্রুপে এবার থেকে নির্দিষ্ট কোনও টপিকের উপরে পোল তৈরি করে গ্রুপের অন্যান্য সদস্যদের মতামত জানতে পারবেন অ্যাডমিনরা। আপাতত iOS বিটা ভার্সন 22.12.0.73-তে ফিচারটি উপলব্ধ হয়েছে। এছাড়াও WhatsApp ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য একটি কভার ফটোর অপশনও যোগ করা হবে খুব শীঘ্রই।

Next Article