Whatsapp Features: হোয়াটসঅ্যাপের মেসেজে দেওয়া যাবে রিঅ্যাকশন ইমোজি! নতুন ফিচার নিয়ে শুরু কাজকর্ম

Whatsapp Message Reactions: শোনা গিয়েছে, আইওএস (iOS) এবং অ্যানড্রয়েড (Android) ভার্সানের হোয়াটসঅ্যাপ বিটা (Whatsapp Beta)- তে এই মেসেজ রিঅ্যাকশন ইমোজি (Reaction Emoji) ফিচার পরীক্ষা নিরীক্ষার পর তা আনা হবে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ (Whatsapp Desktop Version) ভার্সানে।

Whatsapp Features: হোয়াটসঅ্যাপের মেসেজে দেওয়া যাবে রিঅ্যাকশন ইমোজি! নতুন ফিচার নিয়ে শুরু কাজকর্ম
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 27, 2022 | 11:06 PM

হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ একাধিক নতুন ফিচার (Whatsapp Features) নিয়ে কাজ শুরু করেছে। ইউজারদের অভিজ্ঞতা ভাল করার জন্য প্রায়শই নিত্যনতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ সংস্থা। সম্প্রতি শোনা গিয়েছে যে, ‘সার্চ মেসেজ শর্টকাট’ (Search Message Shortcuts) নিয়ে কাজকর্ম শুরু করেছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর পাশাপাশি এবার থেকে নাকি হোয়াটসঅ্যাপের মেসেজেও দেওয়া যাবে রিঅ্যাকশন (Whatsapp Message Reactions)। মানে যেমনটা ফেসবুক মেসেঞ্জারে দেওয়া যায়। একটা মেসেজ ট্যাপ করে সেখানে রিঅ্যাকশন ইমোজি (Emoji or Emoticons) দেওয়া সম্ভব হয়। এবার থেকে হোয়াটসঅ্যাপেও এই ফিচার দেখা যাবে বলে শোনা গিয়েছে।

সেই সঙ্গে এটাও শোনা যাচ্ছে যে, হোয়াটসঅ্যাপের মেসেজ এই রিঅ্যাকশন ফিচার নিয়েও কাজকর্ম শুরু করেছে সংস্থা। এমনিতেই হোয়াটসঅ্যাপের ইমোটিকনস বা ইমোজি বিশ্বের দরবারে বহুল জনপ্রিয়। এবার সেই ইমোজিই রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপের মেসেজে। শোনা যাচ্ছে, মোট ছয়টি ইমোজির একটি সেট দেওয়া হবে নির্দিষ্ট মেসেজ তলায়। মানে মেসেঞ্জারের মতো মেসেজ ট্যাপ করলে হয়তো সেটা পাওয়া যাবে। এবার ইউজাররা সেখান থেকে মেসেজ অনুযায়ী পছন্দমতো ইমোজি বেছে নিয়ে তা শেয়ার করবেন। হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপের বিটা ভার্সানে এই ফিচার লক্ষ্য করা গিয়েছে।

শোনা গিয়েছে, আইওএস এবং অ্যানড্রয়েড ভার্সানের হোয়াটসঅ্যাপ বিটা- তে এই মেসেজ রিঅ্যাকশন ইমোজি ফিচার পরীক্ষা নিরীক্ষার পর তা আনা হবে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সানে। হোয়াটসঅ্যাপ সংক্রান্ত বিভিন্ন খবরাখবর দেয় যে সংস্থা সেই Wabetainfo- ই জানিয়েছেন যে মেসেজ রিঅ্যাকশন অপশন পাওয়া যাবে একটি মেসেজের নীচে। আর সেখানে থাকবে ৬টি ইমোজি বা ইমোটিকনস। সবসময় অবশ্য এই রিঅ্যাকশন বাটন দেখা যাবে না। যখন কারসার একটি চ্যাট বা গ্রুপ মেসেজের কাছাকাছি থাকবে তখনই এই রিঅ্যাকশন বাটন দেখা যাবে। এরপর রিঅ্যাকশন বাটনে প্রেস করলে ইউজার ওই মেসেজের জন্য রিঅ্যাকশন ইমোজি ব্যবহার করতে পারবেন।

আপাতত হোয়াটসঅ্যাপের এই ফিচার নিয়ে কাজকর্ম চলছে। কবে এই ফিচার সাধারণ ইউজারদের জন্য লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি। তবে সম্ভবত আইওএস, অ্যানড্রয়েড এবং ডেস্কটপের বিটা ভার্সানে টেস্টিংয়ে পরই এই ফিচার চালু হবে। আর বাজারে যখন খবর ছড়িয়েছে তখন হোয়ায়টসঅ্যাপের এই নতুন ফিচার লঞ্চ হতে খুব বেশি দেরি নেই বলেই অনুমান করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ। অন্যদিকে আর একটি নতুন ফিচার ‘সার্চ মেসেজ শর্টকাট’ নিয়েই কাজকর্ম শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। কিছু সংখ্যক অ্যানড্রয়েড বিটা ইউজারদের ক্ষেত্রে এই ফিচারের রোল আউট করা হয়েছে বলে শোনা গিয়েছে। তবে Wabetanifo- র রিপোর্ট অনুসারে এক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে, যা সমাধানের জন্য তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

আরও পড়ুন- WhatsApp Links To Join Calls: এবার লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিয়ো কল, জয়েন করতে পারবে যে কেউ!